হৃদি হক, অভিনেত্রী ও নির্দেশক
১৯৭১-এ জন্মায়নি হৃদি।
কিন্তু বাবার চোখে হৃদি মুক্তিযুদ্ধ দেখে।
অবাক হয়ে ভাবে, প্রতিদিন একটা মানুষ কী করে পারে দেশকে এত ভালোবাসতে!
স্বাধীনতার পর ড. ইনাম আর লাকী ইনাম ইংল্যান্ডে পাঁচ বছর কাটায় পড়াশোনার জন্য।
অন্য বন্ধুরা এ পাঁচ বছরে সন্তান নেয় একের পর এক- সিটিজেনশিপটা যদি পাওয়া যায়।
ড. ইনাম অটল সেখানে-
দেশের মাটিতেই জন্মাবে তার প্রথম সন্তান।
১৪ ডিসেম্বর, ১৯৭০-এ বিয়ে করেছিল এই দম্পতি।
দিনটা কখনোই উদ্যাপিত হয় না।
তবে যাপন করে হৃদি তার বাবার সাথে- শোক দিবস।
’৭১-এর ১৪ ডিসেম্বরের কোনো এক কালো তালিকায় ড. ইনামের নামটাও ছিল হয়তো।
হয়তো কেন! নিশ্চয়ই ছিল।
২৩ মার্চের উত্তাল সেই দিনটিতে ড. ইনাম কি কলমযুদ্ধে বাঙালিকে তার লেখা নাটক ‘আবার আসিব ফিরে’ দিয়ে উদ্বুদ্ধ করেনি!
স্বাধীন বাংলাদেশের প্রথম নাটক ‘বাংলা আমার বাংলা’,
প্রথম একুশে ফেব্রুয়ারির নাটক ‘মালা এক শত মালঞ্চের’ও ড. ইনামের।
অমিত অবদানের স্বীকৃতিতে রাষ্ট্রীয় মর্যাদায় একুশে পদক।
হৃদির গর্ব হিমালয় যেন।
তবে মাঝে মাঝে অভিমানও হয়।
যখন হৃদি দেখে, ড. ইনামের হেঁটে চলা পথের
অনেক কিছুই সময়ে মেলায় শুধু ...
কী টেলিভিশনে, কী থিয়েটারে-
ক্লান্তিহীন মানুষটির অবিরাম নাটক লিখন...অনবদ্য সব অনুবাদ সৃষ্টির গল্প;
নির্দেশনায় অদেখা রঙে রাঙানো থিয়েটার প্রাঙ্গণ।
এই সবই ভাবায় কি ওদের! আমাদের?
অভিমান বয়ে বেড়াতে পারে না হৃদি।
বাবা যে শিখিয়েছে- অভিমান হলে মনের দরজা খুলে দিতে হয়।
হৃদি তাই অভিমান ভুলতে আবারও দরজা খোলে-
মানুষ ঢল বাড়ির আঙিনায়,
সবার হাতে ভালোবাসা বাক্স ড. ইনামের জন্য... প্রাণভোলানো হাসির জন্য।
হৃদির চোখে কী যেন একটা উড়ে এসে পড়ে,
...
উপচে পড়া সুখজল ঠেকাবে কী করে হৃদি
১৯৭১-এ জন্মায়নি হৃদি।
কিন্তু বাবার চোখে হৃদি মুক্তিযুদ্ধ দেখে।
অবাক হয়ে ভাবে, প্রতিদিন একটা মানুষ কী করে পারে দেশকে এত ভালোবাসতে!
স্বাধীনতার পর ড. ইনাম আর লাকী ইনাম ইংল্যান্ডে পাঁচ বছর কাটায় পড়াশোনার জন্য।
অন্য বন্ধুরা এ পাঁচ বছরে সন্তান নেয় একের পর এক- সিটিজেনশিপটা যদি পাওয়া যায়।
ড. ইনাম অটল সেখানে-
দেশের মাটিতেই জন্মাবে তার প্রথম সন্তান।
১৪ ডিসেম্বর, ১৯৭০-এ বিয়ে করেছিল এই দম্পতি।
দিনটা কখনোই উদ্যাপিত হয় না।
তবে যাপন করে হৃদি তার বাবার সাথে- শোক দিবস।
’৭১-এর ১৪ ডিসেম্বরের কোনো এক কালো তালিকায় ড. ইনামের নামটাও ছিল হয়তো।
হয়তো কেন! নিশ্চয়ই ছিল।
২৩ মার্চের উত্তাল সেই দিনটিতে ড. ইনাম কি কলমযুদ্ধে বাঙালিকে তার লেখা নাটক ‘আবার আসিব ফিরে’ দিয়ে উদ্বুদ্ধ করেনি!
স্বাধীন বাংলাদেশের প্রথম নাটক ‘বাংলা আমার বাংলা’,
প্রথম একুশে ফেব্রুয়ারির নাটক ‘মালা এক শত মালঞ্চের’ও ড. ইনামের।
অমিত অবদানের স্বীকৃতিতে রাষ্ট্রীয় মর্যাদায় একুশে পদক।
হৃদির গর্ব হিমালয় যেন।
তবে মাঝে মাঝে অভিমানও হয়।
যখন হৃদি দেখে, ড. ইনামের হেঁটে চলা পথের
অনেক কিছুই সময়ে মেলায় শুধু ...
কী টেলিভিশনে, কী থিয়েটারে-
ক্লান্তিহীন মানুষটির অবিরাম নাটক লিখন...অনবদ্য সব অনুবাদ সৃষ্টির গল্প;
নির্দেশনায় অদেখা রঙে রাঙানো থিয়েটার প্রাঙ্গণ।
এই সবই ভাবায় কি ওদের! আমাদের?
অভিমান বয়ে বেড়াতে পারে না হৃদি।
বাবা যে শিখিয়েছে- অভিমান হলে মনের দরজা খুলে দিতে হয়।
হৃদি তাই অভিমান ভুলতে আবারও দরজা খোলে-
মানুষ ঢল বাড়ির আঙিনায়,
সবার হাতে ভালোবাসা বাক্স ড. ইনামের জন্য... প্রাণভোলানো হাসির জন্য।
হৃদির চোখে কী যেন একটা উড়ে এসে পড়ে,
...
উপচে পড়া সুখজল ঠেকাবে কী করে হৃদি
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫