বাবা হারিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। আজ শুক্রবার সকালে ঘুমের মধ্যে মারা যান অজিতের বাবা পি সুব্রামানিয়াম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।
অজিত কুমার তাঁর দুই ভাইসহ যৌথ পারিবারিক বিবৃতিতে জানান, ‘আজ সকালে আমাদের বাবা পি এস মনি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।’
বিবৃতিতে আরও উল্লেখ আছে, ‘চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিকেল-সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’ পারিবারিকভাবে পি এস মনির শেষকৃত্য সম্পন্ন হবে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অজিতের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকেই। অভিনেতা শরৎ কুমার টুইটারে লেখেন, ‘প্রিয় অজিত ও তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর বাবার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’
অভিনেতা সাক্ষী আগরওয়াল টুইটে লেখেন, ‘অজিত কুমার স্যার এবং পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা! ঈশ্বর তাঁদের এই ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি দিন।’
তিনি স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন।
বাবা হারিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। আজ শুক্রবার সকালে ঘুমের মধ্যে মারা যান অজিতের বাবা পি সুব্রামানিয়াম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।
অজিত কুমার তাঁর দুই ভাইসহ যৌথ পারিবারিক বিবৃতিতে জানান, ‘আজ সকালে আমাদের বাবা পি এস মনি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।’
বিবৃতিতে আরও উল্লেখ আছে, ‘চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিকেল-সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’ পারিবারিকভাবে পি এস মনির শেষকৃত্য সম্পন্ন হবে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অজিতের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকেই। অভিনেতা শরৎ কুমার টুইটারে লেখেন, ‘প্রিয় অজিত ও তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর বাবার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’
অভিনেতা সাক্ষী আগরওয়াল টুইটে লেখেন, ‘অজিত কুমার স্যার এবং পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা! ঈশ্বর তাঁদের এই ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি দিন।’
তিনি স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২১ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২১ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২১ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ দিন আগে