অভিনেতা মোশাররফ করিম এখন কলকাতায়। গত সপ্তাহে পুবাইলে একটি নাটকের শুটিং করে কলকাতায় রওনা হন তিনি। ভারতে মোশাররফ প্রায়ই যান ঘুরতে। কিন্তু এবারের সফর শুধু ঘোরাঘুরি নয়; নির্দিষ্ট করে এখনই কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, কলকাতায় তিনি বড় কোনো প্রজেক্টে কাজ করছেন।
যাওয়ার আগে মোশাররফ করিম কয়েক দিন ছিলেন মানিকগঞ্জের জাফরগঞ্জে। সেখানে মাঝনদীতে আর ধু-ধু চরে শুটিং করেছেন একটি ওয়েব ফিল্মের।
‘বকুল ফুল’ নামের ওই ছবিতে ডাকাত হয়ে হাজির হবেন মোশাররফ করিম। ছবিটি বানিয়েছেন শরাফ আহমেদ জীবন। লিখেছেন নাহিদ হাসনাত। নির্মাতা জানিয়েছেন, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’র জন্য তৈরি হচ্ছে ‘বকুল ফুল’।
এর আগে একই প্ল্যাটফর্মের দুটি ছবিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও শ্যামল মওলা। ডাকাত নিয়ে পরপর কয়েকটি ছবি তৈরি করছে চরকি। ‘বকুল ফুল’ সেই ধারাবাহিকতার একটি অংশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকাতির ঘটনা ছবিটির মূল প্রেক্ষাপট।
নির্মাতা জানিয়েছেন, ছবিতে একেবারেই অন্য রকম মোশাররফ করিমকে দেখা যাবে। শুটিংয়ে তিনি ভীষণ খেটেছেন। টানা ৭২ ঘণ্টা শুটিং করার মতো ঘটনাও ঘটেছে। ‘বকুল ফুল’ ছবির অল্প কাজ বাকি আছে। আগামী মাসে ছবিটি প্রচার হওয়ার কথা রয়েছে।
অভিনেতা মোশাররফ করিম এখন কলকাতায়। গত সপ্তাহে পুবাইলে একটি নাটকের শুটিং করে কলকাতায় রওনা হন তিনি। ভারতে মোশাররফ প্রায়ই যান ঘুরতে। কিন্তু এবারের সফর শুধু ঘোরাঘুরি নয়; নির্দিষ্ট করে এখনই কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, কলকাতায় তিনি বড় কোনো প্রজেক্টে কাজ করছেন।
যাওয়ার আগে মোশাররফ করিম কয়েক দিন ছিলেন মানিকগঞ্জের জাফরগঞ্জে। সেখানে মাঝনদীতে আর ধু-ধু চরে শুটিং করেছেন একটি ওয়েব ফিল্মের।
‘বকুল ফুল’ নামের ওই ছবিতে ডাকাত হয়ে হাজির হবেন মোশাররফ করিম। ছবিটি বানিয়েছেন শরাফ আহমেদ জীবন। লিখেছেন নাহিদ হাসনাত। নির্মাতা জানিয়েছেন, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’র জন্য তৈরি হচ্ছে ‘বকুল ফুল’।
এর আগে একই প্ল্যাটফর্মের দুটি ছবিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও শ্যামল মওলা। ডাকাত নিয়ে পরপর কয়েকটি ছবি তৈরি করছে চরকি। ‘বকুল ফুল’ সেই ধারাবাহিকতার একটি অংশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকাতির ঘটনা ছবিটির মূল প্রেক্ষাপট।
নির্মাতা জানিয়েছেন, ছবিতে একেবারেই অন্য রকম মোশাররফ করিমকে দেখা যাবে। শুটিংয়ে তিনি ভীষণ খেটেছেন। টানা ৭২ ঘণ্টা শুটিং করার মতো ঘটনাও ঘটেছে। ‘বকুল ফুল’ ছবির অল্প কাজ বাকি আছে। আগামী মাসে ছবিটি প্রচার হওয়ার কথা রয়েছে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫