ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ক্রিকেটার জাভেদ ওমর। দীপ্ত টিভিতে প্রচারিত ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিকের একটি বিশেষ পর্বে দেখা যাবে তাঁকে। পর্বটি প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে। সব বাধা ডিঙিয়ে স্বপ্নছোঁয়ার গল্প নিয়ে ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’।
আজকের পর্বে দেখা যাবে রুনাকে ফিরিয়ে দেয় সোহানা। কৌশলে বিদায় করে দেয় আলিয়াকেও। পুরো বাড়ি নিয়ন্ত্রণে নেয় সে। জন্ম দেয় আরেক সন্দেহের। সোহানার ভয়ে অফিসেও রুনাকে সমীহ করার ভান করে সাদিক। অন্যদিকে একাডেমিতে চান্স পাওয়ার পরীক্ষায় ক্রিকেটার জাভেদ ওমরের মুখোমুখি হয় মণিদের দল অলস্টার ক্লাব।
আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিকের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক। সংলাপ লিখেছেন মারুফ হাসান। লাইন প্রডিউসার কিশোর খন্দকার এবং পরিচালনায় সাজ্জাদ সুমন।
অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ্য, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকে।
টিভিতে প্রচারের পরপরই ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’ নাটকটি দেখা যাচ্ছে দীপ্ত টিভির ইউটিউবে।
ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ক্রিকেটার জাভেদ ওমর। দীপ্ত টিভিতে প্রচারিত ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিকের একটি বিশেষ পর্বে দেখা যাবে তাঁকে। পর্বটি প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে। সব বাধা ডিঙিয়ে স্বপ্নছোঁয়ার গল্প নিয়ে ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’।
আজকের পর্বে দেখা যাবে রুনাকে ফিরিয়ে দেয় সোহানা। কৌশলে বিদায় করে দেয় আলিয়াকেও। পুরো বাড়ি নিয়ন্ত্রণে নেয় সে। জন্ম দেয় আরেক সন্দেহের। সোহানার ভয়ে অফিসেও রুনাকে সমীহ করার ভান করে সাদিক। অন্যদিকে একাডেমিতে চান্স পাওয়ার পরীক্ষায় ক্রিকেটার জাভেদ ওমরের মুখোমুখি হয় মণিদের দল অলস্টার ক্লাব।
আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিকের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক। সংলাপ লিখেছেন মারুফ হাসান। লাইন প্রডিউসার কিশোর খন্দকার এবং পরিচালনায় সাজ্জাদ সুমন।
অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ্য, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকে।
টিভিতে প্রচারের পরপরই ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’ নাটকটি দেখা যাচ্ছে দীপ্ত টিভির ইউটিউবে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫