বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন সংগীতশিল্পী আগুন। টানা তিন বছর সম্প্রচারের পর অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। এরপর বিটিভিতে আর দেখা যায়নি তাঁকে। ১৫ বছর পর আবারও একই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ফিরছেন আগুন।
এরই মধ্যে আগুন ঝরা সন্ধ্যা অনুষ্ঠানের দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। দুটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। শনিবার সাড়ে ৫টায় প্রচারিত হবে প্রথম পর্ব।
আগুন বলেন, ‘শিল্পীর কাজ যেন একদিনের জন্যও বন্ধ না হয়, আমি তাই চাই। আমি মনে করি, শিল্পীরা একটি পরিবার। এখানে কোনো বিভাজন হতে পারে না। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে আমাকে আবারও আগুন ঝরা সন্ধ্যা-অনুষ্ঠানটির উপস্থাপনা ও সংগীত পরিচালনার সুযোগ করে দেবার জন্য।’
বিগত সরকারের আমলে আগুনের মতো অনেক শিল্পীকে বাংলাদেশ টেলিভিশনে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও বিটিভি ও বেতারে ফিরতে শুরু করেছেন তাঁরা। শিল্পীদের ব্ল্যাক লিস্টেড করলে দেশের সংস্কৃতির ক্ষতি হয়, তাই এমনটা যেন আর না হয়ে সেটাই প্রত্যাশা আগুনের।
এই প্রসঙ্গে আগুন বলেন, ‘শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার যে অপসংস্কৃতিটা প্রচলিত আছে, এটা চিরতরে বন্ধ করে দিতে হবে। একজন শিল্পী কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়। আমরা তা চাই না। কেউ যেন কোনো কারণে ব্ল্যাক লিস্টেড না হয়, সবাই যেন মন দিয়ে যার যার কাজ করতে পারেন এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ, শিল্পীর বিকাশ ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতির বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। তাই ভবিষ্যতে যেন আমার মতো কোনো শিল্পীর কাজ একদিনের জন্যও বন্ধ না হয় আমি তাই চাই।’
বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন সংগীতশিল্পী আগুন। টানা তিন বছর সম্প্রচারের পর অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। এরপর বিটিভিতে আর দেখা যায়নি তাঁকে। ১৫ বছর পর আবারও একই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ফিরছেন আগুন।
এরই মধ্যে আগুন ঝরা সন্ধ্যা অনুষ্ঠানের দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। দুটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। শনিবার সাড়ে ৫টায় প্রচারিত হবে প্রথম পর্ব।
আগুন বলেন, ‘শিল্পীর কাজ যেন একদিনের জন্যও বন্ধ না হয়, আমি তাই চাই। আমি মনে করি, শিল্পীরা একটি পরিবার। এখানে কোনো বিভাজন হতে পারে না। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে আমাকে আবারও আগুন ঝরা সন্ধ্যা-অনুষ্ঠানটির উপস্থাপনা ও সংগীত পরিচালনার সুযোগ করে দেবার জন্য।’
বিগত সরকারের আমলে আগুনের মতো অনেক শিল্পীকে বাংলাদেশ টেলিভিশনে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও বিটিভি ও বেতারে ফিরতে শুরু করেছেন তাঁরা। শিল্পীদের ব্ল্যাক লিস্টেড করলে দেশের সংস্কৃতির ক্ষতি হয়, তাই এমনটা যেন আর না হয়ে সেটাই প্রত্যাশা আগুনের।
এই প্রসঙ্গে আগুন বলেন, ‘শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার যে অপসংস্কৃতিটা প্রচলিত আছে, এটা চিরতরে বন্ধ করে দিতে হবে। একজন শিল্পী কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়। আমরা তা চাই না। কেউ যেন কোনো কারণে ব্ল্যাক লিস্টেড না হয়, সবাই যেন মন দিয়ে যার যার কাজ করতে পারেন এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ, শিল্পীর বিকাশ ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতির বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। তাই ভবিষ্যতে যেন আমার মতো কোনো শিল্পীর কাজ একদিনের জন্যও বন্ধ না হয় আমি তাই চাই।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে