মারা গেছেন দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোবালা। ৬৯ বছর বয়সে আজ চেন্নাইয়ে মারা যান তিনি। তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তিনি অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল।
তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন তারকারা। সুপারস্টার রজনীকান্ত এক টুইটে লেখেন ‘জনপ্রিয় পরিচালক, অভিনেতা এবং আমার বন্ধু মনোবালার মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। তার আত্মা শান্তিতে থাকুক।’
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজ, ‘আমার ছাত্র মনোবালার মৃত্যু আমার এবং তামিল চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’
প্রবীণ অভিনেতা এবং মনোবালার ঘনিষ্ঠ বন্ধু কমল হাসান তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘আমার একজন ভালো বন্ধু পরিচালক, অভিনেতা এবং প্রযোজক মনোবালার মৃত্যুর সংবাদটি আমার জন্য অনেক কষ্টের। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।’
প্রবীণ কমেডিয়ান চার্লি বলেন, ‘মনোবালা খুবই সরল এবং ডাউন টু আর্থ ছিলেন। তিনি ভাইয়ের মতো স্নেহশীল ছিলেন।’ জনপ্রিয় অভিনেতা থামবি রামিয়া লিখেছেন, ‘মনোবালা একজন কঠোর পরিশ্রমী ছিলেন। তিনি ক্যারিয়ারে অনেককে সুযোগ দিয়েছিলেন।’
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজের একজন সহকারী পরিচালক হিসেবে মনোবালার কর্মজীবন শুরু হয়। মনোবালা প্রায় ৭০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ ছাড়া তিনি প্রায় ৪০টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
মারা গেছেন দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোবালা। ৬৯ বছর বয়সে আজ চেন্নাইয়ে মারা যান তিনি। তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তিনি অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল।
তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন তারকারা। সুপারস্টার রজনীকান্ত এক টুইটে লেখেন ‘জনপ্রিয় পরিচালক, অভিনেতা এবং আমার বন্ধু মনোবালার মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। তার আত্মা শান্তিতে থাকুক।’
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজ, ‘আমার ছাত্র মনোবালার মৃত্যু আমার এবং তামিল চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’
প্রবীণ অভিনেতা এবং মনোবালার ঘনিষ্ঠ বন্ধু কমল হাসান তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘আমার একজন ভালো বন্ধু পরিচালক, অভিনেতা এবং প্রযোজক মনোবালার মৃত্যুর সংবাদটি আমার জন্য অনেক কষ্টের। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।’
প্রবীণ কমেডিয়ান চার্লি বলেন, ‘মনোবালা খুবই সরল এবং ডাউন টু আর্থ ছিলেন। তিনি ভাইয়ের মতো স্নেহশীল ছিলেন।’ জনপ্রিয় অভিনেতা থামবি রামিয়া লিখেছেন, ‘মনোবালা একজন কঠোর পরিশ্রমী ছিলেন। তিনি ক্যারিয়ারে অনেককে সুযোগ দিয়েছিলেন।’
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজের একজন সহকারী পরিচালক হিসেবে মনোবালার কর্মজীবন শুরু হয়। মনোবালা প্রায় ৭০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ ছাড়া তিনি প্রায় ৪০টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫