ফেলুদা-ব্যোমকেশদের তালিকায় আসছেন নতুন গোয়েন্দা। নাম সুব্রত শর্মা। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই নতুন গোয়েন্দা সিরিজের গল্প লিখেছেন অঞ্জন দত্ত। তবে কোথায় মুক্তি দেবেন সে বিষয়ে নিশ্চিত করেননি।
সিরিজটির নাম ‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’। আর সেই গল্পের-ই গোয়েন্দা নায়ক সুব্রত শর্মা। পেশায় সে সাংবাদিক। আরেকটু বিস্তারিত বললে, ক্রাইম রিপোর্টার। হঠাৎই তাঁর চাকরি চলে যায়। অতঃপর পেটের টানে আর নিজের গোয়েন্দাগিরির প্রেমে সুব্রত চাকরি নেয় একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থায়। সেখানে সহযোগী গোয়েন্দা হিসেবে কাজ করতে করতেই তার বস ড্যানি খুন হয়ে যায়। এরপর সেই রহস্য উন্মোচনেই মাঠে নামে সুব্রত। শুধু তাই নয়, বস ড্যানি সেজেই সে একাধিক মামলার সমাধান করে ফেলে।
প্রথমে ভেবেছিলেন গোয়েন্দা সুব্রত শর্মার চরিত্রে নিজেই অভিনয় করবেন অঞ্জন দত্ত। পরে এই চরিত্রের জন্য অভিনেতা সুপ্রভাত দাসকে বেছে নিয়েছেন তিনি। তবে বস ড্যানির চরিত্রে অভিনয় করবেন অঞ্জন। দেখা যাবে বরুণ চন্দ, সুদীপা বসুকেও। ১২ আগস্ট থেকে শুটিং শুরু হয়েছে।
‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’ সিরিজের প্রথম সিজনে ৫টি পর্ব প্রচারিত হবে। প্রতিটি পর্বে থাকছে ভিন্ন ভিন্ন গল্প। ভবিষ্যতে এই সিরিজের আরও কয়েকটি পর্ব বানানোর পরিকল্পনা করছেন অঞ্জন।
ফেলুদা-ব্যোমকেশদের তালিকায় আসছেন নতুন গোয়েন্দা। নাম সুব্রত শর্মা। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই নতুন গোয়েন্দা সিরিজের গল্প লিখেছেন অঞ্জন দত্ত। তবে কোথায় মুক্তি দেবেন সে বিষয়ে নিশ্চিত করেননি।
সিরিজটির নাম ‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’। আর সেই গল্পের-ই গোয়েন্দা নায়ক সুব্রত শর্মা। পেশায় সে সাংবাদিক। আরেকটু বিস্তারিত বললে, ক্রাইম রিপোর্টার। হঠাৎই তাঁর চাকরি চলে যায়। অতঃপর পেটের টানে আর নিজের গোয়েন্দাগিরির প্রেমে সুব্রত চাকরি নেয় একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থায়। সেখানে সহযোগী গোয়েন্দা হিসেবে কাজ করতে করতেই তার বস ড্যানি খুন হয়ে যায়। এরপর সেই রহস্য উন্মোচনেই মাঠে নামে সুব্রত। শুধু তাই নয়, বস ড্যানি সেজেই সে একাধিক মামলার সমাধান করে ফেলে।
প্রথমে ভেবেছিলেন গোয়েন্দা সুব্রত শর্মার চরিত্রে নিজেই অভিনয় করবেন অঞ্জন দত্ত। পরে এই চরিত্রের জন্য অভিনেতা সুপ্রভাত দাসকে বেছে নিয়েছেন তিনি। তবে বস ড্যানির চরিত্রে অভিনয় করবেন অঞ্জন। দেখা যাবে বরুণ চন্দ, সুদীপা বসুকেও। ১২ আগস্ট থেকে শুটিং শুরু হয়েছে।
‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’ সিরিজের প্রথম সিজনে ৫টি পর্ব প্রচারিত হবে। প্রতিটি পর্বে থাকছে ভিন্ন ভিন্ন গল্প। ভবিষ্যতে এই সিরিজের আরও কয়েকটি পর্ব বানানোর পরিকল্পনা করছেন অঞ্জন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে