আজ ‘ইন্ডিয়ান ক্রাশ’ খ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ও মডেল রাশমিকা মান্দানার জন্মদিন। কন্নড়, তেলেগু, তামিল ও হিন্দি ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এর মধ্যে কন্নড় ও তেলেগু চলচ্চিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়াদের একজন কর্ণাটকের এই অভিনেত্রী। ‘কমরেড’, ‘সুলতান’-এর পর পুষ্পার মতো দর্শক মাতানো চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন।
১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্ণাটকের কোডাগুর ভিরাজপেট শহরে জন্ম রাশমিকার। তাঁর বাবা মদন মান্দানা ও মা সুমন মান্দানা। কোডাগুর কুর্গ পাবলিক স্কুলে শিক্ষাজীবন শুরু হয় তাঁর। স্কুলের পড়াশোনা শেষ করার পর তিনি কর্ণাটকের বেঙ্গালুরু, এমএস রামাইয়া কলেজ অব আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যে ডিগ্রি নেন। অভিনয় শিখতে তিনি মহিশুর ইনস্টিটিউট অব কমার্স অ্যান্ড আর্টসেও পড়াশোনা করেন।
মডেল হিসেবে ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। ওই বছর তিনি ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেন এবং এই ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। ২০১৬ সালে বেঙ্গালুরুর লামোড টপ মডেল হান্টে ‘টিভিসি’ খেতাব পান। সেই প্রতিযোগিতায় প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করলে ‘কিরিক পার্টি’ চলচ্চিত্র দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু হয়।
রাশমিকা অভিনীত ‘কিরিক পার্টি’ ছিল ওই বছর সবচেয়ে বেশি উপার্জন করা কন্নড় সিনেমা। প্রথম ছবির সাফল্য থেকেই তাঁর অভিনয়জীবনেও সাফল্য চলে আসে। সেই সিনেমার শুটিংয়ের সময় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে দেখা হয়; দুজনের মধ্যে বন্ধুত্ব থেকে গড়ায় প্রেমে। ২০১৭ সালের ৩ জুলাই পারিবারিক অনুষ্ঠানে তাঁদের বাগদান হয়। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
‘চলো’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ২০১৮ সালে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ করেন রাশমিকা। এ বছর তিনি আরও দুটি তেলেগু সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেন। ২০২০ সালে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করা তাঁর তেলেগু সিনেমা ‘সারিলেরু নেকেভভারু’ সবচেয়ে বেশি আয় করা তেলেগু সিনেমার একটি। ‘সুলতান’ দিয়ে ২০২১ সালে তামিল সিনেমায় আসেন রাশমিকা। ওই বছরই সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে তাঁর তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পায়। সামি সামি, আন্তাভা ও শ্রীভাল্লিসহ বেশ কয়েকটি গানের জন্য চলচ্চিত্রটি দর্শকদের মনে জায়গা করে নেয়। বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা তেলেগু সিনেমার তালিকায় জায়গা করে নেয়। এই সিনেমার জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
‘গুডবাই’ সিনেমা দিয়ে ২০২২ সালে বলিউডে আত্মপ্রকাশ ঘটে রাশমিকার। সিনেমাটিতে তিনি অমিতাভ বচ্চনের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছে তাঁর হিন্দি সিনেমা ‘মিশন মজনু’, যেখানে তিনি সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ও আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা–দ্য রুল’।
আজ ‘ইন্ডিয়ান ক্রাশ’ খ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ও মডেল রাশমিকা মান্দানার জন্মদিন। কন্নড়, তেলেগু, তামিল ও হিন্দি ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এর মধ্যে কন্নড় ও তেলেগু চলচ্চিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়াদের একজন কর্ণাটকের এই অভিনেত্রী। ‘কমরেড’, ‘সুলতান’-এর পর পুষ্পার মতো দর্শক মাতানো চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন।
১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্ণাটকের কোডাগুর ভিরাজপেট শহরে জন্ম রাশমিকার। তাঁর বাবা মদন মান্দানা ও মা সুমন মান্দানা। কোডাগুর কুর্গ পাবলিক স্কুলে শিক্ষাজীবন শুরু হয় তাঁর। স্কুলের পড়াশোনা শেষ করার পর তিনি কর্ণাটকের বেঙ্গালুরু, এমএস রামাইয়া কলেজ অব আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যে ডিগ্রি নেন। অভিনয় শিখতে তিনি মহিশুর ইনস্টিটিউট অব কমার্স অ্যান্ড আর্টসেও পড়াশোনা করেন।
মডেল হিসেবে ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। ওই বছর তিনি ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেন এবং এই ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। ২০১৬ সালে বেঙ্গালুরুর লামোড টপ মডেল হান্টে ‘টিভিসি’ খেতাব পান। সেই প্রতিযোগিতায় প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করলে ‘কিরিক পার্টি’ চলচ্চিত্র দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু হয়।
রাশমিকা অভিনীত ‘কিরিক পার্টি’ ছিল ওই বছর সবচেয়ে বেশি উপার্জন করা কন্নড় সিনেমা। প্রথম ছবির সাফল্য থেকেই তাঁর অভিনয়জীবনেও সাফল্য চলে আসে। সেই সিনেমার শুটিংয়ের সময় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে দেখা হয়; দুজনের মধ্যে বন্ধুত্ব থেকে গড়ায় প্রেমে। ২০১৭ সালের ৩ জুলাই পারিবারিক অনুষ্ঠানে তাঁদের বাগদান হয়। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
‘চলো’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ২০১৮ সালে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ করেন রাশমিকা। এ বছর তিনি আরও দুটি তেলেগু সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেন। ২০২০ সালে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করা তাঁর তেলেগু সিনেমা ‘সারিলেরু নেকেভভারু’ সবচেয়ে বেশি আয় করা তেলেগু সিনেমার একটি। ‘সুলতান’ দিয়ে ২০২১ সালে তামিল সিনেমায় আসেন রাশমিকা। ওই বছরই সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে তাঁর তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পায়। সামি সামি, আন্তাভা ও শ্রীভাল্লিসহ বেশ কয়েকটি গানের জন্য চলচ্চিত্রটি দর্শকদের মনে জায়গা করে নেয়। বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা তেলেগু সিনেমার তালিকায় জায়গা করে নেয়। এই সিনেমার জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
‘গুডবাই’ সিনেমা দিয়ে ২০২২ সালে বলিউডে আত্মপ্রকাশ ঘটে রাশমিকার। সিনেমাটিতে তিনি অমিতাভ বচ্চনের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছে তাঁর হিন্দি সিনেমা ‘মিশন মজনু’, যেখানে তিনি সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ও আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা–দ্য রুল’।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে