দুরন্ত টিভিতে আসছে দুটি সিনেমা। ‘লিটল গ্রে ফারগি: সেভস দ্য ফার্ম’ ও ‘সামার চিলড্রেন’—এ সিনেমা দুটি দুরন্ত টিভি প্রচার করবে বাংলা ভাষায়। শুক্র ও শনিবার বেলা ৩টায় দেখা যাবে সিনেমা দুটি।
লিটল গ্রে ফারগি: সেভস দ্য ফার্ম
গ্র্যাম্পের একটি ছোট খামার আছে, যেটা খানিকটা অনুর্বর। সেখানে শহরের পৌর কর্মকর্তারা এসে মোটরওয়ে প্ল্যান করতে চান। তখন গ্যাভিন ও ফার্গি একটি বুদ্ধি বের করে। তারা একটি বিশাল আয়না তৈরি করার পরিকল্পনা করে। যার ছায়াঘেরা মাঠে সূর্যের রশ্মি প্রতিফলিত হয়ে জমিকে উর্বর করবে। সবার সহায়তায় তারা এই পরিকল্পনাটি বাস্তবায়ন করে। খামারটি রক্ষা পায়। ‘লিটল গ্রে ফারগি: সেভস দ্য ফার্ম’ সিনেমাটির বাংলা প্রিমিয়ার হবে শনিবার বেলা ৩টায়।
সামার চিলড্রেন
এইত্তিস ও কাউরি দুই ভাই-বোন। খুব অল্প বয়সে তাদের মা-বাবার বিচ্ছেদ হয়। মা তাদের নিয়ে অর্থকষ্টে পড়েন। কোনো উপায় না পেয়ে একটি আশ্রমে পাঠিয়ে দেন দুই সন্তানকে। আশ্রমের নিয়মকানুন ছিল অনেক কঠিন। ফলে সেখানে ওরা নিজেদের মানিয়ে নিতে পারে না। অবশেষে এইত্তিস ও কাউরি আশ্রমের কঠিন বন্দিদশা থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। ‘সামার চিলড্রেন’ সিনেমাটির বাংলা প্রিমিয়ার হবে শুক্রবার বেলা ৩টায়।
দুরন্ত টিভিতে আসছে দুটি সিনেমা। ‘লিটল গ্রে ফারগি: সেভস দ্য ফার্ম’ ও ‘সামার চিলড্রেন’—এ সিনেমা দুটি দুরন্ত টিভি প্রচার করবে বাংলা ভাষায়। শুক্র ও শনিবার বেলা ৩টায় দেখা যাবে সিনেমা দুটি।
লিটল গ্রে ফারগি: সেভস দ্য ফার্ম
গ্র্যাম্পের একটি ছোট খামার আছে, যেটা খানিকটা অনুর্বর। সেখানে শহরের পৌর কর্মকর্তারা এসে মোটরওয়ে প্ল্যান করতে চান। তখন গ্যাভিন ও ফার্গি একটি বুদ্ধি বের করে। তারা একটি বিশাল আয়না তৈরি করার পরিকল্পনা করে। যার ছায়াঘেরা মাঠে সূর্যের রশ্মি প্রতিফলিত হয়ে জমিকে উর্বর করবে। সবার সহায়তায় তারা এই পরিকল্পনাটি বাস্তবায়ন করে। খামারটি রক্ষা পায়। ‘লিটল গ্রে ফারগি: সেভস দ্য ফার্ম’ সিনেমাটির বাংলা প্রিমিয়ার হবে শনিবার বেলা ৩টায়।
সামার চিলড্রেন
এইত্তিস ও কাউরি দুই ভাই-বোন। খুব অল্প বয়সে তাদের মা-বাবার বিচ্ছেদ হয়। মা তাদের নিয়ে অর্থকষ্টে পড়েন। কোনো উপায় না পেয়ে একটি আশ্রমে পাঠিয়ে দেন দুই সন্তানকে। আশ্রমের নিয়মকানুন ছিল অনেক কঠিন। ফলে সেখানে ওরা নিজেদের মানিয়ে নিতে পারে না। অবশেষে এইত্তিস ও কাউরি আশ্রমের কঠিন বন্দিদশা থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। ‘সামার চিলড্রেন’ সিনেমাটির বাংলা প্রিমিয়ার হবে শুক্রবার বেলা ৩টায়।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫