দুই সিজনের তুমুল সাড়ার পর, ‘পঞ্চায়েত সিজন ৩’ এর জন্য ভক্তরা মুখিয়ে ছিলেন। সব জল্পনার অবসান ঘটিয়ে মুক্তির তারিখের ঘোষণা এল। আমাজন প্রাইম জানিয়েছে, চলতি মাসের ২৮ মে মুক্তি পাবে ভারতের জনপ্রিয় সিরিজটি। আবারও সকলের সামনে উঠে আসতে চলেছে ফুলেরা গ্রাম।
কদিন আগেই নিজেদের জনপ্রিয় তিন সিরিজ ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ আনার ঘোষণা দেয় আমাজন প্রাইম ভিডিও। এরপর থেকেই তারিখের অপেক্ষায় ছিলেন ভক্তরা।
জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা সহ আরও একঝাঁক তারকা অভিনীত ‘পঞ্চায়েত’ এর তৃতীয় সিজনের মুক্তির তারিখ জানানোর পর থেকেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে বিষয়টি।
গত বছরের ৯ ডিসেম্বর ‘পঞ্চায়েত থ্রি’-এর ফার্স্ট লুক উন্মোচন করা হয়েছিল। এতে জিতেন্দ্র কুমারের চরিত্র অভিষেক ত্রিপাঠীকে তার আইকনিক বাইকে দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে অশোক পাঠককে (বিনোদ) তার সঙ্গী, দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারের সঙ্গে দেখা গেছে।
ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় আমাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এর আগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে।
দুই সিজনের তুমুল সাড়ার পর, ‘পঞ্চায়েত সিজন ৩’ এর জন্য ভক্তরা মুখিয়ে ছিলেন। সব জল্পনার অবসান ঘটিয়ে মুক্তির তারিখের ঘোষণা এল। আমাজন প্রাইম জানিয়েছে, চলতি মাসের ২৮ মে মুক্তি পাবে ভারতের জনপ্রিয় সিরিজটি। আবারও সকলের সামনে উঠে আসতে চলেছে ফুলেরা গ্রাম।
কদিন আগেই নিজেদের জনপ্রিয় তিন সিরিজ ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ আনার ঘোষণা দেয় আমাজন প্রাইম ভিডিও। এরপর থেকেই তারিখের অপেক্ষায় ছিলেন ভক্তরা।
জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা সহ আরও একঝাঁক তারকা অভিনীত ‘পঞ্চায়েত’ এর তৃতীয় সিজনের মুক্তির তারিখ জানানোর পর থেকেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে বিষয়টি।
গত বছরের ৯ ডিসেম্বর ‘পঞ্চায়েত থ্রি’-এর ফার্স্ট লুক উন্মোচন করা হয়েছিল। এতে জিতেন্দ্র কুমারের চরিত্র অভিষেক ত্রিপাঠীকে তার আইকনিক বাইকে দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে অশোক পাঠককে (বিনোদ) তার সঙ্গী, দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারের সঙ্গে দেখা গেছে।
ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় আমাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এর আগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে