শিশু-কিশোরদের উপযোগী দেশের একমাত্র বিনোদন ও শিক্ষামূলক টিভি চ্যানেল দুরন্ত। প্রতি সপ্তাহেই দুরন্ত টিভিতে বাংলা ভাষায় দেখা যায় জনপ্রিয় শিশুতোষ সিনেমা। এ ধারাবাহিকতায় চ্যানেলটি এবার নিয়ে আসছে ‘দি আগলি ডাকলিং অ্যান্ড মি’ সিনেমার বাংলা প্রিমিয়ার।
দি আগলি ডাকলিং অ্যান্ড মি সিনেমার গল্পে দেখা যাবে, দুর্ঘটনার কারণে র্যাটসো নামের এক ইঁদুর পোল্ট্রি-ইয়ার্ডে এসে পড়ে। একটি হারিয়ে যাওয়া হাঁসের ডিমকে নিজের দাবি করে পোল্ট্রি-ইয়ার্ডে থাকার অনুমতি পায় সে। সদ্য জন্ম নেওয়া বিকৃত হাঁসের ছানা আগলিকে লালনপালন করতে হবে, হয়ে উঠতে হবে আদর্শ বাবা—এমন শর্ত দেওয়া হয়।
আগলিকে সমাজে বসবাসের উপযোগী করে তুলতে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলে যাওয়া নিয়ে আগলি খুব আগ্রহী। কিন্তু প্রথম দিন স্কুলে অন্য ছানাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে সে স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইয়ার্ডে থাকতে হলে লাগবে স্কুলের শংসাপত্র। ফলে র্যাটসো সেখান থেকে পালিয়ে আগলিকে নিয়ে ফান কার্নিভালে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
কার্নিভালে যোগ দেওয়া, আগলির বড় হয়ে ওঠা এবং সেই সঙ্গে র্যাটসোর বাবা হয়ে ওঠার মজার গল্প দি আগলি ডাকলিং অ্যান্ড মি। দুরন্ত টিভিতে সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে আগামী শুক্রবার রাত ১০টায়।
শিশু-কিশোরদের উপযোগী দেশের একমাত্র বিনোদন ও শিক্ষামূলক টিভি চ্যানেল দুরন্ত। প্রতি সপ্তাহেই দুরন্ত টিভিতে বাংলা ভাষায় দেখা যায় জনপ্রিয় শিশুতোষ সিনেমা। এ ধারাবাহিকতায় চ্যানেলটি এবার নিয়ে আসছে ‘দি আগলি ডাকলিং অ্যান্ড মি’ সিনেমার বাংলা প্রিমিয়ার।
দি আগলি ডাকলিং অ্যান্ড মি সিনেমার গল্পে দেখা যাবে, দুর্ঘটনার কারণে র্যাটসো নামের এক ইঁদুর পোল্ট্রি-ইয়ার্ডে এসে পড়ে। একটি হারিয়ে যাওয়া হাঁসের ডিমকে নিজের দাবি করে পোল্ট্রি-ইয়ার্ডে থাকার অনুমতি পায় সে। সদ্য জন্ম নেওয়া বিকৃত হাঁসের ছানা আগলিকে লালনপালন করতে হবে, হয়ে উঠতে হবে আদর্শ বাবা—এমন শর্ত দেওয়া হয়।
আগলিকে সমাজে বসবাসের উপযোগী করে তুলতে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলে যাওয়া নিয়ে আগলি খুব আগ্রহী। কিন্তু প্রথম দিন স্কুলে অন্য ছানাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে সে স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইয়ার্ডে থাকতে হলে লাগবে স্কুলের শংসাপত্র। ফলে র্যাটসো সেখান থেকে পালিয়ে আগলিকে নিয়ে ফান কার্নিভালে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
কার্নিভালে যোগ দেওয়া, আগলির বড় হয়ে ওঠা এবং সেই সঙ্গে র্যাটসোর বাবা হয়ে ওঠার মজার গল্প দি আগলি ডাকলিং অ্যান্ড মি। দুরন্ত টিভিতে সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে আগামী শুক্রবার রাত ১০টায়।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫