একের পর এক বন্ধ হচ্ছে ধারাবাহিক। আজ একইদিনে বন্ধ হচ্ছে দুটি ধারাবাহিকের প্রচার। আগেই জানা গিয়েছিল ‘দেশের মাটি’র প্রচার বন্ধ হয়ে আগামীকাল থেকে একই সময়ে শুরু হবে ‘খুকুমনি হোম ডেলিভারি’।
এবার জানা গেল, শুধু ‘দেশের মাটি’ নয়, বন্ধ হচ্ছে ‘তিতলি’ও। আজ রোববার শেষবারের মতো দেখা গেছে ‘তিতলি’কে। এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়েছে গত বৃহস্পতিবার।
এক সময় টিআরপি-র তালিকায় শীর্ষে ছিল ‘তিতলি’। এটি কেন হঠাৎ বন্ধ হচ্ছে, এ নিয়ে দর্শকদের মধ্যে চলছে জল্পনা। শোনা গেছে, টিআরপি কম থাকার কারণেই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
তবে ধারাবাহিকের ‘তিতলি’ চরিত্রের অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বলছেন ভিন্ন কথা, ‘তিতলি দুম করে বন্ধ হচ্ছে না। বরং একটা গল্পের শেষ হচ্ছে।’
মধুপ্রিয়া বলেন, ‘সবকিছুর যেমন শুরু আছে। তেমন শেষও আছে। তিতলির ক্ষেত্রেও তাই। তাছাড়াও তিতলি তো আর কোনো ফ্যামিলি ড্রামা নয়। একটা মেয়ের স্বপ্নপূরণের গল্প এটি। সেই গল্প তো অনেক আগেই শেষ হয়ে গেছে।’
ধারাবাহিকটি শেষ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অনেকবারই এই ধারাবাহিকের টাইমিং বদলেছে। সম্প্রতি তিতলিকে দুপুরের স্লটে দেওয়া হয়। দর্শক কমতে থাকে। তার উপর নতুন করে তিতলির গল্পতেও কিছু নেই। তাই শুধু শুধু একটা ভাল গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ? তার থেকে ভাল শেষ হয়ে যাওয়া।’
তবে এতদিন ধরে তিনি যে ‘তিতলি’ টিমে কাজ করছিলেন, হঠাৎ করে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায়, টিমের অনেকের সঙ্গে আর দেখা হবে না, এটা নিয়ে বেশ মন খারাপ মধুপ্রিয়া চৌধুরীর।
‘তিতলি’ এক বধির মেয়ের স্বপ্নপূরণের গল্প। যার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। এই গল্প দেখাতে গিয়ে এমন কিছু দেখানো হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেন অনেকেই।
একের পর এক বন্ধ হচ্ছে ধারাবাহিক। আজ একইদিনে বন্ধ হচ্ছে দুটি ধারাবাহিকের প্রচার। আগেই জানা গিয়েছিল ‘দেশের মাটি’র প্রচার বন্ধ হয়ে আগামীকাল থেকে একই সময়ে শুরু হবে ‘খুকুমনি হোম ডেলিভারি’।
এবার জানা গেল, শুধু ‘দেশের মাটি’ নয়, বন্ধ হচ্ছে ‘তিতলি’ও। আজ রোববার শেষবারের মতো দেখা গেছে ‘তিতলি’কে। এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়েছে গত বৃহস্পতিবার।
এক সময় টিআরপি-র তালিকায় শীর্ষে ছিল ‘তিতলি’। এটি কেন হঠাৎ বন্ধ হচ্ছে, এ নিয়ে দর্শকদের মধ্যে চলছে জল্পনা। শোনা গেছে, টিআরপি কম থাকার কারণেই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
তবে ধারাবাহিকের ‘তিতলি’ চরিত্রের অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বলছেন ভিন্ন কথা, ‘তিতলি দুম করে বন্ধ হচ্ছে না। বরং একটা গল্পের শেষ হচ্ছে।’
মধুপ্রিয়া বলেন, ‘সবকিছুর যেমন শুরু আছে। তেমন শেষও আছে। তিতলির ক্ষেত্রেও তাই। তাছাড়াও তিতলি তো আর কোনো ফ্যামিলি ড্রামা নয়। একটা মেয়ের স্বপ্নপূরণের গল্প এটি। সেই গল্প তো অনেক আগেই শেষ হয়ে গেছে।’
ধারাবাহিকটি শেষ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অনেকবারই এই ধারাবাহিকের টাইমিং বদলেছে। সম্প্রতি তিতলিকে দুপুরের স্লটে দেওয়া হয়। দর্শক কমতে থাকে। তার উপর নতুন করে তিতলির গল্পতেও কিছু নেই। তাই শুধু শুধু একটা ভাল গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ? তার থেকে ভাল শেষ হয়ে যাওয়া।’
তবে এতদিন ধরে তিনি যে ‘তিতলি’ টিমে কাজ করছিলেন, হঠাৎ করে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায়, টিমের অনেকের সঙ্গে আর দেখা হবে না, এটা নিয়ে বেশ মন খারাপ মধুপ্রিয়া চৌধুরীর।
‘তিতলি’ এক বধির মেয়ের স্বপ্নপূরণের গল্প। যার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। এই গল্প দেখাতে গিয়ে এমন কিছু দেখানো হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেন অনেকেই।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫