ঢাকা: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, শেষ হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের রাণী মা–র জীবন। অভিনেত্রী দিতিপ্রিয়া নিজেও জানিয়েছিলেন সে কথা। শেষমেশ প্রকাশিত হলো রাণীর অন্তিমযাত্রার প্রোমো, যা ভাইরাল হয়েছে। প্রোমো দেখেই চোখে পানি সবার। দীর্ঘদিন ধরে পর্দায় সবার ভালোবাসা পেয়ে আসছেন রাসমণি। তাঁর মৃত্যুতে কেঁদে উঠছে সবার মন।
এই মাসেই চার বছর পূর্ণ করেছে এই সিরিয়াল। রোববার ৪ জুলাই মহাপর্বে থাকছে রাণী মা-র শেষযাত্রা। দর্শকদের কৌতূহল এরপর কী দেখানো হবে গল্পে। মাঝে শোনা গিয়েছিল বন্ধ হয়ে যাবে ধারাবাহিকটি। কিন্তু না, রাণীর মৃত্যু হলেও ধারাবাহিক বন্ধ করার কথা ভাবছেন না নির্মাতারা। বরং এবার গল্প নেবে নতুন মোড়।
এক সাক্ষাৎকারে পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানিয়েছেন, এই মুহূর্তে মোটেও শেষ হচ্ছে না ধারাবাহিকটি। ‘রাণী মা’ না থাকলেও তাঁর উত্তরকালের নানা ঘটনা দেখানো হবে। বিশেষ করে, গদাধরের রামকৃষ্ণ পরমহংস হয়ে ওঠার ঘটনা দেখানো হবে এবার ‘রাণী রাসমণী’-তে। সঙ্গে গদাই ঠাকুরের বিয়ের পর্ব দেখানো হয়েছে।
তবে দর্শকের মন খারাপ অবশ্যই রাণীর চরিত্রে দীর্ঘদিন ধরে দেখে আসা দিতিপ্রিয়া রায়ের জন্য। সেই ছোটবেলার রাসমণি থেকে আজকের রাণী মা, দর্শক দেখে এসেছে দিতিপ্রিয়াকে।
তিনি জানান, প্রোমো শুট করতে গিয়ে তাঁর রীতিমতো মন খারাপ হয়ে গিয়েছিল। তাঁর মাধ্যমিক থেকে স্নাতক–সাক্ষী এই সিরিয়াল। সাড়ে তিন বছর ধরে শুটিং করতে করতে তাঁরা একটি পরিবারের মতো হয়ে উঠেছিলেন। তাই ছেড়ে আসাটা খুব কষ্টের।
ঢাকা: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, শেষ হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের রাণী মা–র জীবন। অভিনেত্রী দিতিপ্রিয়া নিজেও জানিয়েছিলেন সে কথা। শেষমেশ প্রকাশিত হলো রাণীর অন্তিমযাত্রার প্রোমো, যা ভাইরাল হয়েছে। প্রোমো দেখেই চোখে পানি সবার। দীর্ঘদিন ধরে পর্দায় সবার ভালোবাসা পেয়ে আসছেন রাসমণি। তাঁর মৃত্যুতে কেঁদে উঠছে সবার মন।
এই মাসেই চার বছর পূর্ণ করেছে এই সিরিয়াল। রোববার ৪ জুলাই মহাপর্বে থাকছে রাণী মা-র শেষযাত্রা। দর্শকদের কৌতূহল এরপর কী দেখানো হবে গল্পে। মাঝে শোনা গিয়েছিল বন্ধ হয়ে যাবে ধারাবাহিকটি। কিন্তু না, রাণীর মৃত্যু হলেও ধারাবাহিক বন্ধ করার কথা ভাবছেন না নির্মাতারা। বরং এবার গল্প নেবে নতুন মোড়।
এক সাক্ষাৎকারে পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানিয়েছেন, এই মুহূর্তে মোটেও শেষ হচ্ছে না ধারাবাহিকটি। ‘রাণী মা’ না থাকলেও তাঁর উত্তরকালের নানা ঘটনা দেখানো হবে। বিশেষ করে, গদাধরের রামকৃষ্ণ পরমহংস হয়ে ওঠার ঘটনা দেখানো হবে এবার ‘রাণী রাসমণী’-তে। সঙ্গে গদাই ঠাকুরের বিয়ের পর্ব দেখানো হয়েছে।
তবে দর্শকের মন খারাপ অবশ্যই রাণীর চরিত্রে দীর্ঘদিন ধরে দেখে আসা দিতিপ্রিয়া রায়ের জন্য। সেই ছোটবেলার রাসমণি থেকে আজকের রাণী মা, দর্শক দেখে এসেছে দিতিপ্রিয়াকে।
তিনি জানান, প্রোমো শুট করতে গিয়ে তাঁর রীতিমতো মন খারাপ হয়ে গিয়েছিল। তাঁর মাধ্যমিক থেকে স্নাতক–সাক্ষী এই সিরিয়াল। সাড়ে তিন বছর ধরে শুটিং করতে করতে তাঁরা একটি পরিবারের মতো হয়ে উঠেছিলেন। তাই ছেড়ে আসাটা খুব কষ্টের।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫