এ বছর পূজায় কলকাতার চ্যানেলগুলোতে দুর্গাবেশে দেখা যাবে কোন কোন নায়িকাকে, তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বেশ আলোচনা চলছে। আগেই দুর্গাবেশে প্রকাশ্যে এসেছেন কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোয়েল দুর্গা সেজেছেন ‘কালার্স বাংলা’র হয়ে, অন্যদিকে শুভশ্রী সাজলেন ‘জি বাংলা’র মহালয়ার অনুষ্ঠানের জন্য। আর এবার সামনে এল ‘স্টার জলসা’র দুর্গা। এই চ্যানেলের অনুষ্ঠানে দুর্গাবেশে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে।
কিছুদিন আগে ‘রাণী রাসমণি’ সিরিয়ালের কাজ শেষ করে আপাতত ছোট পর্দা থেকে ছুটি নিয়েছেন দিতিপ্রিয়া রায়। তার পর থেকেই তাঁর হাতে আসতে শুরু করেছে ওয়েব সিরিজ আর বড় পর্দার কাজ। নতুন মিশন শুরু করেছেন তিনি। একের পর এক ছবি, ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হচ্ছেন। রোহান ঘোষ পরিচালিত ‘মুক্তি’ ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। এতে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করবেন তিনি।
দিতিপ্রিয়ার রয়েছে আরও খবর। নাম ঠিক না হওয়া একটি হিন্দি অ্যান্থোলজি ছবিতে কাজ করছেন। এর আগে ‘রুদ্রবীণার অভিশাপ’ ছবির কাজ শেষ করেছেন। চুক্তিবদ্ধ হয়েছেন অভিমন্যু মুখোপাধ্যায়ের নতুন ছবিতে। এ ছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করবেন ‘আয় খুকু আয়’ ছবিতে। এর প্রযোজক আরেক সুপারস্টার জিৎ। মুক্তির অপেক্ষায় রয়েছে দিতিপ্রিয়ার ‘অভিযাত্রিক’। এই ছবি কিংবা ওয়েব কনটেন্টের বেশির ভাগই মুক্তি পাবে আগামী বছর।
এ বছর পূজায় কলকাতার চ্যানেলগুলোতে দুর্গাবেশে দেখা যাবে কোন কোন নায়িকাকে, তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বেশ আলোচনা চলছে। আগেই দুর্গাবেশে প্রকাশ্যে এসেছেন কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোয়েল দুর্গা সেজেছেন ‘কালার্স বাংলা’র হয়ে, অন্যদিকে শুভশ্রী সাজলেন ‘জি বাংলা’র মহালয়ার অনুষ্ঠানের জন্য। আর এবার সামনে এল ‘স্টার জলসা’র দুর্গা। এই চ্যানেলের অনুষ্ঠানে দুর্গাবেশে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে।
কিছুদিন আগে ‘রাণী রাসমণি’ সিরিয়ালের কাজ শেষ করে আপাতত ছোট পর্দা থেকে ছুটি নিয়েছেন দিতিপ্রিয়া রায়। তার পর থেকেই তাঁর হাতে আসতে শুরু করেছে ওয়েব সিরিজ আর বড় পর্দার কাজ। নতুন মিশন শুরু করেছেন তিনি। একের পর এক ছবি, ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হচ্ছেন। রোহান ঘোষ পরিচালিত ‘মুক্তি’ ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। এতে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করবেন তিনি।
দিতিপ্রিয়ার রয়েছে আরও খবর। নাম ঠিক না হওয়া একটি হিন্দি অ্যান্থোলজি ছবিতে কাজ করছেন। এর আগে ‘রুদ্রবীণার অভিশাপ’ ছবির কাজ শেষ করেছেন। চুক্তিবদ্ধ হয়েছেন অভিমন্যু মুখোপাধ্যায়ের নতুন ছবিতে। এ ছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করবেন ‘আয় খুকু আয়’ ছবিতে। এর প্রযোজক আরেক সুপারস্টার জিৎ। মুক্তির অপেক্ষায় রয়েছে দিতিপ্রিয়ার ‘অভিযাত্রিক’। এই ছবি কিংবা ওয়েব কনটেন্টের বেশির ভাগই মুক্তি পাবে আগামী বছর।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫