বিনোদন প্রতিবেদক
ঢাকা : চার শতাধিক নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। অন্যদিকে দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌ। অভিনয়েও মৌয়ের ক্যারিয়ার দুই দশকের। শোবিজ অঙ্গনের এই দুজন প্রথমবার জুটি বাঁধলেন। নাটকের নাম ‘অন্ধ জলছবি’। যেখানে চয়নিকা প্রথমবার পেয়েছেন দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌকে।
চয়নিকা চৌধুরীর নির্মাণের ক্যারিয়ার ২০ বছরের। এই ২০ বছরে অসংখ্য জনপ্রিয় অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করলেও মৌকে নিয়ে এবারই প্রথম। ‘অন্ধ জলছবি’ নামের এই নাটকের গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আগেও দু-তিনবার মৌয়ের সঙ্গে কাজ করার কথা চূড়ান্ত হয়েছিল। কিন্তু বিদেশে তার প্রোগ্রাম থাকায় শেষ মুহূর্তে ছেড়ে দিতে হয়েছিল। অবশেষে এবার ব্যাটে-বলে মিলে গেল। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন করেছি।’
মৌয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে চয়নিকা বলেন, ‘আমাকে মৌ জিজ্ঞেস করল মেকআপ নিয়ে আসব? আমার কল কখন বৌদি? আমি বললাম ১০টায়। ১০টা বাজার ১৫ মিনিট আগেই উইথ মেকআপ হাজির সেটে। খেয়াল করে দেখলাম, যখন একটা দৃশ্য শেষ করেন, সেট ছাড়ার সময় পরের দৃশ্য আর কন্টিনিউটি নিজ দায়িত্বে জিজ্ঞেস করেই মেকআপ রুমে যান। আর এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে যাওয়ার সময় গ্যাপ বড়জোর ১৫ মিনিট। শুটিং চলাকালে তার হাতে আমি কখনো ফোন দেখিনি। ফোনে কথা বলতে দেখেছি একবার দুপুরের খাবারের সময় ছেলেমেয়ের সঙ্গে। গল্প হয়েছে সেই পুরোনো আমাদের সময়ের কথা, আমরা যেভাবে কাজ করেছি সেই আন্তরিকতা, যত্ন, ভালোবাসা দিয়ে সেসব নিয়ে। যে মানুষটা সব সময় আলাদা জানতাম, তার সঙ্গে কাজ করে একজন সত্যিকারের অভিনয়শিল্পীকেই চিনলাম।’
নাটকের গল্পে দেখা যাবে, তৃণা জীবিকার প্রয়োজনে ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরু করেই তিনি বুঝতে পারেন, এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সহজ নয়। কিন্তু তিনি পরাজয় স্বীকার করেন না। চালিয়ে যান সংগ্রাম। সব প্রতিবন্ধকতা জয় করে পৌঁছে যান শীর্ষ ব্যবসায়ীদের কাতারে। হয়ে ওঠেন সফল নারীদের একজন।
তাকে নিয়ে নানা মহলে চলতে থাকে আলোচনা। তৃণাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে চান রাজন নামের এক তরুণ। তৃণাও এ বিষয়ে রাজনের প্রতি তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তথ্যচিত্র নির্মাণের জন্য তাকে থাকতে দেন তার বিলাসবহুল বাড়িতে। কিন্তু রাজন তার বাসায় আশ্রয় নেওয়ার পর জন্ম নেয় নাটকীয় সব ঘটনা।
এতে তৃণা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। আর রাজন চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী মৌ।
জানা যায়, শিগগিরই ‘অন্ধ জলছবি’ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
ঢাকা : চার শতাধিক নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। অন্যদিকে দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌ। অভিনয়েও মৌয়ের ক্যারিয়ার দুই দশকের। শোবিজ অঙ্গনের এই দুজন প্রথমবার জুটি বাঁধলেন। নাটকের নাম ‘অন্ধ জলছবি’। যেখানে চয়নিকা প্রথমবার পেয়েছেন দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌকে।
চয়নিকা চৌধুরীর নির্মাণের ক্যারিয়ার ২০ বছরের। এই ২০ বছরে অসংখ্য জনপ্রিয় অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করলেও মৌকে নিয়ে এবারই প্রথম। ‘অন্ধ জলছবি’ নামের এই নাটকের গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আগেও দু-তিনবার মৌয়ের সঙ্গে কাজ করার কথা চূড়ান্ত হয়েছিল। কিন্তু বিদেশে তার প্রোগ্রাম থাকায় শেষ মুহূর্তে ছেড়ে দিতে হয়েছিল। অবশেষে এবার ব্যাটে-বলে মিলে গেল। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন করেছি।’
মৌয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে চয়নিকা বলেন, ‘আমাকে মৌ জিজ্ঞেস করল মেকআপ নিয়ে আসব? আমার কল কখন বৌদি? আমি বললাম ১০টায়। ১০টা বাজার ১৫ মিনিট আগেই উইথ মেকআপ হাজির সেটে। খেয়াল করে দেখলাম, যখন একটা দৃশ্য শেষ করেন, সেট ছাড়ার সময় পরের দৃশ্য আর কন্টিনিউটি নিজ দায়িত্বে জিজ্ঞেস করেই মেকআপ রুমে যান। আর এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে যাওয়ার সময় গ্যাপ বড়জোর ১৫ মিনিট। শুটিং চলাকালে তার হাতে আমি কখনো ফোন দেখিনি। ফোনে কথা বলতে দেখেছি একবার দুপুরের খাবারের সময় ছেলেমেয়ের সঙ্গে। গল্প হয়েছে সেই পুরোনো আমাদের সময়ের কথা, আমরা যেভাবে কাজ করেছি সেই আন্তরিকতা, যত্ন, ভালোবাসা দিয়ে সেসব নিয়ে। যে মানুষটা সব সময় আলাদা জানতাম, তার সঙ্গে কাজ করে একজন সত্যিকারের অভিনয়শিল্পীকেই চিনলাম।’
নাটকের গল্পে দেখা যাবে, তৃণা জীবিকার প্রয়োজনে ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরু করেই তিনি বুঝতে পারেন, এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সহজ নয়। কিন্তু তিনি পরাজয় স্বীকার করেন না। চালিয়ে যান সংগ্রাম। সব প্রতিবন্ধকতা জয় করে পৌঁছে যান শীর্ষ ব্যবসায়ীদের কাতারে। হয়ে ওঠেন সফল নারীদের একজন।
তাকে নিয়ে নানা মহলে চলতে থাকে আলোচনা। তৃণাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে চান রাজন নামের এক তরুণ। তৃণাও এ বিষয়ে রাজনের প্রতি তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তথ্যচিত্র নির্মাণের জন্য তাকে থাকতে দেন তার বিলাসবহুল বাড়িতে। কিন্তু রাজন তার বাসায় আশ্রয় নেওয়ার পর জন্ম নেয় নাটকীয় সব ঘটনা।
এতে তৃণা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। আর রাজন চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী মৌ।
জানা যায়, শিগগিরই ‘অন্ধ জলছবি’ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫