গেল ঈদে অভিনেতা মনোজের সঙ্গে যৌথ এক আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীকে নির্মাতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। ‘৭ দুগুণে ১৪’ শিরোনামের প্রজেক্টটি প্রশংসা কুড়িয়েছে সবার। সেই ধারাবাহিকতায় এবার তিনি আসছেন আরও বড় পরিসরে। আগামী ঈদের আগ পর্যন্ত সারা বছর নতুন ৫০ জন নির্মাতাকে উপস্থাপন করতে চান তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এর সার্বিক ব্যবস্থাপনায় নির্মাণ হবে ৫০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এই ৫০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন ৫০ জন নতুন নির্মাতা। নতুন গল্প, নিজেদের কাজের অভিজ্ঞতাসহ আগ্রহী নির্মাতাদের যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছেন প্রযোজক। যোগাযোগের ই-মেইল ঠিকানা info@alphaistuios.com। এ প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা কেবল শিল্পী সংকটেই ভুগছি না, নির্মাতা সংকটও বড় হয়ে দেখা দিচ্ছে। তাই নতুন নির্মাতা তৈরি করতেই আমাদের এই উদ্যোগ। মেধাবী অনেক তরুণ আছেন, যাঁরা সুযোগের অভাবে কাজ করতে পারছেন না। আমরা তাঁদের সুযোগ করে দিতে চাই।’
গেল ঈদে অভিনেতা মনোজের সঙ্গে যৌথ এক আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীকে নির্মাতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। ‘৭ দুগুণে ১৪’ শিরোনামের প্রজেক্টটি প্রশংসা কুড়িয়েছে সবার। সেই ধারাবাহিকতায় এবার তিনি আসছেন আরও বড় পরিসরে। আগামী ঈদের আগ পর্যন্ত সারা বছর নতুন ৫০ জন নির্মাতাকে উপস্থাপন করতে চান তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এর সার্বিক ব্যবস্থাপনায় নির্মাণ হবে ৫০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এই ৫০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন ৫০ জন নতুন নির্মাতা। নতুন গল্প, নিজেদের কাজের অভিজ্ঞতাসহ আগ্রহী নির্মাতাদের যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছেন প্রযোজক। যোগাযোগের ই-মেইল ঠিকানা info@alphaistuios.com। এ প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা কেবল শিল্পী সংকটেই ভুগছি না, নির্মাতা সংকটও বড় হয়ে দেখা দিচ্ছে। তাই নতুন নির্মাতা তৈরি করতেই আমাদের এই উদ্যোগ। মেধাবী অনেক তরুণ আছেন, যাঁরা সুযোগের অভাবে কাজ করতে পারছেন না। আমরা তাঁদের সুযোগ করে দিতে চাই।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫