এটিএন বাংলায় (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ভালোবেসে যাই’। মঞ্জুর মরু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাকেশ বসু। নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, শিরিন আলম, ফারহান আহমেদ জোভান, সাফা কবির, দৃষ্টি দোলা, সিনথিয়া, সোনালী প্রমুখ।
গল্পে দেখা যাবে, মিজানুর সাহেব ও তার স্ত্রী মনিকার ২৫ বছর হতে চলল বিয়ের। মিজানুর সাহেব এটা পালনের জন্য প্রায় এলাহী কারবার করেছেন। একটা রিসোর্ট ভাড়া করে সাতদিনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমন্ত্রণ জানিয়েছেন আত্মীয় স্বজন বন্ধুদের। যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসছে তাদের একমাত্র মেয়ে নোভাও। যে যাই বলুক মিজানুর সাহেব আসলে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন তার মেয়ের জন্যই। কতদিন মেয়েটাকে দেখেন না! ওদিকে কষ্টে পড়েছে রাহাতও। তার মাকে নিয়ে আসছে এই রিসোর্টে। টাকা-পয়সার সংকট তার আছে কিছু; অন্যদিকে বিবাহ বার্ষিকীতে যোগ দেওয়ার মত ন্যাকামিও তার নেই। কিন্তু মায়ের একটাই কথা-এত করে ভাই ভাবি বলল না করাটা কেমন হয়? মায়ের মুখের দিকে তাকিয়ে এ কয়টা দিন যেন কষ্ট করে রাহাত।
এর মধ্যেই নোভা চলে আসে আমেরিকা থেকে। রিসোর্ট যেন ঝলমলিয়ে ওঠে। সবাই তাদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করে নোভার মোবাইলটা হারিয়ে গেলে রাহাত তা খুঁজে বের করে। নোভার ফোন বের করার পর রাহাতের গুরুত্ব একটু বাড়ে। রাহাত সবার সাথে কাজে মিশে যায়। এক পর্যায়ে নোভা রাহাতকে ডেকে জানায় তার বান্ধবীরা প্রেম করতে চায়। রাহাত কার সাথে প্রেম করবে? রাহাত বলে দেয় সমস্যা একটাই, তার প্রেমিকা আছে। শুরু হয় নোভার গোয়েন্দাগিরি। অনুষ্ঠানের মধ্যেই কেকের বিল দিতে গিয়ে ধাক্কা খায় নোভার সাথে রাহাত। রাহাতের মানিব্যাগটা পড়ে গেলে হাসতে হাসতে কুড়িয়ে সেটা চেক করতে যায় নোভা। মানিব্যাগ দেখে তার হাসি মুছে যায়। রাহাতের মানিব্যাগের ভিতর নোভার ছোটবেলার ছবি।
এটিএন বাংলায় (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ভালোবেসে যাই’। মঞ্জুর মরু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাকেশ বসু। নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, শিরিন আলম, ফারহান আহমেদ জোভান, সাফা কবির, দৃষ্টি দোলা, সিনথিয়া, সোনালী প্রমুখ।
গল্পে দেখা যাবে, মিজানুর সাহেব ও তার স্ত্রী মনিকার ২৫ বছর হতে চলল বিয়ের। মিজানুর সাহেব এটা পালনের জন্য প্রায় এলাহী কারবার করেছেন। একটা রিসোর্ট ভাড়া করে সাতদিনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমন্ত্রণ জানিয়েছেন আত্মীয় স্বজন বন্ধুদের। যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসছে তাদের একমাত্র মেয়ে নোভাও। যে যাই বলুক মিজানুর সাহেব আসলে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন তার মেয়ের জন্যই। কতদিন মেয়েটাকে দেখেন না! ওদিকে কষ্টে পড়েছে রাহাতও। তার মাকে নিয়ে আসছে এই রিসোর্টে। টাকা-পয়সার সংকট তার আছে কিছু; অন্যদিকে বিবাহ বার্ষিকীতে যোগ দেওয়ার মত ন্যাকামিও তার নেই। কিন্তু মায়ের একটাই কথা-এত করে ভাই ভাবি বলল না করাটা কেমন হয়? মায়ের মুখের দিকে তাকিয়ে এ কয়টা দিন যেন কষ্ট করে রাহাত।
এর মধ্যেই নোভা চলে আসে আমেরিকা থেকে। রিসোর্ট যেন ঝলমলিয়ে ওঠে। সবাই তাদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করে নোভার মোবাইলটা হারিয়ে গেলে রাহাত তা খুঁজে বের করে। নোভার ফোন বের করার পর রাহাতের গুরুত্ব একটু বাড়ে। রাহাত সবার সাথে কাজে মিশে যায়। এক পর্যায়ে নোভা রাহাতকে ডেকে জানায় তার বান্ধবীরা প্রেম করতে চায়। রাহাত কার সাথে প্রেম করবে? রাহাত বলে দেয় সমস্যা একটাই, তার প্রেমিকা আছে। শুরু হয় নোভার গোয়েন্দাগিরি। অনুষ্ঠানের মধ্যেই কেকের বিল দিতে গিয়ে ধাক্কা খায় নোভার সাথে রাহাত। রাহাতের মানিব্যাগটা পড়ে গেলে হাসতে হাসতে কুড়িয়ে সেটা চেক করতে যায় নোভা। মানিব্যাগ দেখে তার হাসি মুছে যায়। রাহাতের মানিব্যাগের ভিতর নোভার ছোটবেলার ছবি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫