বাংলাদেশ টেলিভিশনে শুরু হচ্ছে নতুন শিশুতোষ ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’। এম আসলাম লিটনের রচনায় ধারাবাহিকটি প্রযোজনা করেছেন এরশাদ হোসেন। ১৩ পর্বের এই ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের প্রতি শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে।
নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, লেখিকা পাপড়ি তরফদার ও অধ্যাপক রায়হান তরফদারের দুই সন্তান মিতু আর টিটু। একজন অষ্টম ও অন্যজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দুজনই মেধাবী, বুদ্ধিদীপ্ত ও অ্যাডভেঞ্চারপ্রিয়। গোয়েন্দাগল্প তাদের ভীষণ প্রিয়। নিজেরাও গোয়েন্দাগিরি করে স্কুলের বন্ধুদের অনেক সমস্যার সমাধান করেছে। একসময় লেখিকা মা কিশোরগল্প লেখার প্রস্তাব পান প্রকাশনী থেকে। কিন্তু ঠিক কী লিখবেন বুঝতে পারেন না। সন্তাদের পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন গোয়েন্দাগল্প লেখার। মিতু ও টিটু যেসব কেস সমাধান করবে, মা সেই গল্পই সাহিত্যের মাধুরী দিয়ে লিখে ফেলবেন। এভাবেই শুরু। খুদে গোয়েন্দা মিতু ও টিটু এক-এক করে রহস্যের সমাধান করে আর লেখিকা মা সেই গল্পগুলো লিখে গোয়েন্দা সিরিজ ‘বিন্দু বিন্দু গোয়েন্দা’ গ্রন্থ প্রকাশ করেন।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ফারজানা ছবি, কবির আহমেদ, নুসরাত জাহান নদী, ইশরাক তুর্য, সামিন ইযাসার নীল, আনভিতা, আলভীসহ অনেকে।
বাংলাদেশ টেলিভিশনে শুরু হচ্ছে নতুন শিশুতোষ ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’। এম আসলাম লিটনের রচনায় ধারাবাহিকটি প্রযোজনা করেছেন এরশাদ হোসেন। ১৩ পর্বের এই ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের প্রতি শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে।
নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, লেখিকা পাপড়ি তরফদার ও অধ্যাপক রায়হান তরফদারের দুই সন্তান মিতু আর টিটু। একজন অষ্টম ও অন্যজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দুজনই মেধাবী, বুদ্ধিদীপ্ত ও অ্যাডভেঞ্চারপ্রিয়। গোয়েন্দাগল্প তাদের ভীষণ প্রিয়। নিজেরাও গোয়েন্দাগিরি করে স্কুলের বন্ধুদের অনেক সমস্যার সমাধান করেছে। একসময় লেখিকা মা কিশোরগল্প লেখার প্রস্তাব পান প্রকাশনী থেকে। কিন্তু ঠিক কী লিখবেন বুঝতে পারেন না। সন্তাদের পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন গোয়েন্দাগল্প লেখার। মিতু ও টিটু যেসব কেস সমাধান করবে, মা সেই গল্পই সাহিত্যের মাধুরী দিয়ে লিখে ফেলবেন। এভাবেই শুরু। খুদে গোয়েন্দা মিতু ও টিটু এক-এক করে রহস্যের সমাধান করে আর লেখিকা মা সেই গল্পগুলো লিখে গোয়েন্দা সিরিজ ‘বিন্দু বিন্দু গোয়েন্দা’ গ্রন্থ প্রকাশ করেন।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ফারজানা ছবি, কবির আহমেদ, নুসরাত জাহান নদী, ইশরাক তুর্য, সামিন ইযাসার নীল, আনভিতা, আলভীসহ অনেকে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে