টেলিভিশন দিয়েই অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন সন্দীপ্তা সেন। ‘দুর্গা’, ‘টাপুর টুপুর’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। এরই মধ্যে ওয়েব প্ল্যাটফর্মে তাঁর বিভিন্ন কাজ দেখেছেন দর্শক।
বহুদিন পর আবার চেনা মাঠে ব্যাট করছেন সন্দীপ্তা। ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে ‘মা সারদা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। ঐতিহাসিক এই চরিত্রে এবারই প্রথম। সেখানে লাল পাড় সাদা শাড়ি এবং শাঁখা-সিঁদুর পরে পর্দায় ধরা দিচ্ছেন তিনি।
সারদা দেবীর চরিত্র নিঃসন্দেহে সন্দীপ্তার কাছে নতুন চ্যালেঞ্জ। সন্দীপ্তার মতে, ‘বাঙালির অত্যন্ত কাছের একটা চরিত্র এটি। ৭০ শতাংশ হিন্দু বাঙালির বাড়িতে সারদা মায়ের ছবি থাকে। আমিও ছোট থেকে সারদা দেবী, রামকৃষ্ণর অনেক গল্প শুনে বড় হয়েছি। সেই চরিত্র তো অবশ্যই একটা চ্যালেঞ্জের।’
সন্দীপ্তা বলেন, ‘নাটকের সেটে দেব-দেবীর মূর্তি। একটা অন্য রকম ভক্তি নিয়ে কাজ করতে হয়। সৌরভ হয়েছে রামকৃষ্ণ, ভীষণ ভালো অভিনয় করে ও। অনেক দিন রিসার্চ করে কাজটা করা হচ্ছে।’
মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করবেন সন্দীপ্তা। শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। তিনটি ওয়েব সিরিজ়ের কথাও পাকা হয়ে আছে।
টেলিভিশন দিয়েই অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন সন্দীপ্তা সেন। ‘দুর্গা’, ‘টাপুর টুপুর’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। এরই মধ্যে ওয়েব প্ল্যাটফর্মে তাঁর বিভিন্ন কাজ দেখেছেন দর্শক।
বহুদিন পর আবার চেনা মাঠে ব্যাট করছেন সন্দীপ্তা। ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে ‘মা সারদা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। ঐতিহাসিক এই চরিত্রে এবারই প্রথম। সেখানে লাল পাড় সাদা শাড়ি এবং শাঁখা-সিঁদুর পরে পর্দায় ধরা দিচ্ছেন তিনি।
সারদা দেবীর চরিত্র নিঃসন্দেহে সন্দীপ্তার কাছে নতুন চ্যালেঞ্জ। সন্দীপ্তার মতে, ‘বাঙালির অত্যন্ত কাছের একটা চরিত্র এটি। ৭০ শতাংশ হিন্দু বাঙালির বাড়িতে সারদা মায়ের ছবি থাকে। আমিও ছোট থেকে সারদা দেবী, রামকৃষ্ণর অনেক গল্প শুনে বড় হয়েছি। সেই চরিত্র তো অবশ্যই একটা চ্যালেঞ্জের।’
সন্দীপ্তা বলেন, ‘নাটকের সেটে দেব-দেবীর মূর্তি। একটা অন্য রকম ভক্তি নিয়ে কাজ করতে হয়। সৌরভ হয়েছে রামকৃষ্ণ, ভীষণ ভালো অভিনয় করে ও। অনেক দিন রিসার্চ করে কাজটা করা হচ্ছে।’
মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করবেন সন্দীপ্তা। শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। তিনটি ওয়েব সিরিজ়ের কথাও পাকা হয়ে আছে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫