অবশেষে গতকাল রোববার মুক্তি পেল ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’–এর ট্রেলার। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে সত্যান্বেষীর চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অজিত চরিত্রে তাঁর সঙ্গী এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ। এক অমোঘ রহস্যের হাতছানির সমাধান কি করতে পারবেন ব্যোমকেশ?
ব্যোমকেশের সামনে রয়েছে নিশানাথ বাবুর মৃত্যুরহস্য সমাধানের হাতছানি। যেখানে সন্দেহভাজন অপরাধী অনেকেই। এমতাবস্থায় তিনি পারবেন কি রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনো কোনো রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কি না? ট্রেলারের শুরুতেই শোনা যায় ফোনের রিংয়ের শব্দ, সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে ‘হ্যালো’। এরপরই পর্দায় একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় পরের দৃশ্যটির সংলাপ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে নির্মিত সিরিজটির ট্রেলার গতকাল রোববার প্রকাশ্যে আনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ক্যাপশনে হইচই লিখেছে ‘পিঁজরাপোল থেকে হাতছানি দিচ্ছে এক হাড়হিম করা রহস্য। প্রশ্ন একটাই —আমাদের সত্যান্বেষী কি এই তদন্তে হবে সফল?’ আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিরিজটি।
ব্যোমকেশ ও পিঁজরাপোলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন– অনির্বাণ, ভাস্বর এবং ঋদ্ধিমা। এ ছাড়া আরও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি প্রমুখকে। সিরিজটি পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। চিত্রগ্রহণে রয়েছেন অয়ন শীল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।
অবশেষে গতকাল রোববার মুক্তি পেল ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’–এর ট্রেলার। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে সত্যান্বেষীর চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অজিত চরিত্রে তাঁর সঙ্গী এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ। এক অমোঘ রহস্যের হাতছানির সমাধান কি করতে পারবেন ব্যোমকেশ?
ব্যোমকেশের সামনে রয়েছে নিশানাথ বাবুর মৃত্যুরহস্য সমাধানের হাতছানি। যেখানে সন্দেহভাজন অপরাধী অনেকেই। এমতাবস্থায় তিনি পারবেন কি রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনো কোনো রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কি না? ট্রেলারের শুরুতেই শোনা যায় ফোনের রিংয়ের শব্দ, সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে ‘হ্যালো’। এরপরই পর্দায় একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় পরের দৃশ্যটির সংলাপ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে নির্মিত সিরিজটির ট্রেলার গতকাল রোববার প্রকাশ্যে আনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ক্যাপশনে হইচই লিখেছে ‘পিঁজরাপোল থেকে হাতছানি দিচ্ছে এক হাড়হিম করা রহস্য। প্রশ্ন একটাই —আমাদের সত্যান্বেষী কি এই তদন্তে হবে সফল?’ আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিরিজটি।
ব্যোমকেশ ও পিঁজরাপোলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন– অনির্বাণ, ভাস্বর এবং ঋদ্ধিমা। এ ছাড়া আরও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি প্রমুখকে। সিরিজটি পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। চিত্রগ্রহণে রয়েছেন অয়ন শীল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫