৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে ভারতের তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। স্থানীয় সময় রোববার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স তথ্যচিত্রটির পরিচালক কার্তিকি গনসালভেস। তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন গুনীত মঙ্গা।
এনডিটিভি বলেছে, সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল ‘হলআউট’, ‘দ্য মার্থা মিচেল ইফেক্ট’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ ও ‘হাউ ডু ইউ মেজার অ্যা ইয়ার’। এই চারটি তথ্যচিত্র পেছনে ফেলে শেষ পর্যন্ত অস্কার জিতে নেয় ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
এনডিটিভি আরও জানিয়েছে, তথ্যচিত্র বিভাগে প্রথমবারের মতো ভারতকে অস্কার এনে দিল দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। এর আগে ১৯৬৯ সালে ‘দ্য হাউস দ্যাট আনন্দ বিল্ট’ এবং ১৯৭৯ সালে ‘অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’ সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল।
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ একটি অনাথ হাতির বাচ্চার গল্প। তার নাম রঘু। আদিবাসী দম্পতি বোমান ও বেলি এই অনাথ রঘুকে পালত। রঘুর সঙ্গে তাদের ভালোবাসার বন্ধনকে ঘিরেই আবর্তিত হয়েছে তথ্যচিত্রটির কাহিনি। পাশাপাশি নানা প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্যও উঠে এসেছে এই তথ্যচিত্রে। তথ্যচিত্রটি গত বছরের ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়েছিল।
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর পাশাপাশি ভারত থেকে এবার আরও মনোনয়ন পেয়েছিল বাঙালি নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। এটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল, তবে শেষ পর্যন্ত ভাগ্যে কোনো পুরস্কার জোটেনি। এ ছাড়া ভারত থেকে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানও মনোনয়ন পেয়েছে।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে ভারতের তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। স্থানীয় সময় রোববার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স তথ্যচিত্রটির পরিচালক কার্তিকি গনসালভেস। তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন গুনীত মঙ্গা।
এনডিটিভি বলেছে, সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল ‘হলআউট’, ‘দ্য মার্থা মিচেল ইফেক্ট’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ ও ‘হাউ ডু ইউ মেজার অ্যা ইয়ার’। এই চারটি তথ্যচিত্র পেছনে ফেলে শেষ পর্যন্ত অস্কার জিতে নেয় ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
এনডিটিভি আরও জানিয়েছে, তথ্যচিত্র বিভাগে প্রথমবারের মতো ভারতকে অস্কার এনে দিল দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। এর আগে ১৯৬৯ সালে ‘দ্য হাউস দ্যাট আনন্দ বিল্ট’ এবং ১৯৭৯ সালে ‘অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’ সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল।
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ একটি অনাথ হাতির বাচ্চার গল্প। তার নাম রঘু। আদিবাসী দম্পতি বোমান ও বেলি এই অনাথ রঘুকে পালত। রঘুর সঙ্গে তাদের ভালোবাসার বন্ধনকে ঘিরেই আবর্তিত হয়েছে তথ্যচিত্রটির কাহিনি। পাশাপাশি নানা প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্যও উঠে এসেছে এই তথ্যচিত্রে। তথ্যচিত্রটি গত বছরের ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়েছিল।
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর পাশাপাশি ভারত থেকে এবার আরও মনোনয়ন পেয়েছিল বাঙালি নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। এটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল, তবে শেষ পর্যন্ত ভাগ্যে কোনো পুরস্কার জোটেনি। এ ছাড়া ভারত থেকে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানও মনোনয়ন পেয়েছে।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৪ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৪ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৪ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৪ দিন আগে