বিনোদন প্রতিবেদক
বিধিনিষেধ উপেক্ষা করে রাতে গাড়ি নিয়ে বেরনোর অভিযোগ উঠল কলকাতার নায়িকা ইশা সাহার বিরুদ্ধে। যার কারণে জরিমানাও গুনতে হয়েছে। গতরাতে চেকিংয়ের সময় ইশার গাড়ি আটক করে পুলিশ। পিছনের সিটে বসেছিলেন নায়িকা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিধি নিষেধ ভেঙ্গে কেন তিনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, তার নাকি কোনও সদুত্তর দিতে পারেননি। উপরন্তু গাড়ির যথাযথ কাগজ-পত্রও দেখাতে পারেননি।
আটক হওয়ার পর ইশা সাহা পুলিশের গাড়িতেই থানায় যান। এনিয়ে ক্ষুব্ধ ইশা অভিযোগ করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিলকে তাল করে দেখানো হচ্ছে। গুজব রটানো হয়েছে যে, তিনি কাগজপত্র দেখাতে পারেননি। আসল বিষয়টা হল, বিধিনিষেদের মধ্যে বেরনোর অনুমতি নেওয়া ছিল না। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইশা।
শুধু তাই নয়, নায়িকার অভিযোগ, থানায় যাওয়ার পর তাঁর গাড়ির চালকের সঙ্গে অভদ্র আচরণ করা হয়েছে। জোরপূর্বক জামার কলার ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। জানিয়েছেন, শুটিং থেকে ফিরছিলেন তিনি। সাধারণত রাত ৮টা থেকে ৯টার মধ্যে শুটিং শেষ করে ফেরেন। কিন্তু সেদিন অতিরিক্ত কাজ থাকায় ফিরতে দেরি হয়। এর মধ্যে আরো এক চেকিংয়ে তাকে ৪০-৪৫ মিনিট আটকে রাখা হয়েছিল। তাতে আরও দেরি হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে অন্য চেকে এসে এমন হেনস্থার মুখে পড়েন।
ক্ষুব্ধ ইশার প্রশ্ন, “আমি কি মদ খেয়েছি, না খুন করেছি, বিষয়টাকে এত বড় করে কেন দেখানো হচ্ছে? তাছাড়া আমার গাড়ির সঙ্গে তো আরও গাড়ি আটক হয়েছিল।”
বিধিনিষেধ উপেক্ষা করে রাতে গাড়ি নিয়ে বেরনোর অভিযোগ উঠল কলকাতার নায়িকা ইশা সাহার বিরুদ্ধে। যার কারণে জরিমানাও গুনতে হয়েছে। গতরাতে চেকিংয়ের সময় ইশার গাড়ি আটক করে পুলিশ। পিছনের সিটে বসেছিলেন নায়িকা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিধি নিষেধ ভেঙ্গে কেন তিনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, তার নাকি কোনও সদুত্তর দিতে পারেননি। উপরন্তু গাড়ির যথাযথ কাগজ-পত্রও দেখাতে পারেননি।
আটক হওয়ার পর ইশা সাহা পুলিশের গাড়িতেই থানায় যান। এনিয়ে ক্ষুব্ধ ইশা অভিযোগ করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিলকে তাল করে দেখানো হচ্ছে। গুজব রটানো হয়েছে যে, তিনি কাগজপত্র দেখাতে পারেননি। আসল বিষয়টা হল, বিধিনিষেদের মধ্যে বেরনোর অনুমতি নেওয়া ছিল না। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইশা।
শুধু তাই নয়, নায়িকার অভিযোগ, থানায় যাওয়ার পর তাঁর গাড়ির চালকের সঙ্গে অভদ্র আচরণ করা হয়েছে। জোরপূর্বক জামার কলার ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। জানিয়েছেন, শুটিং থেকে ফিরছিলেন তিনি। সাধারণত রাত ৮টা থেকে ৯টার মধ্যে শুটিং শেষ করে ফেরেন। কিন্তু সেদিন অতিরিক্ত কাজ থাকায় ফিরতে দেরি হয়। এর মধ্যে আরো এক চেকিংয়ে তাকে ৪০-৪৫ মিনিট আটকে রাখা হয়েছিল। তাতে আরও দেরি হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে অন্য চেকে এসে এমন হেনস্থার মুখে পড়েন।
ক্ষুব্ধ ইশার প্রশ্ন, “আমি কি মদ খেয়েছি, না খুন করেছি, বিষয়টাকে এত বড় করে কেন দেখানো হচ্ছে? তাছাড়া আমার গাড়ির সঙ্গে তো আরও গাড়ি আটক হয়েছিল।”
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫