ভারত কাঁপছে শাহরুখ খানের ‘পাঠান’ ঝড়ে। বড় বড় হল দখলে নিয়েছে বলিউড বাদশার প্রতীক্ষিত এ চলচ্চিত্র। এর মাঝেও এখনো দর্শক ধরে রেখেছে দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া দক্ষিণের দুই বড় বাজেটের সিনেমা থালাপথি বিজয়ের ‘ভারিসু’ ও অজিত কুমার অভিনীত ‘থুনিভু’। দুই সুপারস্টারের একই সময়ে সিনেমা মুক্তি ভক্তদের মাঝে উৎসবের উপলক্ষ এনে দিয়েছিল।
দুই সপ্তাহের বেশি পার হয়ে গেলেও থালাপথি বিজয় এবং অজিত কুমার অভিনীত দুটি সিনেমা এখনো দর্শক ধরে রেখেছে। ১৬ দিন শেষে ‘ভারিসু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট আয় করেছে ২৬৭ দশমিক ৯৬ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে আয় হয়েছে ১৮৫ দশমিক ৯৬ কোটি রুপি। বাকি ৮২ কোটি রুপিই বিদেশের বাজার থেকে এসেছে।
অন্যদিকে, ‘থুনিভু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট মোট আয় করেছে ১৮২ দশমিক ৮৬ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে এসেছে ১৩০ দশমিক ৮৬ কোটি রুপি। বাকি ৫২ কোটি এসেছে ভারতের বাইরের বিদেশের বাজার থেকে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের ছুটিতে থালাপথি বিজয় ও অজিত কুমারের উভয় ছবিই ২ কোটি রুপির মতো আয় করেছে।
‘ভারিসু’ সিনেমাটি ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পেয়েছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে আছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবু।
‘থুনিভু’ সিনেমাটিও ‘থেগিম্পু’ শিরোনামে তেলুগুতে মুক্তি পাবে। পরিচালক এইচ বিনোদ এবং প্রযোজক বনি কাপুরের সঙ্গে অজিতের তৃতীয় সিনেমা এটি। থুনিভুতে সামুথিরাকানি, ভিরা, জন কোকেন, অজয়, সিবি চন্দ্রান অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে বনি কাপুরের বে–ভিউ প্রজেক্ট এলএলপি এবং জি স্টুডিও।
ভারত কাঁপছে শাহরুখ খানের ‘পাঠান’ ঝড়ে। বড় বড় হল দখলে নিয়েছে বলিউড বাদশার প্রতীক্ষিত এ চলচ্চিত্র। এর মাঝেও এখনো দর্শক ধরে রেখেছে দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া দক্ষিণের দুই বড় বাজেটের সিনেমা থালাপথি বিজয়ের ‘ভারিসু’ ও অজিত কুমার অভিনীত ‘থুনিভু’। দুই সুপারস্টারের একই সময়ে সিনেমা মুক্তি ভক্তদের মাঝে উৎসবের উপলক্ষ এনে দিয়েছিল।
দুই সপ্তাহের বেশি পার হয়ে গেলেও থালাপথি বিজয় এবং অজিত কুমার অভিনীত দুটি সিনেমা এখনো দর্শক ধরে রেখেছে। ১৬ দিন শেষে ‘ভারিসু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট আয় করেছে ২৬৭ দশমিক ৯৬ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে আয় হয়েছে ১৮৫ দশমিক ৯৬ কোটি রুপি। বাকি ৮২ কোটি রুপিই বিদেশের বাজার থেকে এসেছে।
অন্যদিকে, ‘থুনিভু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট মোট আয় করেছে ১৮২ দশমিক ৮৬ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে এসেছে ১৩০ দশমিক ৮৬ কোটি রুপি। বাকি ৫২ কোটি এসেছে ভারতের বাইরের বিদেশের বাজার থেকে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের ছুটিতে থালাপথি বিজয় ও অজিত কুমারের উভয় ছবিই ২ কোটি রুপির মতো আয় করেছে।
‘ভারিসু’ সিনেমাটি ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পেয়েছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে আছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবু।
‘থুনিভু’ সিনেমাটিও ‘থেগিম্পু’ শিরোনামে তেলুগুতে মুক্তি পাবে। পরিচালক এইচ বিনোদ এবং প্রযোজক বনি কাপুরের সঙ্গে অজিতের তৃতীয় সিনেমা এটি। থুনিভুতে সামুথিরাকানি, ভিরা, জন কোকেন, অজয়, সিবি চন্দ্রান অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে বনি কাপুরের বে–ভিউ প্রজেক্ট এলএলপি এবং জি স্টুডিও।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে