দুই বছর পরে আসছে ভারতের জনপ্রিয় সিরিজ মির্জাপুরের নতুন সিজন। গতকাল প্রকাশ পেয়েছেন সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ট্রেলারে।
দ্বিতীয় সিজনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল, নতুন সিজন আরও মার মার কাট কাট হতে চলেছে। নতুন সিজনে কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের মধ্যে যে মহারণ হবে, তা আগেই বোঝা গিয়েছিল। ট্রেলারে মিলল তার আভাস।
আড়াই মিনিটের ট্রেলারে দেখা গেল গুড্ডু ভাইয়া (আলি ফজল) এবার মির্জাপুর শাসন করতে প্রস্তুত। হাতুড়ি নিয়ে রাস্তার মোড়ে স্থাপিত কালিন ভাইয়ার (পঙ্কজ ত্রিপাঠী) মূর্তি ভাঙার দৃশ্যতেই বোঝা যাচ্ছে এবার সিরিজ কাঁপাতে চলেছেন গুড্ডু। কালিন ভাইয়ার দ্বিতীয় স্ত্রী বীনা ত্রিপাঠি (রসিকা দুগ্গল) এবার রয়েছেন গুড্ডুর সঙ্গে। গোলু গুপ্তা (শ্বেতা ত্রিপাঠি) বড় কিছু করার পরিকল্পনা করছেন। একেবারে শেষে কয়েক ঝলক দেখা মেলে পঙ্কজ ত্রিপাঠির। তাকে প্রতিশ্রুতি দিতে দেখা যায়, সিংহাসন ও সাম্রাজ্য রক্ষায় তিনি এমন কিছু করবেন, যা এর আগে কেউ কখনো দেখেনি।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম সিজন। দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। দুটি সিজন ছিল সুপারহিট। এরপর থেকেই মির্জাপুরের নতুন সিজনের অপেক্ষায় ছিল দর্শক। অবশেষে চার বছর পর মুক্তি পাচ্ছে তৃতীয় সিজন। আগামী ৫ জুলাই আমাজন প্রাইমে মুক্তি পাবে ‘মির্জাপুর: সিজন ৩’।
দুই বছর পরে আসছে ভারতের জনপ্রিয় সিরিজ মির্জাপুরের নতুন সিজন। গতকাল প্রকাশ পেয়েছেন সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ট্রেলারে।
দ্বিতীয় সিজনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল, নতুন সিজন আরও মার মার কাট কাট হতে চলেছে। নতুন সিজনে কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের মধ্যে যে মহারণ হবে, তা আগেই বোঝা গিয়েছিল। ট্রেলারে মিলল তার আভাস।
আড়াই মিনিটের ট্রেলারে দেখা গেল গুড্ডু ভাইয়া (আলি ফজল) এবার মির্জাপুর শাসন করতে প্রস্তুত। হাতুড়ি নিয়ে রাস্তার মোড়ে স্থাপিত কালিন ভাইয়ার (পঙ্কজ ত্রিপাঠী) মূর্তি ভাঙার দৃশ্যতেই বোঝা যাচ্ছে এবার সিরিজ কাঁপাতে চলেছেন গুড্ডু। কালিন ভাইয়ার দ্বিতীয় স্ত্রী বীনা ত্রিপাঠি (রসিকা দুগ্গল) এবার রয়েছেন গুড্ডুর সঙ্গে। গোলু গুপ্তা (শ্বেতা ত্রিপাঠি) বড় কিছু করার পরিকল্পনা করছেন। একেবারে শেষে কয়েক ঝলক দেখা মেলে পঙ্কজ ত্রিপাঠির। তাকে প্রতিশ্রুতি দিতে দেখা যায়, সিংহাসন ও সাম্রাজ্য রক্ষায় তিনি এমন কিছু করবেন, যা এর আগে কেউ কখনো দেখেনি।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম সিজন। দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। দুটি সিজন ছিল সুপারহিট। এরপর থেকেই মির্জাপুরের নতুন সিজনের অপেক্ষায় ছিল দর্শক। অবশেষে চার বছর পর মুক্তি পাচ্ছে তৃতীয় সিজন। আগামী ৫ জুলাই আমাজন প্রাইমে মুক্তি পাবে ‘মির্জাপুর: সিজন ৩’।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে