ঢাকা: স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’ কলকাতার ধারাবাহিক ‘শ্রীময়ী’র রিমেক। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী হালদার। অপর দিকে ‘অনুপমা’ ধারাবাহিকেও মূল চরিত্রে অভিনয় করছেন এক বাঙালি, রূপালী গাঙ্গুলী। সারাভাই ভার্সেস সারাভাই, কাব্যাঞ্জলি, সঞ্জীবিনী, পরওয়ারিশের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন রূপালী।
শ্রীময়ীর রিমেক অবশ্য এই প্রথম নয়, এর আগে কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম, মারাঠি ভাষায়ও এই ধারাবাহিকের রিমেক তৈরি হয়েছে। গত ১৬ মার্চ থেকে স্টার প্লাসে শুরু হয়েছে ‘অনুপমা’। এক গুজরাটি পরিবারের প্রেক্ষাপটে তৈরি হয়েছে অনুপমার গল্প।
রূপালীর বাবা অনিল গাঙ্গুলী ছিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার। জয়া বচ্চন অভিনীত ফিল্ম ‘কোরা কাগজ’-এর চিত্রনাট্য তাঁর লেখা।
১৯৮৫ সালে মাত্র সাত বছর বয়সে অনিল কাপুর অভিনীত হিন্দি ছবি ‘সাহেব’-এর মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয়েছিল রূপালীর। ‘সাহেব’–এর চিত্রনাট্যও অনিল গাঙ্গুলীর লেখা। এরপর ‘বলিদান’ নামে আরও একটি হিন্দি ফিল্মে শিশুশিল্পী হিসেবে কাজ করেন রূপালী।
রূপালী পরিচিতি সিরিয়ালজগতে জনপ্রিয় হয়ে ওঠেন স্টার ওয়ানের ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ ‘মণীষা’র চরিত্রে অভিনয় করে।
২০০৬ সালে ‘বিগ বস’-এর প্রথম সিজনে অংশগ্রহণ করলেও জিততে পারেননি রূপালী। কিন্তু ‘বিগ বস’-এ প্রতিযোগীদের মায়ের মতো খেয়াল রাখা রূপালীকে জনপ্রিয় করে তুলেছিল।
শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি রূপালী। ২০০০ সালে মুম্বাইয়ে নিজের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি তৈরি করেছেন তিনি।
২০১৩ সালে রূপালী বিয়ে করেন অশ্বিন কে বর্মাকে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম রুদ্রাংশ।
ঢাকা: স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’ কলকাতার ধারাবাহিক ‘শ্রীময়ী’র রিমেক। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী হালদার। অপর দিকে ‘অনুপমা’ ধারাবাহিকেও মূল চরিত্রে অভিনয় করছেন এক বাঙালি, রূপালী গাঙ্গুলী। সারাভাই ভার্সেস সারাভাই, কাব্যাঞ্জলি, সঞ্জীবিনী, পরওয়ারিশের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন রূপালী।
শ্রীময়ীর রিমেক অবশ্য এই প্রথম নয়, এর আগে কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম, মারাঠি ভাষায়ও এই ধারাবাহিকের রিমেক তৈরি হয়েছে। গত ১৬ মার্চ থেকে স্টার প্লাসে শুরু হয়েছে ‘অনুপমা’। এক গুজরাটি পরিবারের প্রেক্ষাপটে তৈরি হয়েছে অনুপমার গল্প।
রূপালীর বাবা অনিল গাঙ্গুলী ছিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার। জয়া বচ্চন অভিনীত ফিল্ম ‘কোরা কাগজ’-এর চিত্রনাট্য তাঁর লেখা।
১৯৮৫ সালে মাত্র সাত বছর বয়সে অনিল কাপুর অভিনীত হিন্দি ছবি ‘সাহেব’-এর মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয়েছিল রূপালীর। ‘সাহেব’–এর চিত্রনাট্যও অনিল গাঙ্গুলীর লেখা। এরপর ‘বলিদান’ নামে আরও একটি হিন্দি ফিল্মে শিশুশিল্পী হিসেবে কাজ করেন রূপালী।
রূপালী পরিচিতি সিরিয়ালজগতে জনপ্রিয় হয়ে ওঠেন স্টার ওয়ানের ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ ‘মণীষা’র চরিত্রে অভিনয় করে।
২০০৬ সালে ‘বিগ বস’-এর প্রথম সিজনে অংশগ্রহণ করলেও জিততে পারেননি রূপালী। কিন্তু ‘বিগ বস’-এ প্রতিযোগীদের মায়ের মতো খেয়াল রাখা রূপালীকে জনপ্রিয় করে তুলেছিল।
শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি রূপালী। ২০০০ সালে মুম্বাইয়ে নিজের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি তৈরি করেছেন তিনি।
২০১৩ সালে রূপালী বিয়ে করেন অশ্বিন কে বর্মাকে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম রুদ্রাংশ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫