ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি। টানা ২০ বছর দর্শক ডুবে ছিল গোয়েন্দাভিত্তিক এই সিরিজের গল্পে। এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিরা একের পর এক খুনের রহস্য উন্মোচন করে দর্শকের মন জয় করেছে। ২০১৮ সালে শেষ হয়ে গেলেও এখনো সিআইডি পুরোনো পর্বগুলো ইউটিউবে উপভোগ করেন দর্শক। ছয় বছর পর নতুনভাবে ফিরছে সিআইডি।
গত সিজনের মতো এবারও মূল তিনটি চরিত্রে দেখা যাবে শিবাজি সাতাম (এসিপি প্রদ্যুমান), আদিত্য শ্রীবাস্তব (সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ) ও দয়ানন্দ শেঠি (সিনিয়র ইন্সপেক্টর দয়া)। তবে নেই ফেডরিক্স চরিত্রে জনপ্রিয়তা পাওয়া দীনেশ ফাডনিশ। গত বছরের ৫ ডিসেম্বর মারা গেছেন এই অভিনেতা। পুরোনোদের সঙ্গে নতুন কয়েকটি চরিত্র যোগ হবে নতুন সিজনে।
বৃহস্পতিবার সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে একটি প্রোমো শেয়ার করে নতুন সিআইডির ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে কালো ওভারকোট ও ছাতা মাথায় পুলিশের গাড়ি থেকে নামছেন এসিপি প্রদ্যুমান চরিত্রের অভিনেতা শিবাজী সত্যমকে। একঝলক দেখা গেল অভিজিৎ চরিত্রের আদিত্য শ্রীবাস্তবকেও। ক্যামেরায় জুম করে দেখানো হয় তাঁর চোখ।
ব্যাকগ্রাউন্ডে বাজছে সিআইডি সিরিজের আইকনিক হুইসেল। মনে হচ্ছে, কোনো বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্যই ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি টিম। প্রোমোর শেষে শোনা যায় গুলির শব্দ। আর তাতেই বোঝা যায়, ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছে সিআইডি।
সনি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আগামীকাল প্রচারে আসবে সিরিজটির আরেকটি প্রোমো। সিআইডির প্রোমো দেখে নস্টালজিক হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকেই সিআইডি নিয়ে স্মৃতিচারণা করছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া পড়লে বোঝা যায় দর্শক এই সিরিজটি কতটা মিস করেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শকদের চাহিদার কথা ভেবেই নতুন সিজনের পরিকল্পনা করেছেন নির্মাতারা। নভেম্বরে মুম্বাইয়ে শুরু হবে সিআইডির নতুন সিজনের শুটিং। সব ঠিক থাকলে এ বছর বড়দিন থেকে শুরু হবে প্রচার।
১৯৯৮ সালের ২১ জানুয়ারি শুরু হয়েছিল সিআইডির সম্প্রচার। টানা দুই শতকের বেশি সময়ে প্রচার হয়েছে মোট ১ হাজার ৫৪৭টি পর্ব। সর্বশেষ পর্বটি প্রচারিত হয়েছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। সে সময় জানানো হয়েছিল, কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছে সিরিজটি। কিন্তু এরপর সিআইডি নিয়ে আর কোনো পরিকল্পনার কথা জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজক। শোনা যায় প্রযোজক এবং চ্যানেলের মধ্যে বিবাদের কারণে সিআইডির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।
সিআইডির নতুন প্রোমো:
ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি। টানা ২০ বছর দর্শক ডুবে ছিল গোয়েন্দাভিত্তিক এই সিরিজের গল্পে। এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিরা একের পর এক খুনের রহস্য উন্মোচন করে দর্শকের মন জয় করেছে। ২০১৮ সালে শেষ হয়ে গেলেও এখনো সিআইডি পুরোনো পর্বগুলো ইউটিউবে উপভোগ করেন দর্শক। ছয় বছর পর নতুনভাবে ফিরছে সিআইডি।
গত সিজনের মতো এবারও মূল তিনটি চরিত্রে দেখা যাবে শিবাজি সাতাম (এসিপি প্রদ্যুমান), আদিত্য শ্রীবাস্তব (সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ) ও দয়ানন্দ শেঠি (সিনিয়র ইন্সপেক্টর দয়া)। তবে নেই ফেডরিক্স চরিত্রে জনপ্রিয়তা পাওয়া দীনেশ ফাডনিশ। গত বছরের ৫ ডিসেম্বর মারা গেছেন এই অভিনেতা। পুরোনোদের সঙ্গে নতুন কয়েকটি চরিত্র যোগ হবে নতুন সিজনে।
বৃহস্পতিবার সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে একটি প্রোমো শেয়ার করে নতুন সিআইডির ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে কালো ওভারকোট ও ছাতা মাথায় পুলিশের গাড়ি থেকে নামছেন এসিপি প্রদ্যুমান চরিত্রের অভিনেতা শিবাজী সত্যমকে। একঝলক দেখা গেল অভিজিৎ চরিত্রের আদিত্য শ্রীবাস্তবকেও। ক্যামেরায় জুম করে দেখানো হয় তাঁর চোখ।
ব্যাকগ্রাউন্ডে বাজছে সিআইডি সিরিজের আইকনিক হুইসেল। মনে হচ্ছে, কোনো বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্যই ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি টিম। প্রোমোর শেষে শোনা যায় গুলির শব্দ। আর তাতেই বোঝা যায়, ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছে সিআইডি।
সনি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আগামীকাল প্রচারে আসবে সিরিজটির আরেকটি প্রোমো। সিআইডির প্রোমো দেখে নস্টালজিক হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকেই সিআইডি নিয়ে স্মৃতিচারণা করছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া পড়লে বোঝা যায় দর্শক এই সিরিজটি কতটা মিস করেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শকদের চাহিদার কথা ভেবেই নতুন সিজনের পরিকল্পনা করেছেন নির্মাতারা। নভেম্বরে মুম্বাইয়ে শুরু হবে সিআইডির নতুন সিজনের শুটিং। সব ঠিক থাকলে এ বছর বড়দিন থেকে শুরু হবে প্রচার।
১৯৯৮ সালের ২১ জানুয়ারি শুরু হয়েছিল সিআইডির সম্প্রচার। টানা দুই শতকের বেশি সময়ে প্রচার হয়েছে মোট ১ হাজার ৫৪৭টি পর্ব। সর্বশেষ পর্বটি প্রচারিত হয়েছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। সে সময় জানানো হয়েছিল, কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছে সিরিজটি। কিন্তু এরপর সিআইডি নিয়ে আর কোনো পরিকল্পনার কথা জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজক। শোনা যায় প্রযোজক এবং চ্যানেলের মধ্যে বিবাদের কারণে সিআইডির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।
সিআইডির নতুন প্রোমো:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫