জনপ্রিয় হওয়া একক ও ধারাবাহিক নাটকগুলো আবারও প্রচার করছে এনটিভি। সেই ধারাবাহিকতায় প্রচার শুরু হয়েছে ২০১৫ সালে প্রচারিত নাটক ‘হাউস ৪৪’। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে আবুল হয়াত, মুনিরা মিঠু, অপর্না, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মাশরুর, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম প্রমুখ। প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
সালেহ উদ্দিন সাহেবের বাড়ির ভাড়াটিয়াদের নিয়ে গল্প। ভাড়াটিয়াদের মধ্যে একটি পরিবার হচ্ছে স্বামী, স্ত্রী আর মাকে নিয়ে। অন্যটি হচ্ছে ব্যাচেলর পরিবার। প্রথম পরিবারের ঝামেলাহীন জীবনযাপন। পরিবারের কর্তা একজন সরকারী কর্মকর্তা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। স্ত্রী কষ্ট পেলেই শপিং করতে বের হন। সালেহ উদ্দিন সাহেবের দ্বিতীয় ভাড়াটিয়া ব্যাচেলর পরিবার। একজন ফয়সাল, আরেকজন তৌসিফ। তাদের ভদ্রতা আর দেখে তাদের সালেহ উদ্দিন সাহেব বাসাটা ভাড়া দেন। সত্যিকারে ফয়সাল এবং তৌসিফ খুবই ভাল। ফয়সাল শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরী করে। শহরের একটি ব্যাচেলার বাসা থেকেই তৌসিফের সাথে বাবুর পরিচয়। পরবর্তীতে তাদের সাথে নতুন করে যোগ দেয় আরও তিনজন- সালমান, শাওন, এবং শুভ্র। তারা খুবই নম্রভাবে বাসা নেয় আর পরবর্তীতে গর্জে উঠে। ফ্ল্যাট থেকে পুরো বাড়িতে উৎপাত হতে থাকে।
সালেহ উদ্দীন সাহেবের ঘরে আবার যুবতী তিনটি মেয়ে রয়েছে। এদের সঙ্গে এক রসায়ন দেখানো হয় ভাড়াটিয়াদের।
জনপ্রিয় হওয়া একক ও ধারাবাহিক নাটকগুলো আবারও প্রচার করছে এনটিভি। সেই ধারাবাহিকতায় প্রচার শুরু হয়েছে ২০১৫ সালে প্রচারিত নাটক ‘হাউস ৪৪’। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে আবুল হয়াত, মুনিরা মিঠু, অপর্না, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মাশরুর, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম প্রমুখ। প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
সালেহ উদ্দিন সাহেবের বাড়ির ভাড়াটিয়াদের নিয়ে গল্প। ভাড়াটিয়াদের মধ্যে একটি পরিবার হচ্ছে স্বামী, স্ত্রী আর মাকে নিয়ে। অন্যটি হচ্ছে ব্যাচেলর পরিবার। প্রথম পরিবারের ঝামেলাহীন জীবনযাপন। পরিবারের কর্তা একজন সরকারী কর্মকর্তা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। স্ত্রী কষ্ট পেলেই শপিং করতে বের হন। সালেহ উদ্দিন সাহেবের দ্বিতীয় ভাড়াটিয়া ব্যাচেলর পরিবার। একজন ফয়সাল, আরেকজন তৌসিফ। তাদের ভদ্রতা আর দেখে তাদের সালেহ উদ্দিন সাহেব বাসাটা ভাড়া দেন। সত্যিকারে ফয়সাল এবং তৌসিফ খুবই ভাল। ফয়সাল শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরী করে। শহরের একটি ব্যাচেলার বাসা থেকেই তৌসিফের সাথে বাবুর পরিচয়। পরবর্তীতে তাদের সাথে নতুন করে যোগ দেয় আরও তিনজন- সালমান, শাওন, এবং শুভ্র। তারা খুবই নম্রভাবে বাসা নেয় আর পরবর্তীতে গর্জে উঠে। ফ্ল্যাট থেকে পুরো বাড়িতে উৎপাত হতে থাকে।
সালেহ উদ্দীন সাহেবের ঘরে আবার যুবতী তিনটি মেয়ে রয়েছে। এদের সঙ্গে এক রসায়ন দেখানো হয় ভাড়াটিয়াদের।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫