যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ৭৯ বছর বয়সী ‘স্কুইড গেম’ অভিনেতা ও ইয়াং সু। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সিউলের সেওংনাম আদালত আজ শুক্রবার অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন।
ও ইয়াং-সুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল, ২০১৭ সালে ও ইয়াং-সু তাঁকে জোর করে জড়িয়ে ধরেন, তাঁর হাত ধরেন ও গালে চুমু খান। আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে ৮ মাসের সাজা দিয়েছেন। সঙ্গে যৌন হয়রানির বিষয়ে ৪০ ঘণ্টার বিশেষ ক্লাসে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৭৯ বছর বয়সী এ অভিনেতাকে। আদালতের রায়ে দোষী প্রমাণিত হলেও এ অভিযোগ অস্বীকার করেছেন ও ইয়াং-সু। উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
দ্য কোরিয়ান হেরাল্ড জানিয়েছে, শুনানি চলাকালে পুরোটা সময় মাথা নিচু করে নীরব ছিলেন ও ইয়াং-সু। বিচারকার্য শেষ হওয়ার পর আপিলের সিদ্ধান্তের কথা জানিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে এ মামলা হওয়ার পর থেকে অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন ও ইয়াং-সু। এমনকি যে সব সিনেমার শুটিং করেছিলেন আগে, সে সিনেমাগুলো থেকেও তাঁর অংশ সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে।
নেটফ্লিক্সে প্রচারিত ‘স্কুইড গেম’ সিরিজে ও ইল-নাম চরিত্রে অভিনয় করে ২০২১ সালে বিশ্বজুড়ে পরিচিতি পান ও ইয়াং-সু। গোল্ডেন গ্লোব জেতেন, পরের বছর পান এমিতে মনোনয়ন। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ওই নারী অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তির পর তোলপাড় ফেলে দেয় নেটফ্লিক্স সিরিজ স্কুইড গেমস। তিন বছর পর সেই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে।
২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘স্কুইড গেম’ বিশ্বজুড়ে আলোড়ন ফেলে। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ। প্রথম সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। যাতে জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার। অপরদিকে হারলে মৃত্যু। এই খেলায় অংশগ্রহণ করে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ৭৯ বছর বয়সী ‘স্কুইড গেম’ অভিনেতা ও ইয়াং সু। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সিউলের সেওংনাম আদালত আজ শুক্রবার অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন।
ও ইয়াং-সুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল, ২০১৭ সালে ও ইয়াং-সু তাঁকে জোর করে জড়িয়ে ধরেন, তাঁর হাত ধরেন ও গালে চুমু খান। আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে ৮ মাসের সাজা দিয়েছেন। সঙ্গে যৌন হয়রানির বিষয়ে ৪০ ঘণ্টার বিশেষ ক্লাসে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৭৯ বছর বয়সী এ অভিনেতাকে। আদালতের রায়ে দোষী প্রমাণিত হলেও এ অভিযোগ অস্বীকার করেছেন ও ইয়াং-সু। উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
দ্য কোরিয়ান হেরাল্ড জানিয়েছে, শুনানি চলাকালে পুরোটা সময় মাথা নিচু করে নীরব ছিলেন ও ইয়াং-সু। বিচারকার্য শেষ হওয়ার পর আপিলের সিদ্ধান্তের কথা জানিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে এ মামলা হওয়ার পর থেকে অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন ও ইয়াং-সু। এমনকি যে সব সিনেমার শুটিং করেছিলেন আগে, সে সিনেমাগুলো থেকেও তাঁর অংশ সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে।
নেটফ্লিক্সে প্রচারিত ‘স্কুইড গেম’ সিরিজে ও ইল-নাম চরিত্রে অভিনয় করে ২০২১ সালে বিশ্বজুড়ে পরিচিতি পান ও ইয়াং-সু। গোল্ডেন গ্লোব জেতেন, পরের বছর পান এমিতে মনোনয়ন। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ওই নারী অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তির পর তোলপাড় ফেলে দেয় নেটফ্লিক্স সিরিজ স্কুইড গেমস। তিন বছর পর সেই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে।
২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘স্কুইড গেম’ বিশ্বজুড়ে আলোড়ন ফেলে। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ। প্রথম সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। যাতে জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার। অপরদিকে হারলে মৃত্যু। এই খেলায় অংশগ্রহণ করে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২১ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২১ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২১ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ দিন আগে