ভারতের মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওয়েব সিরিজ মির্জাপুর খ্যাত অভিনেতা শাহনওয়াজ প্রধান। গতকাল শনিবার ৫৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মির্জাপুর, ফ্যান্টম, রইস ও টোটা ওয়েডস ময়নাসহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন শাহনওয়াজ। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অভিনেতাকে তখন মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয়, সে সময় কাকতালীয়ভাবে হাসপাতালে উপস্থিত ছিলেন টেলিভিশন অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তাঁর ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, শাহনওয়াজকে স্ট্রেচারে করে হাসপাতালের একটি কক্ষে নিয়ে যেতে দেখেন তিনি। চিকিৎসকেরা বারবার চেষ্টা করেও শাহনওয়াজের পালস খুঁজে পাচ্ছিলেন না। তাঁর হৃদ্যন্ত্রে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না তখন। জানা যায়, মাস দুয়েক আগে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল।
মির্জাপুরে শাহনওয়াজের সঙ্গে কাজ করা অভিনেতা রাজেশ তাইলাং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শাহনওয়াজ ভাই, আপনার প্রতি শেষ শ্রদ্ধা!!! আপনি ছিলেন একজন অসাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব ও একজন দুর্দান্ত অভিনেতা। মির্জাপুরে সময় আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এ খবর বিশ্বাস করতে পারছি না।’
টেলিভিশন জগতে অত্যন্ত পরিচিত মুখ শাহনওয়াজ প্রধান। মির্জাপুর সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। মির্জাপুর ছাড়াও অসংখ্য ওয়েব সিরিজ ও সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
ভারতের মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওয়েব সিরিজ মির্জাপুর খ্যাত অভিনেতা শাহনওয়াজ প্রধান। গতকাল শনিবার ৫৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মির্জাপুর, ফ্যান্টম, রইস ও টোটা ওয়েডস ময়নাসহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন শাহনওয়াজ। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অভিনেতাকে তখন মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয়, সে সময় কাকতালীয়ভাবে হাসপাতালে উপস্থিত ছিলেন টেলিভিশন অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তাঁর ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, শাহনওয়াজকে স্ট্রেচারে করে হাসপাতালের একটি কক্ষে নিয়ে যেতে দেখেন তিনি। চিকিৎসকেরা বারবার চেষ্টা করেও শাহনওয়াজের পালস খুঁজে পাচ্ছিলেন না। তাঁর হৃদ্যন্ত্রে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না তখন। জানা যায়, মাস দুয়েক আগে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল।
মির্জাপুরে শাহনওয়াজের সঙ্গে কাজ করা অভিনেতা রাজেশ তাইলাং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শাহনওয়াজ ভাই, আপনার প্রতি শেষ শ্রদ্ধা!!! আপনি ছিলেন একজন অসাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব ও একজন দুর্দান্ত অভিনেতা। মির্জাপুরে সময় আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এ খবর বিশ্বাস করতে পারছি না।’
টেলিভিশন জগতে অত্যন্ত পরিচিত মুখ শাহনওয়াজ প্রধান। মির্জাপুর সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। মির্জাপুর ছাড়াও অসংখ্য ওয়েব সিরিজ ও সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫