বিনোদন ডেস্ক
দারুণ সময় কাটাচ্ছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল। ২০২৫ সালের প্রথম অর্ধেই তাঁর অভিনীত দুটি সিনেমা রেকর্ড ব্যবসা করেছে বক্স অফিসে। চলতি বছর মোহনলালের ‘এল টু: এমপুরান’ ও ‘থুদারুম’ সিনেমা দুটি বিশ্বব্যাপী আয় করেছে মোট ৫০৫.৬৫ কোটি রুপি—যা মালায়লাম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে মালায়লাম সিনেমায় এক বছরে কোনো অভিনেতার সিনেমা এত আয় করতে পারেনি।
গত ২৭ মার্চ মুক্তি পায় এল টু: এমপুরান। মুক্তির ১০ দিনেই সিনেমাটি ছুঁয়ে ফেলে ২৫০ কোটির মাইলফলক। সব মিলিয়ে সিনেমাটির আয় ২৬৮.০৫ কোটি রুপি। ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাত রায়ট নামে পরিচিত, সেই ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিকুয়েল। পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ।
প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে থুদারুম। থারুন মূর্তি পরিচালিত এই সিনেমার প্রেক্ষাপট প্রতিশোধের হলেও এতে আছে আবেগ, পরিবার আর গভীর মানবিক টানাপোড়েন। ঠিক যেমনটা দর্শক দেখতে চায়। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনো দর্শক ধরে রেখেছে। ইতিমধ্যে আয় করেছে ২৩৭.৬০ কোটি রুপি। সিনেমা বিশ্লেষকেরা মনে করছেন এই সিনেমার আয় আরও বাড়বে।
টানা দুটি ব্লকবাস্টার হিটের পর মোহনলালের পরবর্তী সিনেমাগুলোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা। অভিনেতা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন—সেটাই এখন দেখার পালা।
দারুণ সময় কাটাচ্ছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল। ২০২৫ সালের প্রথম অর্ধেই তাঁর অভিনীত দুটি সিনেমা রেকর্ড ব্যবসা করেছে বক্স অফিসে। চলতি বছর মোহনলালের ‘এল টু: এমপুরান’ ও ‘থুদারুম’ সিনেমা দুটি বিশ্বব্যাপী আয় করেছে মোট ৫০৫.৬৫ কোটি রুপি—যা মালায়লাম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে মালায়লাম সিনেমায় এক বছরে কোনো অভিনেতার সিনেমা এত আয় করতে পারেনি।
গত ২৭ মার্চ মুক্তি পায় এল টু: এমপুরান। মুক্তির ১০ দিনেই সিনেমাটি ছুঁয়ে ফেলে ২৫০ কোটির মাইলফলক। সব মিলিয়ে সিনেমাটির আয় ২৬৮.০৫ কোটি রুপি। ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাত রায়ট নামে পরিচিত, সেই ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিকুয়েল। পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ।
প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে থুদারুম। থারুন মূর্তি পরিচালিত এই সিনেমার প্রেক্ষাপট প্রতিশোধের হলেও এতে আছে আবেগ, পরিবার আর গভীর মানবিক টানাপোড়েন। ঠিক যেমনটা দর্শক দেখতে চায়। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনো দর্শক ধরে রেখেছে। ইতিমধ্যে আয় করেছে ২৩৭.৬০ কোটি রুপি। সিনেমা বিশ্লেষকেরা মনে করছেন এই সিনেমার আয় আরও বাড়বে।
টানা দুটি ব্লকবাস্টার হিটের পর মোহনলালের পরবর্তী সিনেমাগুলোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা। অভিনেতা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন—সেটাই এখন দেখার পালা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৭ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৭ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৭ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৭ দিন আগে