প্রতিভাবানদের নিয়ে ‘স্টার সার্চ’ নামে একটি ট্যালেন্ট হান্ট শোয়ের আয়োজন করেছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। প্রতিভা অন্বেষণের এই রিয়েলিটি শো খুঁজে পেয়েছে শীর্ষ ৯ জন প্রতিযোগি।
ঢাকার অদূরে ধামরাইতে অবস্থিত ফিল্ম ভ্যালির সেটে টফি স্টার সার্চের সেরা ৯ প্রতিভার নৈপুণ্য দেখলেন প্রধান বিচারক তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা।
সেরা ৯-এ জায়গা করে নিয়েছেন ঈশান দে (গান), কনক কর্মকার (ফ্রি স্টাইল ফুটবল), হুমায়রা হোসেন টুকটুকি (নাচ), মহিমা দেব ত্রয়ী (গান), অর্জুন অ্যান্ড মিউজিক (অর্জুন সূত্রধর ও হরিপদ সূত্রধর-যন্ত্রসঙ্গীত), প্রান্তিক দেব (নাচ), জান্নাতুল মাওয়া (অভিনয়), প্রিন্স মাহফুজ (গান) এবং পৃথ্বীরাজ রঞ্জন নাথ (বিটবক্সিং)।
প্রথম শ্রেণী পড়ুয়া শিশু থেকে শুরু করে গিনেজ বিশ্ব রেকর্ডধারী, নানা বয়সের প্রতিভাবানরা আলো ছড়াচ্ছেন স্টার সার্চের মঞ্চে। নাচ, গান, অভিনয়সহ নানা প্রতিভায় পারদর্শী প্রতিভাবানদের জন্য সর্বমোট কোটি টাকা মূল্যমানের পুরস্কার অপেক্ষা করছে।
বাংলালিংকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের পরিচালক আবদুল মুকিত আহমেদ বলেন, ‘দেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য টফি স্টার সার্চ সারা দেশের প্রতিযোগীদের আমন্ত্রণ জানিয়েছে ভিডিও সাবমিট করার জন্য। শীর্ষ নয় প্রতিযোগী অন্যান্য প্রতিভাবানদের অনুপ্রেরণা দেবে বলে আমার বিশ্বাস।’
প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টায় আরটিভিতে প্রচার হচ্ছে স্টার সার্চ। এছাড়াও দেখা যাচ্ছে টফিতে।
প্রতিভাবানদের নিয়ে ‘স্টার সার্চ’ নামে একটি ট্যালেন্ট হান্ট শোয়ের আয়োজন করেছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। প্রতিভা অন্বেষণের এই রিয়েলিটি শো খুঁজে পেয়েছে শীর্ষ ৯ জন প্রতিযোগি।
ঢাকার অদূরে ধামরাইতে অবস্থিত ফিল্ম ভ্যালির সেটে টফি স্টার সার্চের সেরা ৯ প্রতিভার নৈপুণ্য দেখলেন প্রধান বিচারক তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা।
সেরা ৯-এ জায়গা করে নিয়েছেন ঈশান দে (গান), কনক কর্মকার (ফ্রি স্টাইল ফুটবল), হুমায়রা হোসেন টুকটুকি (নাচ), মহিমা দেব ত্রয়ী (গান), অর্জুন অ্যান্ড মিউজিক (অর্জুন সূত্রধর ও হরিপদ সূত্রধর-যন্ত্রসঙ্গীত), প্রান্তিক দেব (নাচ), জান্নাতুল মাওয়া (অভিনয়), প্রিন্স মাহফুজ (গান) এবং পৃথ্বীরাজ রঞ্জন নাথ (বিটবক্সিং)।
প্রথম শ্রেণী পড়ুয়া শিশু থেকে শুরু করে গিনেজ বিশ্ব রেকর্ডধারী, নানা বয়সের প্রতিভাবানরা আলো ছড়াচ্ছেন স্টার সার্চের মঞ্চে। নাচ, গান, অভিনয়সহ নানা প্রতিভায় পারদর্শী প্রতিভাবানদের জন্য সর্বমোট কোটি টাকা মূল্যমানের পুরস্কার অপেক্ষা করছে।
বাংলালিংকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের পরিচালক আবদুল মুকিত আহমেদ বলেন, ‘দেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য টফি স্টার সার্চ সারা দেশের প্রতিযোগীদের আমন্ত্রণ জানিয়েছে ভিডিও সাবমিট করার জন্য। শীর্ষ নয় প্রতিযোগী অন্যান্য প্রতিভাবানদের অনুপ্রেরণা দেবে বলে আমার বিশ্বাস।’
প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টায় আরটিভিতে প্রচার হচ্ছে স্টার সার্চ। এছাড়াও দেখা যাচ্ছে টফিতে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫