৫৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না-ফেরার দেশে চলে গেলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ। গতকাল রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদের ছোট ভাই এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের মেজো ভাই।
ম হামিদ জানিয়েছেন, মাহমুদ সাজ্জাদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা পজিটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ আসার পর শারীরিক জটিলতা দেখা দিলে আইসিইউতে নেওয়া হয়। ৫৪ দিন আইসিইউতে ছিলেন তিনি।
মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতার মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন। ফেসবুকেও নেমে এসেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, জায়েদ খান, জিয়াউল ফারুক অপূর্ব, রওনক হাসান, তানভীন সুইটি, নাদিয়া, সিয়াম আহমেদসহ সংস্কৃতি অঙ্গনের মানুষেরা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিনেতা জাহিদ হাসান খবরটি শুনেই আফসোস করতে থাকেন। তিনি বলেন, ‘আহা রে সাজ্জাদ ভাই! আহা রে আহা রে! একসঙ্গে কত দিনের পথচলা। মঞ্চে অভিনয় করেছেন। একসঙ্গে কত টিভি নাটকে অভিনয় করেছি। আপাদমস্তক সজ্জন মানুষ ছিলেন। আমাদের ভাইয়ের মতোই স্নেহ করতেন। আমরাও সব সময় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে আমাদের দেখা হয়েছিল।’
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘২৬ আগস্ট আমাদের শেষ দেখা। একসঙ্গে পাশাপাশি বসে ডিনার করেছি। কত গল্প করলাম। খুব কষ্ট লাগছে খবরটা শুনে।’
জহির রায়হান পরিচালিত ‘সংসার’ ছবিতে প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। এই ছবির মাধ্যমেই ববিতা অভিনয় শুরু করেন। ববিতার নায়ক ছিলেন মাহমুদ সাজ্জাদ। এরপর আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়জীবন থেকে নাট্যদল নাট্যচক্রের সক্রিয় সদস্য ছিলেন মাহমুদ সাজ্জাদ। দলের হয়ে অভিনয় করেছেন ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’, ‘জনক’সহ অনেক নাটকে। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক ‘সকাল-সন্ধ্যা’। এরপর তিনি সহস্রাধিক নাটকে অভিনয় করেছেন।
৫৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না-ফেরার দেশে চলে গেলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ। গতকাল রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদের ছোট ভাই এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের মেজো ভাই।
ম হামিদ জানিয়েছেন, মাহমুদ সাজ্জাদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা পজিটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ আসার পর শারীরিক জটিলতা দেখা দিলে আইসিইউতে নেওয়া হয়। ৫৪ দিন আইসিইউতে ছিলেন তিনি।
মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতার মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন। ফেসবুকেও নেমে এসেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, জায়েদ খান, জিয়াউল ফারুক অপূর্ব, রওনক হাসান, তানভীন সুইটি, নাদিয়া, সিয়াম আহমেদসহ সংস্কৃতি অঙ্গনের মানুষেরা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিনেতা জাহিদ হাসান খবরটি শুনেই আফসোস করতে থাকেন। তিনি বলেন, ‘আহা রে সাজ্জাদ ভাই! আহা রে আহা রে! একসঙ্গে কত দিনের পথচলা। মঞ্চে অভিনয় করেছেন। একসঙ্গে কত টিভি নাটকে অভিনয় করেছি। আপাদমস্তক সজ্জন মানুষ ছিলেন। আমাদের ভাইয়ের মতোই স্নেহ করতেন। আমরাও সব সময় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে আমাদের দেখা হয়েছিল।’
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘২৬ আগস্ট আমাদের শেষ দেখা। একসঙ্গে পাশাপাশি বসে ডিনার করেছি। কত গল্প করলাম। খুব কষ্ট লাগছে খবরটা শুনে।’
জহির রায়হান পরিচালিত ‘সংসার’ ছবিতে প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। এই ছবির মাধ্যমেই ববিতা অভিনয় শুরু করেন। ববিতার নায়ক ছিলেন মাহমুদ সাজ্জাদ। এরপর আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়জীবন থেকে নাট্যদল নাট্যচক্রের সক্রিয় সদস্য ছিলেন মাহমুদ সাজ্জাদ। দলের হয়ে অভিনয় করেছেন ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’, ‘জনক’সহ অনেক নাটকে। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক ‘সকাল-সন্ধ্যা’। এরপর তিনি সহস্রাধিক নাটকে অভিনয় করেছেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫