বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে অভিনয় করবেন পরীমণি। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ তারিক আনামের নাম যুক্ত হলো। পরিচালক জানিয়েছেন, পরীমনির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে।
চয়নিকা বলেন, ‘নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত–সবখানেই একজন করে পুরুষ মার্ডারার পাওয়া যাবে। যারা সম্পর্ক খুন করে। এমন একটি চরিত্রের জন্য আমার তারিক আনাম খান ছাড়া আর কারও কথা মাথায় আসেনি।’
পরীমণি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে চয়নিকা বলেন, ‘মার্ডারার বোঝাতে আমার এমন একটি গম্ভীর, দেখে ভয় করে ধরনের চরিত্র প্রয়োজন ছিল। এখানে বয়সের পার্থক্য অন্যতম প্রধান বিষয় ও গুরুত্বপূর্ণ নিয়ামক।’
চয়নিকা বলেন, ‘তারিক ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। আমরা বহুদিনের পরিচিত। এখানে পরীর চরিত্রের নাম অর্পিতা। তাঁর স্বামী হিসেবে দেখা যাবে। উনার নাম জসিম। এই চরিত্রটি নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। কারণ, চলচ্চিত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জসিম বনেদি পরিবারের মানুষ, ব্যবসায়ী। চরিত্রটিতে তারিক ভাইকে পেয়ে খুবই ভালো লাগছে।’
তারিক আনাম খানকে এর আগেও এমন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অনন্য মামুনের ‘মেকআপ’ ও ‘আবার বসন্ত’ ছবিতে এ প্রজন্মের নায়িকাদের বিপরীতে ছিলেন তিনি। ‘আবার বসন্ত’-তে অর্চিতা স্পর্শিয়ার নায়ক ছিলেন তারিক। ছবিটির জন্য গত বছরের শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারও পান তিনি।
পরিচালক চয়নিকা জানান, পরীমণির চরিত্র অর্পিতা একটি বনেদি হিন্দু পরিবারের বউ। স্বামী জসিম ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন, তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায় সেটাও উঠে আসবে।
সব ঠিক থাকলে চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। ‘অন্তরাল’ ওয়েব ফিল্মটি কোন ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশ পাবে তা এখনো জানাননি পরিচালক।
জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে অভিনয় করবেন পরীমণি। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ তারিক আনামের নাম যুক্ত হলো। পরিচালক জানিয়েছেন, পরীমনির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে।
চয়নিকা বলেন, ‘নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত–সবখানেই একজন করে পুরুষ মার্ডারার পাওয়া যাবে। যারা সম্পর্ক খুন করে। এমন একটি চরিত্রের জন্য আমার তারিক আনাম খান ছাড়া আর কারও কথা মাথায় আসেনি।’
পরীমণি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে চয়নিকা বলেন, ‘মার্ডারার বোঝাতে আমার এমন একটি গম্ভীর, দেখে ভয় করে ধরনের চরিত্র প্রয়োজন ছিল। এখানে বয়সের পার্থক্য অন্যতম প্রধান বিষয় ও গুরুত্বপূর্ণ নিয়ামক।’
চয়নিকা বলেন, ‘তারিক ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। আমরা বহুদিনের পরিচিত। এখানে পরীর চরিত্রের নাম অর্পিতা। তাঁর স্বামী হিসেবে দেখা যাবে। উনার নাম জসিম। এই চরিত্রটি নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। কারণ, চলচ্চিত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জসিম বনেদি পরিবারের মানুষ, ব্যবসায়ী। চরিত্রটিতে তারিক ভাইকে পেয়ে খুবই ভালো লাগছে।’
তারিক আনাম খানকে এর আগেও এমন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অনন্য মামুনের ‘মেকআপ’ ও ‘আবার বসন্ত’ ছবিতে এ প্রজন্মের নায়িকাদের বিপরীতে ছিলেন তিনি। ‘আবার বসন্ত’-তে অর্চিতা স্পর্শিয়ার নায়ক ছিলেন তারিক। ছবিটির জন্য গত বছরের শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারও পান তিনি।
পরিচালক চয়নিকা জানান, পরীমণির চরিত্র অর্পিতা একটি বনেদি হিন্দু পরিবারের বউ। স্বামী জসিম ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন, তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায় সেটাও উঠে আসবে।
সব ঠিক থাকলে চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। ‘অন্তরাল’ ওয়েব ফিল্মটি কোন ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশ পাবে তা এখনো জানাননি পরিচালক।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে