ঢাকা: আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অ্যান্থলজি ছবি ‘রায়’। চারটি আলাদা গল্প এক মোড়কে মুড়ে বানানো হয়েছে একটি ছবি। অভিনয় করেছেন বলিউডের নামকরা অভিনয়শিল্পীরা।
১. সত্যজিৎ রায়ের চারটি গল্প ‘বারীন ভৌমিকের ব্যারাম’, ‘বহুরূপী’, ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ ও ‘স্পটলাইট’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।
২. বানিয়েছেন তিনজন পরিচালক—অভিষেক চৌবে, সৃজিত মুখার্জি ও বাসান বালা। সৃজিত বানিয়েছেন দুটি গল্প।
৩. সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি হয়েছে ‘রায়’। নেটফ্লিক্সের এই সিরিজের দৃশ্যায়নের সময় মূল গল্পের অনেক কিছুতেই বদল আনতে হয়েছে।
৪. সিনেমায় এসে সত্যজিতের মূল গল্পের নামও বদলে গেছে। গল্পগুলোর নাম দেওয়া হয়েছে ‘হাঙ্গামা হ্যায় কিঁউ বরপা’, ‘বহুরূপিয়া’, ‘ফরগেট মি নট’ ও ‘স্পটলাইট’।
৫. চার ছবিতে দেখা যাবে এই সময়ের পরিচিত একঝাঁক অভিনয়শিল্পীকে। আছেন মনোজ বাজপেয়ি। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর কল্যাণে তিনি এখন ভারতের সবচেয়ে আলোচিত অভিনেতা। এই সিরিজে তাঁকে দেখা যাবে শাস্ত্রীয় গায়কের চরিত্রে।
৬. মনোজ ছাড়াও সিরিজে দেখা যাবে কে কে মেনন, গজরাজ রাও, আলি ফজল, রাধিকা মদন, হর্ষবর্ধন কাপুর, বিদিতা বাগ, অনিন্দিতা বসু, চন্দন রায় স্যানাল ও শ্বেতা বসু প্রসাদকে।
ঢাকা: আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অ্যান্থলজি ছবি ‘রায়’। চারটি আলাদা গল্প এক মোড়কে মুড়ে বানানো হয়েছে একটি ছবি। অভিনয় করেছেন বলিউডের নামকরা অভিনয়শিল্পীরা।
১. সত্যজিৎ রায়ের চারটি গল্প ‘বারীন ভৌমিকের ব্যারাম’, ‘বহুরূপী’, ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ ও ‘স্পটলাইট’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।
২. বানিয়েছেন তিনজন পরিচালক—অভিষেক চৌবে, সৃজিত মুখার্জি ও বাসান বালা। সৃজিত বানিয়েছেন দুটি গল্প।
৩. সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি হয়েছে ‘রায়’। নেটফ্লিক্সের এই সিরিজের দৃশ্যায়নের সময় মূল গল্পের অনেক কিছুতেই বদল আনতে হয়েছে।
৪. সিনেমায় এসে সত্যজিতের মূল গল্পের নামও বদলে গেছে। গল্পগুলোর নাম দেওয়া হয়েছে ‘হাঙ্গামা হ্যায় কিঁউ বরপা’, ‘বহুরূপিয়া’, ‘ফরগেট মি নট’ ও ‘স্পটলাইট’।
৫. চার ছবিতে দেখা যাবে এই সময়ের পরিচিত একঝাঁক অভিনয়শিল্পীকে। আছেন মনোজ বাজপেয়ি। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর কল্যাণে তিনি এখন ভারতের সবচেয়ে আলোচিত অভিনেতা। এই সিরিজে তাঁকে দেখা যাবে শাস্ত্রীয় গায়কের চরিত্রে।
৬. মনোজ ছাড়াও সিরিজে দেখা যাবে কে কে মেনন, গজরাজ রাও, আলি ফজল, রাধিকা মদন, হর্ষবর্ধন কাপুর, বিদিতা বাগ, অনিন্দিতা বসু, চন্দন রায় স্যানাল ও শ্বেতা বসু প্রসাদকে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে