‘সাঁঝের বাতি’ সিরিয়ালে খলনায়িকা হিসেবে অভিনয় শুরু হয়েছিল দীপান্বিতা রক্ষিতের। চুমকি চরিত্রে অভিনয় করে ভালোই জনপ্রিয় হয়েছেন তিনি। `সাঁঝের বাতি'র দ্বিতীয় সিজন অর্থাৎ ‘সাঁঝের বাতি: নতুন পৃথিবী’র অংশ হননি দীপান্বিতা। বরং একদম ভোল পাল্টে নায়িকা হয়েই হাজির হচ্ছেন তিনি।
কলকাতার টিভি চ্যানেলগুলোতে এখন নতুন সিরিয়ালের রমরমা। কিছুদিন আগেই শুরু হয়েছে ‘সর্বজয়া’, ‘উমা’, ‘আয় তবে সহচরী’র মতো ধারাবাহিক। এর মধ্যেই বৃহস্পতিবার সামনে এল স্টার জলসার আরও এক নতুন সিরিয়ালের প্রোমো। নাম ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই সিরিয়ালে খুকুমণির ভূমিকায় অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত।
লকডাউনে অনেকেই শুরু করেছেন নিজের ব্যবসা। তেমনই এক সাধারণ মেয়ের গল্প নিয়ে এই নতুন ধারাবাহিক। খুকুমণি হোম ডেলিভারিতে দর্শক দেখতে পাবেন একটি নতুন জুটিকে। এতে দীপান্বিতার বিপরীতে থাকবেন ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালের বোধি, অর্থাৎ রাহুল মজুমদার।
মাস কয়েক আগেই শেষ হয়েছে স্টার জলসার ভাগ্যলক্ষ্মী। তারপর থেকে ছোট পর্দা থেকে দূরেই ছিলেন রাহুল। এবার নতুন সিরিয়াল নিয়ে একই চ্যানেলে ফিরছেন রাহুল, সঙ্গী দীপান্বিতা। শোনা যাচ্ছে, এ মাসেই শুরু হবে খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালের শুটিং। পূজার পর শুরু হবে প্রচার।
‘সাঁঝের বাতি’ সিরিয়ালে খলনায়িকা হিসেবে অভিনয় শুরু হয়েছিল দীপান্বিতা রক্ষিতের। চুমকি চরিত্রে অভিনয় করে ভালোই জনপ্রিয় হয়েছেন তিনি। `সাঁঝের বাতি'র দ্বিতীয় সিজন অর্থাৎ ‘সাঁঝের বাতি: নতুন পৃথিবী’র অংশ হননি দীপান্বিতা। বরং একদম ভোল পাল্টে নায়িকা হয়েই হাজির হচ্ছেন তিনি।
কলকাতার টিভি চ্যানেলগুলোতে এখন নতুন সিরিয়ালের রমরমা। কিছুদিন আগেই শুরু হয়েছে ‘সর্বজয়া’, ‘উমা’, ‘আয় তবে সহচরী’র মতো ধারাবাহিক। এর মধ্যেই বৃহস্পতিবার সামনে এল স্টার জলসার আরও এক নতুন সিরিয়ালের প্রোমো। নাম ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই সিরিয়ালে খুকুমণির ভূমিকায় অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত।
লকডাউনে অনেকেই শুরু করেছেন নিজের ব্যবসা। তেমনই এক সাধারণ মেয়ের গল্প নিয়ে এই নতুন ধারাবাহিক। খুকুমণি হোম ডেলিভারিতে দর্শক দেখতে পাবেন একটি নতুন জুটিকে। এতে দীপান্বিতার বিপরীতে থাকবেন ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালের বোধি, অর্থাৎ রাহুল মজুমদার।
মাস কয়েক আগেই শেষ হয়েছে স্টার জলসার ভাগ্যলক্ষ্মী। তারপর থেকে ছোট পর্দা থেকে দূরেই ছিলেন রাহুল। এবার নতুন সিরিয়াল নিয়ে একই চ্যানেলে ফিরছেন রাহুল, সঙ্গী দীপান্বিতা। শোনা যাচ্ছে, এ মাসেই শুরু হবে খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালের শুটিং। পূজার পর শুরু হবে প্রচার।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫