জামাল মল্লিক নির্মাণ করেছেন ঈদ বিশেষ টেলিফিল্ম ‘সুগন্ধি’। এতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম। আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, সায়েম সামাদ প্রমুখ। টেলিফিল্মটি রচনা করেছেন সুস্ময় সুমন। এস এ এন্টারটেইনম্যানের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ব্যারিস্টার আরশান আলী সাইফ। টেলিফিল্মটি প্রসঙ্গে জামাল মল্লিক বলেন,‘আমার প্রতিটি নাটকে কিংবা টেলিফিল্মে কোন না কোন বার্তা থাকে। এই টেলিফিল্মেও আছে। সুগন্ধি-নামটি শুনেই হয়তো অনেকেই আঁচ করতে পারেন তা কেমন ধরনের গল্পের টেলিফিল্ম হতে পারে। গল্প অনুযায়ী আমি শিল্পী নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ইয়াশ এবং নিশাত দুজনই দুর্দান্ত অভিনয় করেছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’
নাটকটিতে নিজের ছেলের অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘ইয়াশ আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করছে। ওর মধ্যে ভালো করার প্রবল চেষ্টাটা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও টেলিফিল্মটিতে অভিনয় করেছি। দর্শকের ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’
টেলিফিল্মের রচয়িতা সুস্ময় সুমন জানান, গল্পটি লাশকাটা ঘরের, গল্পটি একজন ডোমের ছেলের পারিপার্শ্বিকতা নিয়ে, একজন ডোমের ছেলের জীবন যুদ্ধের গল্প নিয়ে সাজানো এই সুগন্ধি গল্পটি। ডোমের গল্প নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে কিন্তু একজন ডোমের ছেলের জীবনমুখী গল্প এবার প্রথম তুলে ধরা হয়েছে একেবারেই জীবনের শেকড় থেকে। যেখানে দর্শক কখনো বিনোদিত হবে কখনো কাঁদবে কখনো ভাবিয়ে তুলবে ডোমের প্রেক্ষাপট নিয়ে।’
এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সুগন্ধি’ টেলিফিল্মটি প্রচার হবে। ইয়াশ- নিশাত জুটি নিয়ে জামাল মল্লিক এর আগে আরো তিনটি কাজ করেছেন।
জামাল মল্লিক নির্মাণ করেছেন ঈদ বিশেষ টেলিফিল্ম ‘সুগন্ধি’। এতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম। আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, সায়েম সামাদ প্রমুখ। টেলিফিল্মটি রচনা করেছেন সুস্ময় সুমন। এস এ এন্টারটেইনম্যানের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ব্যারিস্টার আরশান আলী সাইফ। টেলিফিল্মটি প্রসঙ্গে জামাল মল্লিক বলেন,‘আমার প্রতিটি নাটকে কিংবা টেলিফিল্মে কোন না কোন বার্তা থাকে। এই টেলিফিল্মেও আছে। সুগন্ধি-নামটি শুনেই হয়তো অনেকেই আঁচ করতে পারেন তা কেমন ধরনের গল্পের টেলিফিল্ম হতে পারে। গল্প অনুযায়ী আমি শিল্পী নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ইয়াশ এবং নিশাত দুজনই দুর্দান্ত অভিনয় করেছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’
নাটকটিতে নিজের ছেলের অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘ইয়াশ আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করছে। ওর মধ্যে ভালো করার প্রবল চেষ্টাটা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও টেলিফিল্মটিতে অভিনয় করেছি। দর্শকের ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’
টেলিফিল্মের রচয়িতা সুস্ময় সুমন জানান, গল্পটি লাশকাটা ঘরের, গল্পটি একজন ডোমের ছেলের পারিপার্শ্বিকতা নিয়ে, একজন ডোমের ছেলের জীবন যুদ্ধের গল্প নিয়ে সাজানো এই সুগন্ধি গল্পটি। ডোমের গল্প নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে কিন্তু একজন ডোমের ছেলের জীবনমুখী গল্প এবার প্রথম তুলে ধরা হয়েছে একেবারেই জীবনের শেকড় থেকে। যেখানে দর্শক কখনো বিনোদিত হবে কখনো কাঁদবে কখনো ভাবিয়ে তুলবে ডোমের প্রেক্ষাপট নিয়ে।’
এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সুগন্ধি’ টেলিফিল্মটি প্রচার হবে। ইয়াশ- নিশাত জুটি নিয়ে জামাল মল্লিক এর আগে আরো তিনটি কাজ করেছেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫