বিনোদন প্রতিবেদক
ঢাকা: মফস্বল শহরের এক ক্রিকেটারের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ম্যাচ উইনার’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি উত্তরা, পুরান ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও এর আশপাশ এলাকায় ছবিটির শুটিং শেষ হয়েছে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তাঁর বিপরীতে রয়েছেন নাজিবা বাশার ও নিশাত প্রিয়ম। একজন ক্রিকেটার গ্রাম থেকে ঢাকায় এসে তারকা হয়ে যায়। তারকা হওয়ার পথে তাকে যে বাধার পথ পাড়ি দিতে হয়, তা দেখানো হয়েছে সিরিজটিতে।
এতে অভিনয় প্রসঙ্গে নাজিবা বাশার বলেন, ‘এখানে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রেম দেখানো হয়। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলি। আশা করছি শহুরে প্রেমিকা ‘‘তানিয়া’’ চরিত্র দর্শকের পছন্দ হবে।’
নির্মাতা আবু হায়াত বলেন, নাটকটি ক্রিকেট খেলা নিয়ে তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে পারিবারিক, সামাজিক ও আনুষঙ্গিক বিষয়। ‘ম্যাচ উইনার’ ওয়েব সিরিজটি গতানুগতিক গল্প থেকে ভিন্ন স্বাদের। আর ঢাকার বাইরে মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে। প্রত্যেক অভিনয়শিল্পী তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। ক্রিকেট খেলার সঙ্গে জীবনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে গল্পে ও সংলাপে ভিন্নতা আনা হয়েছে। দর্শকদের ভালো লাগবে। এটি এনটিভি অনলাইন ওটিটির জন্য নির্মিত। এই ওয়েব সিরিজটি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।
ইয়াশ রোহান বলেন, ভালো গল্পে ওয়েব সিরিজ আমাকে সবসময়ই টানে। এর গল্পটা তেমনই। এতে আমাকে দেখা যাবে রাকিবুল চরিত্রে। গল্প ও চরিত্র মিলে আশা করছি ওয়েব সিরিজটি দর্শকদের ভালো লাগবে।
এতে আরও অভিনয় করেছেন হিন্দোল রয়, সুজাত শিমুল, মিলি বাশার, নরেশ ভূঁইয়া।
ঢাকা: মফস্বল শহরের এক ক্রিকেটারের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ম্যাচ উইনার’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি উত্তরা, পুরান ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও এর আশপাশ এলাকায় ছবিটির শুটিং শেষ হয়েছে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তাঁর বিপরীতে রয়েছেন নাজিবা বাশার ও নিশাত প্রিয়ম। একজন ক্রিকেটার গ্রাম থেকে ঢাকায় এসে তারকা হয়ে যায়। তারকা হওয়ার পথে তাকে যে বাধার পথ পাড়ি দিতে হয়, তা দেখানো হয়েছে সিরিজটিতে।
এতে অভিনয় প্রসঙ্গে নাজিবা বাশার বলেন, ‘এখানে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রেম দেখানো হয়। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলি। আশা করছি শহুরে প্রেমিকা ‘‘তানিয়া’’ চরিত্র দর্শকের পছন্দ হবে।’
নির্মাতা আবু হায়াত বলেন, নাটকটি ক্রিকেট খেলা নিয়ে তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে পারিবারিক, সামাজিক ও আনুষঙ্গিক বিষয়। ‘ম্যাচ উইনার’ ওয়েব সিরিজটি গতানুগতিক গল্প থেকে ভিন্ন স্বাদের। আর ঢাকার বাইরে মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে। প্রত্যেক অভিনয়শিল্পী তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। ক্রিকেট খেলার সঙ্গে জীবনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে গল্পে ও সংলাপে ভিন্নতা আনা হয়েছে। দর্শকদের ভালো লাগবে। এটি এনটিভি অনলাইন ওটিটির জন্য নির্মিত। এই ওয়েব সিরিজটি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।
ইয়াশ রোহান বলেন, ভালো গল্পে ওয়েব সিরিজ আমাকে সবসময়ই টানে। এর গল্পটা তেমনই। এতে আমাকে দেখা যাবে রাকিবুল চরিত্রে। গল্প ও চরিত্র মিলে আশা করছি ওয়েব সিরিজটি দর্শকদের ভালো লাগবে।
এতে আরও অভিনয় করেছেন হিন্দোল রয়, সুজাত শিমুল, মিলি বাশার, নরেশ ভূঁইয়া।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫