পিউর বাবা তার জন্যে একটি খেলনা হেলিকপ্টার কেনে। যা দেখে দুই বোকা ভাই হাবলু ও গাবলুর খুব লোভ হয়। তারা খেলনাটির জন্যে পিউদের বাসা পর্যন্ত অনুসরণ করে গেটের বাইরে দাঁড়িয়ে বুদ্ধি করতে থাকে কীভাবে বাড়ির ভেতরে যাওয়া যায়।
সন্ধ্যায় বাড়ির ছাদে পিউর সাথে অর্নব, অনন্যা, দীপু, উষা, শুভ—ওরা সবাই মিলে ক্রিসমাস ট্রি সাজায়। ছাদে পিউর বাবার কাছ থেকে গল্পের ছলে সবাই জানতে পারে ২৫ ডিসেম্বর কেন বড়দিন, যীশুর মাহাত্ম ও তার বাণী। শুনে শিশুরা খুব আনন্দ পায়।
রাতে পিউ ঘুমিয়ে পড়লে বাবা বালিশের পাশে সেই বিকেলে কেনা গিফটটা রেখে দেয়। তখন চুপি চুপি বারান্দা দিয়ে প্রবেশ করে হাবলু আর গাবলু। তারা পিউর সারা ঘরে খুঁজে দেখে কোথায় সেই হেলিকপ্টারটা। এক সময় হাবলুর চোখে পড়ে বাবার রেখে যাওয়া সেই সান্তার পোশাক। হাবলু মজা করতে গিয়ে সেটা পরে নেয়।
এমন সময় গিফটের প্যাকেটটি তাদের নজরে পড়ে। হাবলু সেটা নিতে গেলে ঘুম ভেঙে যায় পিউর। সে সান্তাকে দেখে বিস্ময়ে অভিভূত। তার বিশ্বাসই হয় না যে সত্যি সান্তা এসেছে। তাকে উপহার দিচ্ছে। কিন্তু সে খেয়াল করে যে সান্তা তাকে গিফটটা না দিয়ে বরং নিয়ে যাচ্ছে।
এমন গল্প নিয়ে বড়দিন উপলক্ষে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। তোফায়েল সরকারের পরিচালনায় নাটকটি প্রচারিত হবে রোববার দুপুর ২টায় ও রাত ৯টা ৩০ মিনিটে।
পিউর বাবা তার জন্যে একটি খেলনা হেলিকপ্টার কেনে। যা দেখে দুই বোকা ভাই হাবলু ও গাবলুর খুব লোভ হয়। তারা খেলনাটির জন্যে পিউদের বাসা পর্যন্ত অনুসরণ করে গেটের বাইরে দাঁড়িয়ে বুদ্ধি করতে থাকে কীভাবে বাড়ির ভেতরে যাওয়া যায়।
সন্ধ্যায় বাড়ির ছাদে পিউর সাথে অর্নব, অনন্যা, দীপু, উষা, শুভ—ওরা সবাই মিলে ক্রিসমাস ট্রি সাজায়। ছাদে পিউর বাবার কাছ থেকে গল্পের ছলে সবাই জানতে পারে ২৫ ডিসেম্বর কেন বড়দিন, যীশুর মাহাত্ম ও তার বাণী। শুনে শিশুরা খুব আনন্দ পায়।
রাতে পিউ ঘুমিয়ে পড়লে বাবা বালিশের পাশে সেই বিকেলে কেনা গিফটটা রেখে দেয়। তখন চুপি চুপি বারান্দা দিয়ে প্রবেশ করে হাবলু আর গাবলু। তারা পিউর সারা ঘরে খুঁজে দেখে কোথায় সেই হেলিকপ্টারটা। এক সময় হাবলুর চোখে পড়ে বাবার রেখে যাওয়া সেই সান্তার পোশাক। হাবলু মজা করতে গিয়ে সেটা পরে নেয়।
এমন সময় গিফটের প্যাকেটটি তাদের নজরে পড়ে। হাবলু সেটা নিতে গেলে ঘুম ভেঙে যায় পিউর। সে সান্তাকে দেখে বিস্ময়ে অভিভূত। তার বিশ্বাসই হয় না যে সত্যি সান্তা এসেছে। তাকে উপহার দিচ্ছে। কিন্তু সে খেয়াল করে যে সান্তা তাকে গিফটটা না দিয়ে বরং নিয়ে যাচ্ছে।
এমন গল্প নিয়ে বড়দিন উপলক্ষে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। তোফায়েল সরকারের পরিচালনায় নাটকটি প্রচারিত হবে রোববার দুপুর ২টায় ও রাত ৯টা ৩০ মিনিটে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে