গত বছর মুক্তি পাওয়া পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার জয়রথ যেন থামছেই না। ব্যবসায়িক সফলতার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসা ও অনেক সম্মানজনক পুরস্কার যুক্ত হয়েছে আরআরআরের ঝুলিতে। এবার চলচ্চিত্রটি দেখে এর প্রশংসা করে চলচ্চিত্রটি পরিবার নিয়ে আবার দেখার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন।
গতকাল রোববার এস এস রাজামৌলি ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে জেমস ক্যামেরনের সঙ্গে দেখা করেন। যেখানে আরআরআর সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ও সেরা গানের পুরস্কার জিতেছে।
আজ টুইটারে এক পোস্টে এই বিষয়ে এস এস রাজামৌলি লেখেন, ‘চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন আরআরআর দেখেছেন। তিনি এত পছন্দ করেছেন যে তাঁর স্ত্রী সুজির কাছে এর সুনাম করে এটি আরও একবার দেখেছিলেন।’
এস এস রাজামৌলি আরও লেখেন, ‘স্যার, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি আমাদের সঙ্গে আমাদের সিনেমাটির বিশ্লেষণ করার জন্য পুরো ১০ মিনিট সময় দিয়েছেন। আপনি বলেছেন আমি বিশ্বের শীর্ষে অবস্থান করছি...আপনাদের উভয়কে ধন্যবাদ।’
এস এস রাজামৌলির চলচ্চিত্রটি এবারের ‘২৮তম ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে’ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র, ‘নাটু নাটু’-এর জন্য সেরা গান এবং সেরা ভিজ্যুয়াল ইফেক্ট—এই পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল। গত সপ্তাহে অস্কারের পর সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কারে মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে আরআরআরের গান নাটু নাটু।
গত বছর মুক্তি পাওয়া আলোচিত ও ব্যবসাসফল দক্ষিণী চলচ্চিত্র আরআরআর বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি দর্শকের মন ছুঁয়ে গেছে। বিপুল প্রশংসা পেয়েছেন পরিচালক রাজামৌলিও।
গত বছর মুক্তি পাওয়া পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার জয়রথ যেন থামছেই না। ব্যবসায়িক সফলতার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসা ও অনেক সম্মানজনক পুরস্কার যুক্ত হয়েছে আরআরআরের ঝুলিতে। এবার চলচ্চিত্রটি দেখে এর প্রশংসা করে চলচ্চিত্রটি পরিবার নিয়ে আবার দেখার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন।
গতকাল রোববার এস এস রাজামৌলি ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে জেমস ক্যামেরনের সঙ্গে দেখা করেন। যেখানে আরআরআর সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ও সেরা গানের পুরস্কার জিতেছে।
আজ টুইটারে এক পোস্টে এই বিষয়ে এস এস রাজামৌলি লেখেন, ‘চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন আরআরআর দেখেছেন। তিনি এত পছন্দ করেছেন যে তাঁর স্ত্রী সুজির কাছে এর সুনাম করে এটি আরও একবার দেখেছিলেন।’
এস এস রাজামৌলি আরও লেখেন, ‘স্যার, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি আমাদের সঙ্গে আমাদের সিনেমাটির বিশ্লেষণ করার জন্য পুরো ১০ মিনিট সময় দিয়েছেন। আপনি বলেছেন আমি বিশ্বের শীর্ষে অবস্থান করছি...আপনাদের উভয়কে ধন্যবাদ।’
এস এস রাজামৌলির চলচ্চিত্রটি এবারের ‘২৮তম ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে’ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র, ‘নাটু নাটু’-এর জন্য সেরা গান এবং সেরা ভিজ্যুয়াল ইফেক্ট—এই পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল। গত সপ্তাহে অস্কারের পর সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কারে মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে আরআরআরের গান নাটু নাটু।
গত বছর মুক্তি পাওয়া আলোচিত ও ব্যবসাসফল দক্ষিণী চলচ্চিত্র আরআরআর বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি দর্শকের মন ছুঁয়ে গেছে। বিপুল প্রশংসা পেয়েছেন পরিচালক রাজামৌলিও।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে