শিশুদের জন্য নির্মিত দুই সিনেমা ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ ও ‘মিফি দ্য মুভি’ এবার দেখা যাবে দুরন্ত টিভিতে। এ চ্যানেলে সিনেমা দুটি প্রচার হবে বাংলা ভাষায়।
পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার
পাইরেট পিটের বনের লক্ষ্য হলো সমুদ্রের দানব ধ্বংস করা। সে তার দলের সদস্য গ্রাহাম, স্টিফেন ও স্টেলাকে নিয়ে সামুদ্রিক দানবের খোঁজে কমিনো দ্বীপে যায়। ওখানকার অধিবাসীরা সবাই সামুদ্রিক দানবের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। সেখানে তাদের দেখা হয় স্টেলার বোন স্টেফিনির সঙ্গে। একদিন পাইরেট পিট সামুদ্রিক দানবের মুখোমুখি হয়। তারপর বুঝতে পারে, এটা সত্যিকারের দানব নয়। এটা মারিবেল আর তার বাবা ক্যাপ্টেন ক্যাবাগেছেডের বানানো নকল সমুদ্র দানব। পাইরেট পিট তাদের মুখোশ খুলে দেয় এবং স্বর্ণ জাহাজ উদ্ধার করে।
পাইরেট পিটের দুঃসাহসিক সমুদ্র অভিযানের কাহিনি নিয়ে তৈরি ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ সিনেমাটি দেখা যাবে দুরন্ত টিভিতে, শুক্রবার রাত ১০টায়।
মিফি দ্য মুভি
মিফি ও তার বন্ধুরা একটি চিড়িয়াখানায় যায়। সেখানে তারা বিভিন্ন প্রাণিদের দেখে। ছোট্ট মিফি ও তার বন্ধুরা প্রাণিদের নাম জানে না। তাই প্রাণিদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদেরকে একটি করে ধাঁধা দেয় মিফির মা-বাবা। তারা ধাঁধার সমাধান করে প্রাণিদের সম্পর্কে জানতে পারে। চিড়িয়াখানায় আনন্দের সময় কাটিয়ে তারা বাড়িতে ফিরতে চায় না। তাই তাদের জন্য একটি হট এয়ার বেলুন আনে তাদের বাবা। আর সেই বেলুনে করে তারা বেশ আনন্দে বাড়িতে ফেরে।
এমন গল্প নিয়ে তৈরি ‘মিফি দ্য মুভি’ সিনেমাটি দেখা যাবে দুরন্ত টিভিতে, শুক্রবার দুপুর ৩টায়।
শিশুদের জন্য নির্মিত দুই সিনেমা ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ ও ‘মিফি দ্য মুভি’ এবার দেখা যাবে দুরন্ত টিভিতে। এ চ্যানেলে সিনেমা দুটি প্রচার হবে বাংলা ভাষায়।
পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার
পাইরেট পিটের বনের লক্ষ্য হলো সমুদ্রের দানব ধ্বংস করা। সে তার দলের সদস্য গ্রাহাম, স্টিফেন ও স্টেলাকে নিয়ে সামুদ্রিক দানবের খোঁজে কমিনো দ্বীপে যায়। ওখানকার অধিবাসীরা সবাই সামুদ্রিক দানবের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। সেখানে তাদের দেখা হয় স্টেলার বোন স্টেফিনির সঙ্গে। একদিন পাইরেট পিট সামুদ্রিক দানবের মুখোমুখি হয়। তারপর বুঝতে পারে, এটা সত্যিকারের দানব নয়। এটা মারিবেল আর তার বাবা ক্যাপ্টেন ক্যাবাগেছেডের বানানো নকল সমুদ্র দানব। পাইরেট পিট তাদের মুখোশ খুলে দেয় এবং স্বর্ণ জাহাজ উদ্ধার করে।
পাইরেট পিটের দুঃসাহসিক সমুদ্র অভিযানের কাহিনি নিয়ে তৈরি ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ সিনেমাটি দেখা যাবে দুরন্ত টিভিতে, শুক্রবার রাত ১০টায়।
মিফি দ্য মুভি
মিফি ও তার বন্ধুরা একটি চিড়িয়াখানায় যায়। সেখানে তারা বিভিন্ন প্রাণিদের দেখে। ছোট্ট মিফি ও তার বন্ধুরা প্রাণিদের নাম জানে না। তাই প্রাণিদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদেরকে একটি করে ধাঁধা দেয় মিফির মা-বাবা। তারা ধাঁধার সমাধান করে প্রাণিদের সম্পর্কে জানতে পারে। চিড়িয়াখানায় আনন্দের সময় কাটিয়ে তারা বাড়িতে ফিরতে চায় না। তাই তাদের জন্য একটি হট এয়ার বেলুন আনে তাদের বাবা। আর সেই বেলুনে করে তারা বেশ আনন্দে বাড়িতে ফেরে।
এমন গল্প নিয়ে তৈরি ‘মিফি দ্য মুভি’ সিনেমাটি দেখা যাবে দুরন্ত টিভিতে, শুক্রবার দুপুর ৩টায়।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে