কারও বিদেশ যাত্রার বিষয়টি এখনো বেশ আলোড়ন ফেলে গ্রামাঞ্চলে। আর সেটি যদি হয় কোনো দম্পতির বেলায়, তবে তো কথাই নেই!
মিজান ও জবা সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে এক এজেন্সির মাধ্যমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পায়। যদিও শ্রমিক হিসেবেই তারা কাজ করতে যাবে সেখানে। তবুও এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে যায় এই দম্পতি। অল্পদিনেই তারা হয়ে ওঠে ওই অঞ্চলের আলোচনার প্রধান বিষয়।
এমন এক গল্প নিয়ে তৈরি ‘ঢাকা টু দুবাই’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এতে তাঁদের একজনের নাম মিজান, অন্যজন জবা। নাটকটি বানিয়েছেন মহিদুল মহিম।
সিএমভির প্রযোজনায় সম্প্রতি এ নাটকের শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা হয়ে মুক্তির প্রক্রিয়া।
নির্মাতা মহিম বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনার চেষ্টা করেছি। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।’
‘ঢাকা টু দুবাই’ নাটকে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
কারও বিদেশ যাত্রার বিষয়টি এখনো বেশ আলোড়ন ফেলে গ্রামাঞ্চলে। আর সেটি যদি হয় কোনো দম্পতির বেলায়, তবে তো কথাই নেই!
মিজান ও জবা সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে এক এজেন্সির মাধ্যমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পায়। যদিও শ্রমিক হিসেবেই তারা কাজ করতে যাবে সেখানে। তবুও এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে যায় এই দম্পতি। অল্পদিনেই তারা হয়ে ওঠে ওই অঞ্চলের আলোচনার প্রধান বিষয়।
এমন এক গল্প নিয়ে তৈরি ‘ঢাকা টু দুবাই’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এতে তাঁদের একজনের নাম মিজান, অন্যজন জবা। নাটকটি বানিয়েছেন মহিদুল মহিম।
সিএমভির প্রযোজনায় সম্প্রতি এ নাটকের শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা হয়ে মুক্তির প্রক্রিয়া।
নির্মাতা মহিম বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনার চেষ্টা করেছি। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।’
‘ঢাকা টু দুবাই’ নাটকে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে