জাবেদ আর মীরার টানাটানির সংসার। জাবেদের অফিসে ঠিকমতো বেতন হচ্ছে না। সাংসারিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মীরা প্রায়ই বলে, অন্য চাকরির খোঁজ করতে। কিন্তু জাবেদ তাতে সায় দিচ্ছে না। যে অফিসে এতদিন চাকরি করেছে, কয়েকমাস বেতন হচ্ছে না বলে সেই অফিস ছেড়ে যাওয়ার পক্ষপাতি নয় সে। অভিমান করে স্বামীকে ‘বোকা কোথাকার’ বলে কটাক্ষ করে মীরা।
এই সংকটের মধ্যে গল্পে আসে নতুন চরিত্র—সুমন। জাবেদ ও মীরার কলেজ জীবনের বন্ধু সে। একদিন সুমন মীরাকে জানায়, এখনো সে তাকে ভালোবাসে। একদিকে ‘বোকা’ জাবেদকে নিয়ে অথই জলে মীরা, অন্যদিকে সুমনের ভালোবাসার ডাক—কোনদিকে যাবে মীরা! এমন গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘বোকা কোথাকার’।
টেলিফিল্মটি লিখেছেন সুস্ময় সুমন, বানিয়েছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, সমাপ্তি মাসুক, ললনা নূর, নিথর মাহবুব, হিল্লোল সরকার, এ আর পিয়াস ও পনির শিকদার। প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।
নির্মাতা দীপু হাজরা জানিয়েছেন, ‘বোকা কোথাকার’ টেলিফিল্মটি প্রচারিত হবে আগামীকাল বুধবার চ্যানেল আইতে দুপুর ৩টা ৫ মিনিটে।
জাবেদ আর মীরার টানাটানির সংসার। জাবেদের অফিসে ঠিকমতো বেতন হচ্ছে না। সাংসারিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মীরা প্রায়ই বলে, অন্য চাকরির খোঁজ করতে। কিন্তু জাবেদ তাতে সায় দিচ্ছে না। যে অফিসে এতদিন চাকরি করেছে, কয়েকমাস বেতন হচ্ছে না বলে সেই অফিস ছেড়ে যাওয়ার পক্ষপাতি নয় সে। অভিমান করে স্বামীকে ‘বোকা কোথাকার’ বলে কটাক্ষ করে মীরা।
এই সংকটের মধ্যে গল্পে আসে নতুন চরিত্র—সুমন। জাবেদ ও মীরার কলেজ জীবনের বন্ধু সে। একদিন সুমন মীরাকে জানায়, এখনো সে তাকে ভালোবাসে। একদিকে ‘বোকা’ জাবেদকে নিয়ে অথই জলে মীরা, অন্যদিকে সুমনের ভালোবাসার ডাক—কোনদিকে যাবে মীরা! এমন গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘বোকা কোথাকার’।
টেলিফিল্মটি লিখেছেন সুস্ময় সুমন, বানিয়েছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, সমাপ্তি মাসুক, ললনা নূর, নিথর মাহবুব, হিল্লোল সরকার, এ আর পিয়াস ও পনির শিকদার। প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।
নির্মাতা দীপু হাজরা জানিয়েছেন, ‘বোকা কোথাকার’ টেলিফিল্মটি প্রচারিত হবে আগামীকাল বুধবার চ্যানেল আইতে দুপুর ৩টা ৫ মিনিটে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫