দুজনের অমতেই বিয়ে হয়েছে ঋষিরাজ আর পিহুর। এরপর কী হবে তাদের ভবিষ্যৎ, এমন কৌতূহল ছিল ‘মন ফাগুন’ সিরিয়ালের দর্শকদের মধ্যে। চ্যানেলের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছিল, ঘুরে যাচ্ছে গল্পের মোড়।
সেটাই হচ্ছে। স্টার জলসার জনপ্রিয় এ সিরিয়ালের নতুন প্রোমো সে ইঙ্গিতই দিচ্ছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, একে অপরকে জব্দ করতে নতুন ফন্দি আঁটছে নবদম্পতি। ঋষিরাজের সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছে পিহু। রুমের মাঝ বরাবর কাপড় দিয়ে পর্দা টেনে দিয়েছে। স্বামী ঋষিরাজকে ডাকছে ‘রক্তচোষা বাদুড়’ বলে।
তবে সবকিছু মেনে নিলেও বিছানার ভাগ দিতে রাজি নয় ঋষিরাজ। পিহুকে শাসিয়ে সে বলে, ‘এটা আমার ঘর। জোর করে ঘরের ভাগ নিলেও বিছানার ভাগ নেওয়ার চেষ্টা করবেন না’। পাল্টা পিহু জানতে চায়, ‘কী করবেন আপনি?’ ঋষির সটান জবাব, ‘সবাইকে আপনার লেখা প্রেমপত্র দেখাব আর বলে দেব আপনার একটা বয়ফ্রেন্ড আছে।’
এরপর পিহুর প্রতিক্রিয়া কী হবে, সেটা বোঝা না গেলেও আন্দাজ করা যাচ্ছে, খুব সহজ হবে না তাদের দাম্পত্য। অনেক কিছু ঘটবে এ সপ্তাহের পর্বগুলোতে। স্টার জলসা তাই ‘মন ফাগুন’-এর চলতি সপ্তাহের ট্যাগলাইন দিয়েছে ‘বিয়ের ফাঁদে’।
ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলছে ‘মন ফাগুন’। ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প সিরিয়ালের মূল প্রেক্ষাপট। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ আর ঋষিরাজ চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ নির্মাণ করছেন লক্ষ্মণ ঘোষ। স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে সিরিয়ালটি।
দুজনের অমতেই বিয়ে হয়েছে ঋষিরাজ আর পিহুর। এরপর কী হবে তাদের ভবিষ্যৎ, এমন কৌতূহল ছিল ‘মন ফাগুন’ সিরিয়ালের দর্শকদের মধ্যে। চ্যানেলের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছিল, ঘুরে যাচ্ছে গল্পের মোড়।
সেটাই হচ্ছে। স্টার জলসার জনপ্রিয় এ সিরিয়ালের নতুন প্রোমো সে ইঙ্গিতই দিচ্ছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, একে অপরকে জব্দ করতে নতুন ফন্দি আঁটছে নবদম্পতি। ঋষিরাজের সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছে পিহু। রুমের মাঝ বরাবর কাপড় দিয়ে পর্দা টেনে দিয়েছে। স্বামী ঋষিরাজকে ডাকছে ‘রক্তচোষা বাদুড়’ বলে।
তবে সবকিছু মেনে নিলেও বিছানার ভাগ দিতে রাজি নয় ঋষিরাজ। পিহুকে শাসিয়ে সে বলে, ‘এটা আমার ঘর। জোর করে ঘরের ভাগ নিলেও বিছানার ভাগ নেওয়ার চেষ্টা করবেন না’। পাল্টা পিহু জানতে চায়, ‘কী করবেন আপনি?’ ঋষির সটান জবাব, ‘সবাইকে আপনার লেখা প্রেমপত্র দেখাব আর বলে দেব আপনার একটা বয়ফ্রেন্ড আছে।’
এরপর পিহুর প্রতিক্রিয়া কী হবে, সেটা বোঝা না গেলেও আন্দাজ করা যাচ্ছে, খুব সহজ হবে না তাদের দাম্পত্য। অনেক কিছু ঘটবে এ সপ্তাহের পর্বগুলোতে। স্টার জলসা তাই ‘মন ফাগুন’-এর চলতি সপ্তাহের ট্যাগলাইন দিয়েছে ‘বিয়ের ফাঁদে’।
ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলছে ‘মন ফাগুন’। ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প সিরিয়ালের মূল প্রেক্ষাপট। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ আর ঋষিরাজ চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ নির্মাণ করছেন লক্ষ্মণ ঘোষ। স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে সিরিয়ালটি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫