বিনোদন প্রতিবেদক, ঢাকা
হাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস। আগামীকাল থেকে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি।
ধারাবাহিকটির প্রেক্ষাপট সোনারচর নামের এক কাল্পনিক গ্রামের বাসিন্দাদের নিয়ে। সোনারচর বদলে গিয়ে নাম হয়েছে এখন চালাকচর। নামে চালাক থাকলেও এই গ্রামের বেশির ভাগ মানুষ বোকা। দেখা গেল, কেউ দোকান বা বাসাবাড়ির দরজায় তালা দিল; চাবি হারিয়ে যাওয়ার আশঙ্কায় সেই চাবি দরজার পাশেই ঝুলিয়ে রাখে। আবার এমনও হয়, তালা খুলে যে চোর ঘরে ঢোকে, সে আর বের হওয়ার উপায় খুঁজে পায় না। বোকা হলেও এই গ্রামের মানুষ নিজেদের মহাপণ্ডিত ভাবে।
নামে চালাক কামে বোকা ধারাবাহিকের অন্যতম চরিত্র গ্রামের নম্বর ওয়ান বোকা মুকাম সরদার। স্বভাবে অলস। বোকামির কারণে কোনো কাজ ঠিকমতো করতে পারে না। সংসারে তার দুই সুন্দরী মেয়ে নিলুফা ও আলেয়া। বড় মেয়ে নিলুফার বিয়ে হয়েছে অনেক আগে। বোকামির কারণে শ্বশুরবাড়ি থেকে নিলুফাকে তাড়িয়ে দিয়েছে। এতে নিলুফার কোনো দুঃখ নেই। তার চতুর স্বামী আগুন সরদার প্রায়ই আসে। এসে কান্নাকাটি করে শ্বশুরবাড়ি থেকে টাকা নেওয়ার ফন্দি করে।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ।
হাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস। আগামীকাল থেকে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি।
ধারাবাহিকটির প্রেক্ষাপট সোনারচর নামের এক কাল্পনিক গ্রামের বাসিন্দাদের নিয়ে। সোনারচর বদলে গিয়ে নাম হয়েছে এখন চালাকচর। নামে চালাক থাকলেও এই গ্রামের বেশির ভাগ মানুষ বোকা। দেখা গেল, কেউ দোকান বা বাসাবাড়ির দরজায় তালা দিল; চাবি হারিয়ে যাওয়ার আশঙ্কায় সেই চাবি দরজার পাশেই ঝুলিয়ে রাখে। আবার এমনও হয়, তালা খুলে যে চোর ঘরে ঢোকে, সে আর বের হওয়ার উপায় খুঁজে পায় না। বোকা হলেও এই গ্রামের মানুষ নিজেদের মহাপণ্ডিত ভাবে।
নামে চালাক কামে বোকা ধারাবাহিকের অন্যতম চরিত্র গ্রামের নম্বর ওয়ান বোকা মুকাম সরদার। স্বভাবে অলস। বোকামির কারণে কোনো কাজ ঠিকমতো করতে পারে না। সংসারে তার দুই সুন্দরী মেয়ে নিলুফা ও আলেয়া। বড় মেয়ে নিলুফার বিয়ে হয়েছে অনেক আগে। বোকামির কারণে শ্বশুরবাড়ি থেকে নিলুফাকে তাড়িয়ে দিয়েছে। এতে নিলুফার কোনো দুঃখ নেই। তার চতুর স্বামী আগুন সরদার প্রায়ই আসে। এসে কান্নাকাটি করে শ্বশুরবাড়ি থেকে টাকা নেওয়ার ফন্দি করে।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে