‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে জনপ্রিয় ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। সিরিজটিতে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী: মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে সোনালি পোশাক আর গয়নায়।
‘হীরামান্ডি’র সিরিজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। প্রথম কোনো ভারতীয় সিরিজের নির্মাণে এমন বিপুল অর্থ খরচ হয়েছে। আর সিরিজটিতে কোটি রুপির আসল গয়না পরেই হাজির হয়েছিলেন অভিনেত্রীরা!
এমনিতেই সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই বিশাল আয়োজন! দুর্দান্ত সব পোশাক থেকে তাক লাগানো গয়না। ‘দেবদাস’ হোক কিংবা ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’— নায়িকাদের নকল গয়না নয়, আসল গয়নাতেই হাজির করেন তিনি।
‘হীরামান্ডি’র ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে রিচা চাড্ডাকে। সিরিজটিতে ‘লাজোর’ নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানেই মুঘল ঘরানার নকশা করা নানা গয়নায় সাজতে দেখা গেছে রিচাকে। সেই সব গয়না ছিল আসল, সেগুলোর বাজার দর কেমন, জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
চলচ্চিত্র সমালোচক সুচরিতা তিয়াগিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘এই সিরিজে যে গয়নাগুলো আমি পরেছিলাম সবক’টাই ছিল আসল। এগুলোর দাম কোটি রুপির ওপর। সবক’টা নিয়ে পালিয়ে গেলে নিজে একটা ছবি বানিয়ে নিতে পারব!’
আটটি এপিসোডে বিভক্ত এই সিরিজ। সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা করে চিত্রনাট্য লিখেছেন তিনি। সিরিজটিতে অভিনয় করেছেন—ফারদিন খান ও অধ্যয়ন সুমন। এখনো পর্যন্ত দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সিরিজটি নিয়ে।
‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে জনপ্রিয় ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। সিরিজটিতে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী: মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে সোনালি পোশাক আর গয়নায়।
‘হীরামান্ডি’র সিরিজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। প্রথম কোনো ভারতীয় সিরিজের নির্মাণে এমন বিপুল অর্থ খরচ হয়েছে। আর সিরিজটিতে কোটি রুপির আসল গয়না পরেই হাজির হয়েছিলেন অভিনেত্রীরা!
এমনিতেই সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই বিশাল আয়োজন! দুর্দান্ত সব পোশাক থেকে তাক লাগানো গয়না। ‘দেবদাস’ হোক কিংবা ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’— নায়িকাদের নকল গয়না নয়, আসল গয়নাতেই হাজির করেন তিনি।
‘হীরামান্ডি’র ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে রিচা চাড্ডাকে। সিরিজটিতে ‘লাজোর’ নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানেই মুঘল ঘরানার নকশা করা নানা গয়নায় সাজতে দেখা গেছে রিচাকে। সেই সব গয়না ছিল আসল, সেগুলোর বাজার দর কেমন, জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
চলচ্চিত্র সমালোচক সুচরিতা তিয়াগিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘এই সিরিজে যে গয়নাগুলো আমি পরেছিলাম সবক’টাই ছিল আসল। এগুলোর দাম কোটি রুপির ওপর। সবক’টা নিয়ে পালিয়ে গেলে নিজে একটা ছবি বানিয়ে নিতে পারব!’
আটটি এপিসোডে বিভক্ত এই সিরিজ। সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা করে চিত্রনাট্য লিখেছেন তিনি। সিরিজটিতে অভিনয় করেছেন—ফারদিন খান ও অধ্যয়ন সুমন। এখনো পর্যন্ত দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সিরিজটি নিয়ে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে