ঢাকা: চার বছর ধরে জি বাংলায় প্রচার হচ্ছে ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’। ২০১৭ সালের ২৪ জুলাই এর প্রচার শুরু হয়েছিল। সেই থেকে দর্শকদের পছন্দের তালিকায় ‘রাসমণি’। তবে গল্পের ধারাবাহিকতা অনুযায়ী, সর্বত্যাগী হয়েছেন রানিমা। ইতিহাস বলছে এবার তাঁর মৃত্যুর সময় আগত। ধারাবাহিকটির নতুন প্রোমোতেও মিলল সেই ইঙ্গিত।
তাই জল্পনা চলছে, তাড়াতাড়িই শেষ হতে যাচ্ছে ‘রাণী রাসমণি’র পথচলা।
দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিক দর্শকদের ভালোবাসা পেয়েছে অফুরন্ত। ফলস্বরূপ টিআরপি তালিকায় সেরা দশে স্থায়ী আসন করে নিয়েছে। তবে ইতিহাসনির্ভর ধারাবাহিকটির গল্প ফুরিয়ে এসেছে। সে কারণেই খুব বেশিদিন টেলিভিশনের পর্দায় পাওয়া যাবে না রানিমাকে।
ধারাবাহিক শেষ হবে কিনা এখনো চ্যানেল কর্তৃপক্ষ জানায়নি। তবে রানিমার পর্ব শেষ হয়ে যাচ্ছে, এটা ঠিক।
রাজেন্দ্র প্রসাদ দাস, নির্মাতা, করুণাময়ী রাণী রাসমণি
ইতিহাস অনুযায়ী এবার রানিমার মৃত্যুর সময় আগত। তার মাঝেই সামনে এল ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর মন্দিরের অধিষ্ঠাত্রী মা ভবতারিণী রানিমাকে নিজের কাছে ডাকছেন। বলছেন, ‘তোর জীবনকাল এবার সমাপ্ত হয়ে আসছে। আমি যে তোর অপেক্ষায় দিন গুনছি।’ উত্তরে রানিমা জানান, তিনি প্রস্তুত।
এ থেকেই ধারণা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। যদিও রানিমার মৃত্যু হলেই সিরিয়াল শেষ হবে, এটা নিশ্চিত নয়। কিন্তু মুখ্য চরিত্র না থাকলে দর্শকদের কাছে সেটি অর্থহীন হয়ে যাবে বলেই মনে করছেন অনেকে।
দেখুন ‘করুণাময়ী রাণী রাসমণি’র নতুন প্রোমো:
বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। লকডাউন শেষে শুটিং শুরু হলে আর কতদিন চলবে ‘করুণাময়ী রাণী রাসমণি’, তা নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
সব কাজই একসময় শেষ হয়ে যায়। সেই নিয়ম মেনে আমার অংশও শেষ হয়ে যাচ্ছে। রানিমা না থাকলে সিরিয়াল চলবে কিনা জানি না। তবে টানা তিন বছরেরও বেশি সময় ধরে আমরা একসঙ্গে থেকেছি। তাই গোটা ইউনিট পরিবার হয়ে উঠেছিলাম।
দিতিপ্রিয়া রায়, পর্দার রানিমা
রাণী রাসমণি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন দিতিপ্রিয়া রায়। দশম শ্রেণিতে পড়ার সময় তিনি এই ধারাবাহিকে রাসমণির ছোটবেলার চরিত্রে অভিনয় করার সুযোগ পান। পরবর্তী সময়ে দর্শকদের চাহিদায় সত্তরোর্ধ রাণী রাসমণির চরিত্রেও তিনিই অভিনয় করছেন।
কিছুদিন আগে ইতিহাস বিকৃতির অভিযোগ এসেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’র বিরুদ্ধে। তবে জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। আগের মতো এখনো তুমুল আগ্রহ নিয়ে রানীমাকে দেখতে টিভির সামনে বসেন বাংলার দর্শক। জি বাংলায় সোম-রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রচার হয় সিরিয়ালটি।
ঢাকা: চার বছর ধরে জি বাংলায় প্রচার হচ্ছে ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’। ২০১৭ সালের ২৪ জুলাই এর প্রচার শুরু হয়েছিল। সেই থেকে দর্শকদের পছন্দের তালিকায় ‘রাসমণি’। তবে গল্পের ধারাবাহিকতা অনুযায়ী, সর্বত্যাগী হয়েছেন রানিমা। ইতিহাস বলছে এবার তাঁর মৃত্যুর সময় আগত। ধারাবাহিকটির নতুন প্রোমোতেও মিলল সেই ইঙ্গিত।
তাই জল্পনা চলছে, তাড়াতাড়িই শেষ হতে যাচ্ছে ‘রাণী রাসমণি’র পথচলা।
দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিক দর্শকদের ভালোবাসা পেয়েছে অফুরন্ত। ফলস্বরূপ টিআরপি তালিকায় সেরা দশে স্থায়ী আসন করে নিয়েছে। তবে ইতিহাসনির্ভর ধারাবাহিকটির গল্প ফুরিয়ে এসেছে। সে কারণেই খুব বেশিদিন টেলিভিশনের পর্দায় পাওয়া যাবে না রানিমাকে।
ধারাবাহিক শেষ হবে কিনা এখনো চ্যানেল কর্তৃপক্ষ জানায়নি। তবে রানিমার পর্ব শেষ হয়ে যাচ্ছে, এটা ঠিক।
রাজেন্দ্র প্রসাদ দাস, নির্মাতা, করুণাময়ী রাণী রাসমণি
ইতিহাস অনুযায়ী এবার রানিমার মৃত্যুর সময় আগত। তার মাঝেই সামনে এল ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর মন্দিরের অধিষ্ঠাত্রী মা ভবতারিণী রানিমাকে নিজের কাছে ডাকছেন। বলছেন, ‘তোর জীবনকাল এবার সমাপ্ত হয়ে আসছে। আমি যে তোর অপেক্ষায় দিন গুনছি।’ উত্তরে রানিমা জানান, তিনি প্রস্তুত।
এ থেকেই ধারণা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। যদিও রানিমার মৃত্যু হলেই সিরিয়াল শেষ হবে, এটা নিশ্চিত নয়। কিন্তু মুখ্য চরিত্র না থাকলে দর্শকদের কাছে সেটি অর্থহীন হয়ে যাবে বলেই মনে করছেন অনেকে।
দেখুন ‘করুণাময়ী রাণী রাসমণি’র নতুন প্রোমো:
বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। লকডাউন শেষে শুটিং শুরু হলে আর কতদিন চলবে ‘করুণাময়ী রাণী রাসমণি’, তা নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
সব কাজই একসময় শেষ হয়ে যায়। সেই নিয়ম মেনে আমার অংশও শেষ হয়ে যাচ্ছে। রানিমা না থাকলে সিরিয়াল চলবে কিনা জানি না। তবে টানা তিন বছরেরও বেশি সময় ধরে আমরা একসঙ্গে থেকেছি। তাই গোটা ইউনিট পরিবার হয়ে উঠেছিলাম।
দিতিপ্রিয়া রায়, পর্দার রানিমা
রাণী রাসমণি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন দিতিপ্রিয়া রায়। দশম শ্রেণিতে পড়ার সময় তিনি এই ধারাবাহিকে রাসমণির ছোটবেলার চরিত্রে অভিনয় করার সুযোগ পান। পরবর্তী সময়ে দর্শকদের চাহিদায় সত্তরোর্ধ রাণী রাসমণির চরিত্রেও তিনিই অভিনয় করছেন।
কিছুদিন আগে ইতিহাস বিকৃতির অভিযোগ এসেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’র বিরুদ্ধে। তবে জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। আগের মতো এখনো তুমুল আগ্রহ নিয়ে রানীমাকে দেখতে টিভির সামনে বসেন বাংলার দর্শক। জি বাংলায় সোম-রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রচার হয় সিরিয়ালটি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫