ঢাকা: গত বছর ‘রসোরেমে কৌন থা’ নামে একটি প্যারোডি র্যাপ ভাইরাল হয়েছিল অনলাইনে। জনপ্রিয় ইউটিউবার যশরাজ সিরিয়ালের কয়েকটি সংলাপ মিলিয়ে র্যাপটি বানিয়েছিলেন। র্যাপের সংলাপগুলো নেওয়া হয়েছিল ‘সাথ নিভানা সাথিয়া’ থেকে। সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র কোকিলাবেনের একটি সংলাপকে র্যাপ স্টাইলে তুলে ধরে হইচই ফেলে দিয়েছিলেন যশরাজ। কয়েক বছর আগে শেষ হয়েছে সিরিয়ালটি।
হিন্দি সিরিয়ালপ্রেমীদের মধ্যে খুব কম জনই আছেন, যাঁরা ‘সাথ নিভানা সাথিয়া’ দেখেননি। বহু বছর ছোট পর্দায় দাপিয়ে ব্যাটিং করেছে অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল। প্রচারিত হয়েছে দুই হাজারেরও বেশি পর্ব। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘গোপী বউ’ তো সবার কাছে ভীষণ পছন্দের চরিত্র।
ওই চরিত্রে অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছেন বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য। ধারাবাহিকটির কল্যাণে বিগ বস থেকেও ঘুরে এসেছেন তিনি।
স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘কে আপন কে পর’–এর হিন্দি রূপই ‘সাথ নিভানা সাথিয়া’। প্রথম মৌসুমের তুমুল সাফল্যের পর গত বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হয় ‘সাথ নিভানা সাথিয়া ২’। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ১৯৫টি পর্ব।
এ সিরিয়ালের প্রধান চরিত্র গহনা। ছোট্ট শহর থেকে উঠে এসেছে সে। পড়াশোনা শেষ করে একদিন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পায়। যে পরিবারে তার বিয়ে হয়, ওই পরিবারেই একদিন কাজের মেয়ে হিসেবে এসেছিল সে। শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য মন–প্রাণ ঢেলে কাজ করে গহনা। শুধু নিষ্ঠার জোরেই প্রতিবার যাবতীয় বাধা পেরিয়ে যায় সে।
সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় স্টার প্লাসে প্রচারিদ হচ্ছে ‘সাথ নিভানা সাথিয়া ২’।
ঢাকা: গত বছর ‘রসোরেমে কৌন থা’ নামে একটি প্যারোডি র্যাপ ভাইরাল হয়েছিল অনলাইনে। জনপ্রিয় ইউটিউবার যশরাজ সিরিয়ালের কয়েকটি সংলাপ মিলিয়ে র্যাপটি বানিয়েছিলেন। র্যাপের সংলাপগুলো নেওয়া হয়েছিল ‘সাথ নিভানা সাথিয়া’ থেকে। সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র কোকিলাবেনের একটি সংলাপকে র্যাপ স্টাইলে তুলে ধরে হইচই ফেলে দিয়েছিলেন যশরাজ। কয়েক বছর আগে শেষ হয়েছে সিরিয়ালটি।
হিন্দি সিরিয়ালপ্রেমীদের মধ্যে খুব কম জনই আছেন, যাঁরা ‘সাথ নিভানা সাথিয়া’ দেখেননি। বহু বছর ছোট পর্দায় দাপিয়ে ব্যাটিং করেছে অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল। প্রচারিত হয়েছে দুই হাজারেরও বেশি পর্ব। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘গোপী বউ’ তো সবার কাছে ভীষণ পছন্দের চরিত্র।
ওই চরিত্রে অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছেন বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য। ধারাবাহিকটির কল্যাণে বিগ বস থেকেও ঘুরে এসেছেন তিনি।
স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘কে আপন কে পর’–এর হিন্দি রূপই ‘সাথ নিভানা সাথিয়া’। প্রথম মৌসুমের তুমুল সাফল্যের পর গত বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হয় ‘সাথ নিভানা সাথিয়া ২’। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ১৯৫টি পর্ব।
এ সিরিয়ালের প্রধান চরিত্র গহনা। ছোট্ট শহর থেকে উঠে এসেছে সে। পড়াশোনা শেষ করে একদিন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পায়। যে পরিবারে তার বিয়ে হয়, ওই পরিবারেই একদিন কাজের মেয়ে হিসেবে এসেছিল সে। শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য মন–প্রাণ ঢেলে কাজ করে গহনা। শুধু নিষ্ঠার জোরেই প্রতিবার যাবতীয় বাধা পেরিয়ে যায় সে।
সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় স্টার প্লাসে প্রচারিদ হচ্ছে ‘সাথ নিভানা সাথিয়া ২’।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫