বিনোদন প্রতিবেদক
গ্রামের মেয়ে লাইলী বান্ধবীদের সঙ্গে স্কুলে যাওয়ার পথে একটি ছেলের সঙ্গে পরিচয়। ছেলেটা সেই রাস্তা দিয়ে গ্রামে টিউশন করাতে যেত। লাইলী বাবাকে বলে ওই ছেলেটাকে তার গণিতের টিচার হিসেবে ঠিক করে নেয়। একসময় দুজনের প্রেম হয়ে ওঠে। চিঠি আদান প্রদান হয়। কিন্তু তাদের এই সম্পর্কের কথা টের পেয়ে যায় লাইলীর বাবা। বাবা তখন লাইলীকে কিছু না জানিয়ে এক ঘটকের সঙ্গে বুদ্ধি করে লাইলী ও তার টিচারের চিঠি পাল্টে দিয়ে তাদের মধ্যকার সম্পর্ক নষ্ট করে দেয়। দুজন-দুজন থেকে দূরে সরে যায়। তাদের এই প্রেমের পরিণতি কি হবে তা দেখা যাবে ‘প্রিয় লাইলি’নাটকে।
নব্বই দশকের এমন সরল প্রেমের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় লাইলি’। নাটকটিতে জুটি বেঁধেছেন এই সময়ের জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। অনুপম দাসের রচনায় ‘প্রিয় লাইলী’নাটকটির গল্প লিখেছেন অভিনেতা নিজেই। নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা জামাল মল্লিক বলেন, ‘নাটকটির গল্প নব্বই দশকের। যেখানে সরল একটা প্রেমের গল্প। টিউশন মাস্টার এবং শিক্ষার্থীর মধ্যে প্রেম হয়। মেয়েটার বাবা খুব প্রভাবশালী যখন তাদের প্রেমের খবর জানতে পেরে যায় বাবার হাতে তাদের চিঠি পড়ে যায়। তখন মেয়েটার বাবা একটি নীরব গেম খেলে যেটি তাদের মধ্যে কেউই জানতে পারে না। এভাবেই গল্পটি এগুতে থাকে।’
অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘নব্বই দশকের প্রেমের গল্পগুলো খুব পছন্দের। প্রিয় লাইলি নাটকে আমার চরিত্রটি একজন শিক্ষকের। যেখানে হঠাৎ করেই লাইলির সঙ্গে দেখা হয়, প্রেম হয়। তারপর প্রেম ভেঙে যাওয়ার পর সে পাগল হয়ে যায়। সবার গল্পটি ভালো লাগবে আশা করছি।’
অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, ‘নাটকটি লাইলি চরিত্রটি একজন শিক্ষার্থী। স্কুলে যাওয়া আসার পথে প্রেম হয়। যেহেতু নব্বই দশকে ফোন ছিল না চিঠি আদান প্রদানের মাধ্যমে তাদের প্রেম। সেই প্রেম ভেঙে যায়। নাটকের শুটিং হয় মানিকগঞ্জে। লোকেশন টা দারুণ ছিল। সবাই নাটকটি খুব পছন্দ করবে।’
জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় নাটকটি দীপ্ত টিভি ও এর ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
গ্রামের মেয়ে লাইলী বান্ধবীদের সঙ্গে স্কুলে যাওয়ার পথে একটি ছেলের সঙ্গে পরিচয়। ছেলেটা সেই রাস্তা দিয়ে গ্রামে টিউশন করাতে যেত। লাইলী বাবাকে বলে ওই ছেলেটাকে তার গণিতের টিচার হিসেবে ঠিক করে নেয়। একসময় দুজনের প্রেম হয়ে ওঠে। চিঠি আদান প্রদান হয়। কিন্তু তাদের এই সম্পর্কের কথা টের পেয়ে যায় লাইলীর বাবা। বাবা তখন লাইলীকে কিছু না জানিয়ে এক ঘটকের সঙ্গে বুদ্ধি করে লাইলী ও তার টিচারের চিঠি পাল্টে দিয়ে তাদের মধ্যকার সম্পর্ক নষ্ট করে দেয়। দুজন-দুজন থেকে দূরে সরে যায়। তাদের এই প্রেমের পরিণতি কি হবে তা দেখা যাবে ‘প্রিয় লাইলি’নাটকে।
নব্বই দশকের এমন সরল প্রেমের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় লাইলি’। নাটকটিতে জুটি বেঁধেছেন এই সময়ের জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। অনুপম দাসের রচনায় ‘প্রিয় লাইলী’নাটকটির গল্প লিখেছেন অভিনেতা নিজেই। নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা জামাল মল্লিক বলেন, ‘নাটকটির গল্প নব্বই দশকের। যেখানে সরল একটা প্রেমের গল্প। টিউশন মাস্টার এবং শিক্ষার্থীর মধ্যে প্রেম হয়। মেয়েটার বাবা খুব প্রভাবশালী যখন তাদের প্রেমের খবর জানতে পেরে যায় বাবার হাতে তাদের চিঠি পড়ে যায়। তখন মেয়েটার বাবা একটি নীরব গেম খেলে যেটি তাদের মধ্যে কেউই জানতে পারে না। এভাবেই গল্পটি এগুতে থাকে।’
অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘নব্বই দশকের প্রেমের গল্পগুলো খুব পছন্দের। প্রিয় লাইলি নাটকে আমার চরিত্রটি একজন শিক্ষকের। যেখানে হঠাৎ করেই লাইলির সঙ্গে দেখা হয়, প্রেম হয়। তারপর প্রেম ভেঙে যাওয়ার পর সে পাগল হয়ে যায়। সবার গল্পটি ভালো লাগবে আশা করছি।’
অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, ‘নাটকটি লাইলি চরিত্রটি একজন শিক্ষার্থী। স্কুলে যাওয়া আসার পথে প্রেম হয়। যেহেতু নব্বই দশকে ফোন ছিল না চিঠি আদান প্রদানের মাধ্যমে তাদের প্রেম। সেই প্রেম ভেঙে যায়। নাটকের শুটিং হয় মানিকগঞ্জে। লোকেশন টা দারুণ ছিল। সবাই নাটকটি খুব পছন্দ করবে।’
জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় নাটকটি দীপ্ত টিভি ও এর ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২২ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২২ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২২ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২২ দিন আগে