একের পর এক নতুন কাজের খবর দিচ্ছেন নির্মাতা সৈকত নাসির। কয়েক দিন আগে বুবলীকে নিয়ে শেষ করলেন ‘তালাশ’ ছবির শুটিং। শেষ দিনের শুটিংয়ের ফাঁকে নির্মাতার সঙ্গে কথা হয় তাঁর আগামী কাজের পরিকল্পনা নিয়ে। তখনই সৈকত নাসির দিলেন ‘নেটওয়ার্ক’-এর খোঁজ।
‘নেটওয়ার্ক’ তাঁর প্রথম ওয়েব সিরিজ। বড় বাজেটের কাজ। ১০ অক্টোবর থেকে বিশাল বহর নিয়ে শুটিং শুরু হচ্ছে। বাংলাদেশের ঢাকা, খাগড়াছড়ি, পঞ্চগড়, বান্দরবান—এই চার জেলায় শুটিং হবে। তবে শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় ‘নেটওয়ার্ক’-এর ব্যাপ্তি। নির্মাতা সৈকত নাসির বললেন, ‘গল্পের প্রয়োজনে আমাদের তিন দেশে শুটিং করতে হবে। বাংলাদেশ তো আছেই। ভারত ও মিয়ানমারেও যেতে হবে আমাদের। ভারতের কলকাতা ও আগরতলায় শুটিংয়ের প্রস্তুতি চলছে। সেখান থেকেও কয়েকজন অভিনেতা যোগ দেবেন।’
‘নেটওয়ার্ক’ সিরিজের মূল চরিত্রের নাম বেগম। এই চরিত্রে অভিনয় করবেন নিপা আহমেদ রিয়েলি। এর আগে অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিতে অভিনয় করেছেন নিপা। মিডিয়ার এই নবাগত মুখ আশা করছেন, ‘বেগম’ চরিত্রটি তাঁকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলবে।
সিরিজে আরও অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রথম রানারআপ সাজ্জাদ হোসাইন। আরও থাকবেন মিশা সওদাগর, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, সাকিবা বিনতে আলী প্রমুখ।
নির্মাতা বলছেন, ‘শুধু তা-ই নয়, এই সিরিজে সব মিলিয়ে ৪৭ জন অভিনয় করছেন। বড় পরিসরের গল্প। তাই অভিনয়শিল্পীর সংখ্যাও অনেক। বিশাল এই বহর নিয়েই মিশন শুরু করছি।’
একের পর এক নতুন কাজের খবর দিচ্ছেন নির্মাতা সৈকত নাসির। কয়েক দিন আগে বুবলীকে নিয়ে শেষ করলেন ‘তালাশ’ ছবির শুটিং। শেষ দিনের শুটিংয়ের ফাঁকে নির্মাতার সঙ্গে কথা হয় তাঁর আগামী কাজের পরিকল্পনা নিয়ে। তখনই সৈকত নাসির দিলেন ‘নেটওয়ার্ক’-এর খোঁজ।
‘নেটওয়ার্ক’ তাঁর প্রথম ওয়েব সিরিজ। বড় বাজেটের কাজ। ১০ অক্টোবর থেকে বিশাল বহর নিয়ে শুটিং শুরু হচ্ছে। বাংলাদেশের ঢাকা, খাগড়াছড়ি, পঞ্চগড়, বান্দরবান—এই চার জেলায় শুটিং হবে। তবে শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় ‘নেটওয়ার্ক’-এর ব্যাপ্তি। নির্মাতা সৈকত নাসির বললেন, ‘গল্পের প্রয়োজনে আমাদের তিন দেশে শুটিং করতে হবে। বাংলাদেশ তো আছেই। ভারত ও মিয়ানমারেও যেতে হবে আমাদের। ভারতের কলকাতা ও আগরতলায় শুটিংয়ের প্রস্তুতি চলছে। সেখান থেকেও কয়েকজন অভিনেতা যোগ দেবেন।’
‘নেটওয়ার্ক’ সিরিজের মূল চরিত্রের নাম বেগম। এই চরিত্রে অভিনয় করবেন নিপা আহমেদ রিয়েলি। এর আগে অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিতে অভিনয় করেছেন নিপা। মিডিয়ার এই নবাগত মুখ আশা করছেন, ‘বেগম’ চরিত্রটি তাঁকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলবে।
সিরিজে আরও অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রথম রানারআপ সাজ্জাদ হোসাইন। আরও থাকবেন মিশা সওদাগর, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, সাকিবা বিনতে আলী প্রমুখ।
নির্মাতা বলছেন, ‘শুধু তা-ই নয়, এই সিরিজে সব মিলিয়ে ৪৭ জন অভিনয় করছেন। বড় পরিসরের গল্প। তাই অভিনয়শিল্পীর সংখ্যাও অনেক। বিশাল এই বহর নিয়েই মিশন শুরু করছি।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫