১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল আর ডি বর্মণের সংগীতে ছবি ‘বালিকা বধূ’। ছবিতে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ গানটি গেয়েছিলেন অমিত কুমার। গানটি বেশ জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তার রেশে গানটি লুফে নেন প্রযোজক একতা কাপুর। তৈরি করেন এই নামে টিভি সিরিয়াল।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছোট পর্দা মাতিয়ে রাখত ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’। রাম আর পিয়ার দাম্পত্য-প্রেম-বিরহ-রোম্যান্স আর সর্বোপরি বন্ধুত্বের গল্পে কোথায় যেন নিজেদেরই হারিয়ে ফেলতেন একটু বেশি বয়সী দম্পতিরা। সেই রসায়ন নতুন করে ভারতীয় টিভি চ্যানেল সনিতে এসেছে। প্রচার হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। তবে এবার আর রাম কাপুর আর সাক্ষী তানওয়ারের জুটি নয়। এবার জুটি হয়েছেন নকুল মেহতা ও দিশা পারমার। প্রথম সিজনের মতো এবারও মূল চরিত্রের নাম একই রাখা হয়েছে। নকুল অভিনয় করছেন রাম কাপুর চরিত্রে, দিশা হয়েছেন পিয়া। ইতিমধ্যেই দুজনের রসায়ন দর্শক পছন্দ করেছেন, জনপ্রিয় হয়ে উঠছে এই সিরিয়াল।
প্রযোজক একতা কাপুর বলেন, ‘আজকের জেনারেশন বছর ত্রিশের কোঠায় এসে যে একাকিত্বে ভুগবে তার জন্য প্রস্তুত নয়। সেই কারণেই, একটি সহজ, স্বাভাবিক শহুরে গল্প বানানোর চেষ্টা করছি। যে সময়টায় তার নির্ভরতার মানুষ লাগে, যার কাছে সবকিছু শেয়ার করা যায়।’
পাশাপাশি একতা আরও জানিয়েছেন, দ্বিতীয় সিজনের জন্য রাম ও সাক্ষীকে অফার দেননি। তিনি জানেন, রাম ও সাক্ষী অত্যন্ত ব্যস্ত। তবে এই সিজনে যাদের নিয়েছেন, তারাও বেশ জনপ্রিয়।
ইতিমধ্যে সিরিয়ালটির ৫০তম পর্ব প্রচার হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভেও দেখা যাচ্ছে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’।
১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল আর ডি বর্মণের সংগীতে ছবি ‘বালিকা বধূ’। ছবিতে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ গানটি গেয়েছিলেন অমিত কুমার। গানটি বেশ জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তার রেশে গানটি লুফে নেন প্রযোজক একতা কাপুর। তৈরি করেন এই নামে টিভি সিরিয়াল।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছোট পর্দা মাতিয়ে রাখত ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’। রাম আর পিয়ার দাম্পত্য-প্রেম-বিরহ-রোম্যান্স আর সর্বোপরি বন্ধুত্বের গল্পে কোথায় যেন নিজেদেরই হারিয়ে ফেলতেন একটু বেশি বয়সী দম্পতিরা। সেই রসায়ন নতুন করে ভারতীয় টিভি চ্যানেল সনিতে এসেছে। প্রচার হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। তবে এবার আর রাম কাপুর আর সাক্ষী তানওয়ারের জুটি নয়। এবার জুটি হয়েছেন নকুল মেহতা ও দিশা পারমার। প্রথম সিজনের মতো এবারও মূল চরিত্রের নাম একই রাখা হয়েছে। নকুল অভিনয় করছেন রাম কাপুর চরিত্রে, দিশা হয়েছেন পিয়া। ইতিমধ্যেই দুজনের রসায়ন দর্শক পছন্দ করেছেন, জনপ্রিয় হয়ে উঠছে এই সিরিয়াল।
প্রযোজক একতা কাপুর বলেন, ‘আজকের জেনারেশন বছর ত্রিশের কোঠায় এসে যে একাকিত্বে ভুগবে তার জন্য প্রস্তুত নয়। সেই কারণেই, একটি সহজ, স্বাভাবিক শহুরে গল্প বানানোর চেষ্টা করছি। যে সময়টায় তার নির্ভরতার মানুষ লাগে, যার কাছে সবকিছু শেয়ার করা যায়।’
পাশাপাশি একতা আরও জানিয়েছেন, দ্বিতীয় সিজনের জন্য রাম ও সাক্ষীকে অফার দেননি। তিনি জানেন, রাম ও সাক্ষী অত্যন্ত ব্যস্ত। তবে এই সিজনে যাদের নিয়েছেন, তারাও বেশ জনপ্রিয়।
ইতিমধ্যে সিরিয়ালটির ৫০তম পর্ব প্রচার হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভেও দেখা যাচ্ছে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫